রাশিয়ানিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক সপ্তাহের ব্যবধানে ফের একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবারের (১৬ আগস্ট) বিস্ফোরণে একটি বিদ্যুৎকেন্দ্র ও রেলওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইউক্রেন যুদ্ধে রসদ সরবরাহের লাইন হিসেবে ক্রিমিয়াকে ব্যবহার করছে মস্কো। সম্প্রতি সেখানে কয়েক দফা হামলার ঘটনা রাশিয়ার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করা হচ্ছে।
ক্রিমিয়ায় মস্কোর ঊর্ধ্বতন প্রতিনিধি সের্গেই আকসিওনভ মঙ্গলবারের বিস্ফোরণে দুজন আহত, ট্রেন চলাচলে বিঘ্ন এবং সামরিক ওই ডিপোর নিকটবর্তী একটি গ্রাম থেকে প্রায় ২ হাজার জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার খবর নিশ্চিত করেছেন।
তবে রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ডিপোতে আগুন লাগার কারণে একটি বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ লাইন, রেললাইন ও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কোনো হতাহতের খবর জানা যায়নি।
বিস্ফোরণের ঘটনায় ইউক্রেন দায় স্বীকার না করলেও মস্কোর নিয়ন্ত্রণে থাকা ‘তুলনামূলক নিরাপদ’ বলে বিবেচিত এই ভূখণ্ডে যেকোনো ‘নাশকতার’ ঘটনায় ইউক্রেনের কর্মকর্তাদের উল্লসিত হতে দেখা যাচ্ছে।
দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেন, রুশদের দখলে থাকা ক্রিমিয়ায় বিস্ফোরণ রাশিয়াকে নিরস্ত্রীকরণের একধরনের পদক্ষেপ।
পোদোলিয়াক দাবি করেন, বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত একটি বিদ্যুৎ সাবস্টেশন জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রাশিয়ানিয়ন্ত্রিত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করত।
কৃষ্ণসাগরে অবস্থিত ক্রিমিয়া উপদ্বীপটি ২০১৪ সাল থেকেই নিয়ন্ত্রণে রেখেছে রাশিয়া। গত সপ্তাহেই একাধিক বিস্ফোরণে ক্রিমিয়ার পশ্চিম উপকূলের একটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও মস্কো একে দুর্ঘটনা হিসেবে দাবি করে।
রাশিয়ানিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক সপ্তাহের ব্যবধানে ফের একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবারের (১৬ আগস্ট) বিস্ফোরণে একটি বিদ্যুৎকেন্দ্র ও রেলওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইউক্রেন যুদ্ধে রসদ সরবরাহের লাইন হিসেবে ক্রিমিয়াকে ব্যবহার করছে মস্কো। সম্প্রতি সেখানে কয়েক দফা হামলার ঘটনা রাশিয়ার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করা হচ্ছে।
ক্রিমিয়ায় মস্কোর ঊর্ধ্বতন প্রতিনিধি সের্গেই আকসিওনভ মঙ্গলবারের বিস্ফোরণে দুজন আহত, ট্রেন চলাচলে বিঘ্ন এবং সামরিক ওই ডিপোর নিকটবর্তী একটি গ্রাম থেকে প্রায় ২ হাজার জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার খবর নিশ্চিত করেছেন।
তবে রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ডিপোতে আগুন লাগার কারণে একটি বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ লাইন, রেললাইন ও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কোনো হতাহতের খবর জানা যায়নি।
বিস্ফোরণের ঘটনায় ইউক্রেন দায় স্বীকার না করলেও মস্কোর নিয়ন্ত্রণে থাকা ‘তুলনামূলক নিরাপদ’ বলে বিবেচিত এই ভূখণ্ডে যেকোনো ‘নাশকতার’ ঘটনায় ইউক্রেনের কর্মকর্তাদের উল্লসিত হতে দেখা যাচ্ছে।
দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেন, রুশদের দখলে থাকা ক্রিমিয়ায় বিস্ফোরণ রাশিয়াকে নিরস্ত্রীকরণের একধরনের পদক্ষেপ।
পোদোলিয়াক দাবি করেন, বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত একটি বিদ্যুৎ সাবস্টেশন জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রাশিয়ানিয়ন্ত্রিত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করত।
কৃষ্ণসাগরে অবস্থিত ক্রিমিয়া উপদ্বীপটি ২০১৪ সাল থেকেই নিয়ন্ত্রণে রেখেছে রাশিয়া। গত সপ্তাহেই একাধিক বিস্ফোরণে ক্রিমিয়ার পশ্চিম উপকূলের একটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও মস্কো একে দুর্ঘটনা হিসেবে দাবি করে।
মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) হাতে আবারও আটক হয়েছেন কিলমার আব্রেগো গার্সিয়া। স্থানীয় সময় আজ সোমবার (২৫ আগস্ট) সকালে বাল্টিমোরের আইসিই অফিসে হাজির হওয়ার পরই তাঁকে আটক করা হয়। এবার তাঁকে উগান্ডা পাঠিয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
৩ মিনিট আগেইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা জ্যাক নেরিয়া সতর্ক করেছেন, ইরানের সঙ্গে শিগগির দ্বিতীয় দফা সংঘাত শুরু হতে পারে। স্থানীয় রেডিও চ্যানেল ১০৩ এফএমে দেওয়া এক সাক্ষাৎকারে নেরিয়া দাবি করেছেন, হিজবুল্লাহর যোদ্ধাদের মোবাইল ফোন থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে ইরান, যা আসন্ন হামলার আশঙ্কার ইঙ্গিত বহন করছে।
১ ঘণ্টা আগেনাৎসি যুগে জার্মানি ও ইউরোপের ২০০টিরও বেশি প্রতিষ্ঠান চিকিৎসাসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত ছিল। ২০২৩ সালে প্রকাশিত ল্যানসেট কমিশন অন মেডিসিন, নাৎসিজম অ্যান্ড দ্য হলোকাস্টের একটি বিস্তারিত প্রতিবেদনে এ নৃশংসতার পূর্ণ চিত্র উঠে আসে।
১ ঘণ্টা আগেপাকিস্তান-ভারত কূটনৈতিক উত্তেজনা চলা সত্ত্বেও নয়াদিল্লি গতকাল রোববার পাকিস্তানকে তাওয়াই নদীর বন্যা পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে। পাকিস্তানি গণমাধ্যমের বরাতে একটি সরকারি সূত্র জানিয়েছে, পেহেলগাম হামলার পর থেকে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত থাকায় ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে...
২ ঘণ্টা আগে