Ajker Patrika

ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১০: ২৮
ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানকার নাগরিকদের রক্ষার জন্যই এই সামরিক অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুতিন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন জানান, ইউক্রেন থেকে আসা হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইউক্রেন দখল করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। 

রুশ প্রেসিডেন্ট বলেন, এই রক্তপাতের দায় ইউক্রেনীয় সরকারের। 

অন্যান্য দেশকে সতর্ক করে ভাষণে পুতিন বলেন, রুশ কর্মকাণ্ডে হস্তক্ষেপ করলে এমন পদক্ষেপ নেওয়া হবে, যা তারা কখনো দেখেনি। 

পুতিন অভিযোগ করেন, ইউক্রেনকে ন্যাটোতে যোগদান থেকে বিরত রাখার জন্য রাশিয়ার দাবি উপেক্ষা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। 

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যে সমস্ত ইউক্রেনীয় সেনাসদস্য অস্ত্র রেখে দেবেন, তাঁরা নিরাপদে যুদ্ধের অঞ্চল ছেড়ে যেতে সক্ষম হবেন।

এ নিয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত