Ajker Patrika

রাশিয়া-তুরস্ক-ইউক্রেন বৈঠক বৃহস্পতিবার 

রাশিয়া-তুরস্ক-ইউক্রেন বৈঠক বৃহস্পতিবার 

ইউক্রেন সংকট নিরসনে ইউক্রেন, রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী বৃহস্পতিবার তুরস্কের দক্ষিণাঞ্চলের আন্টালিয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান রুশ ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলাপের পর বৈঠকের ঘোষণা আসলো। ইউক্রেনে যুদ্ধ ক্রমশ বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে তুরস্কের পক্ষ থেকে এই সংকট নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এর আগেও তুরস্ক একাধিকবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করতে চেয়ে আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে। 

তুরস্কের একটি কূটনৈতিক ফোরামের আলোচনার পর সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, ‘আমরা আগামী বৃহস্পতিবার আন্টালিয়াতে একটি ত্রিপক্ষীয় বৈঠকে বসব।’ 

এক টুইটে কাভুসোগলু বলেন, ‘রাষ্ট্রপতি এরদোয়ানের উদ্যোগ ও আমাদের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার ফলাফলস্বরূপ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা আমাদের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘আশা করি এই পদক্ষেপ আমাদের শান্তি ও স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে।’ 

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস গত রোববার জানিয়েছিল, রুশ আলোচক দলের সদস্য লিওনিদ স্লুটস্কিও তৃতীয় ধাপের আলোচনা ৭ মার্চ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছিলেন। তবে বরাবরের মতো এবারও আলোচনাস্থল গোপন রাখা হয়েছে। 

উল্লেখ্য, তুরস্ক ন্যাটোর সদস্য এবং ইউক্রেনের মিত্র। তবে দেশটি রাশিয়ার ওপর আমদানির জন্য অনেক বেশি নির্ভর করায় দেশটির সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে চায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত