আজকের পত্রিকা ডেস্ক
রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জের ধরে তাঁকে এক সপ্তাহ ইউক্রেনে থাকার আমন্ত্রণ জানিয়েছেন বিখ্যাত বক্সার ওলেকসান্দর উসিক। ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন, তিনি প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হওয়ার আগেই মাত্র ২৪ ঘণ্টায় এই যুদ্ধের সমাধান করতে পারবেন।
এই প্রেক্ষাপটে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমানে ডব্লিউবিসি, ডব্লিউবিএ এবং ডব্লিউবিও হেভিওয়েট চ্যাম্পিয়ন উসিক বলেন, ‘আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দেব—আপনি ইউক্রেনে আসুন, আমার বাড়িতে এক সপ্তাহ থাকুন, মাত্র এক সপ্তাহ। দেখুন কী ঘটছে এখানে। প্রতি রাতেই আমার বাড়ির ওপর দিয়ে বোমা, রকেট উড়ে যাচ্ছে।’
উসিক আরও বলেন, ‘যারা ইউক্রেনে থাকেন না, ইউক্রেনকে সমর্থন করেন না, কিংবা এখানকার বাস্তবতা দেখেননি, তারা আসলে জানেন না কী ঘটছে এখানে।’
৩৮ বছর বয়সী এই বক্সার বর্তমানে আইবিএফ চ্যাম্পিয়ন ডেনিয়েল ডুবুয়াসের সঙ্গে আগামী ১৯ জুলাই ওয়েম্বলিতে অনুষ্ঠিতব্য রিম্যাচের জন্য প্রশিক্ষণ শিবিরে রয়েছেন। তবে তাঁর মন পড়ে আছে দুর্দশা কবলিত নিজের দেশে। তিনি বলেন, ‘আমি খুবই চিন্তিত আমার দেশের অবস্থা নিয়ে। কারণ শুধু সৈনিক নয়, সাধারণ মানুষ—শিশু, নারী, দাদি-নানি—সবাই মারা যাচ্ছে। এটা খুবই ভয়ংকর।’
এদিকে গত শনিবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার দুটি ভয়াবহ হামলায় কেঁপে উঠেছিল পুরো এলাকা। প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি এই হামলাকে ‘নিরেট সন্ত্রাস’ বলে আখ্যায়িত করেছেন।
রাতের আঁধারে চালানো ওই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে চলমান যুদ্ধের সবচেয়ে শক্তিশালী হামলা হিসেবে উল্লেখ করেছেন খারকিভের মেয়র ইগর তেরেখভ। এতে অন্তত তিনজন নিহত ও ২১ জন আহত হয়েছেন।
এর কয়েক ঘণ্টা পর আবারও খারকিভে বিমান থেকে গাইডেড বোমা ফেলা হয়, যাতে আরও একজন নিহত ও ৪০ জনের বেশি আহত হন।
জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই হত্যাকাণ্ড সম্পূর্ণ নৃশংস। একটি শিশু রেলপথের পাশেই বোমা পড়েছে। এর কোনো সামরিক তাৎপর্য নেই। এটি সরাসরি সন্ত্রাস। কেউ এর চোখ বন্ধ করে থাকতে পারে না। এটি কোনো খেলা নয়। প্রতিদিন আমাদের মানুষ মারা যাচ্ছে শুধু এই কারণে যে, রাশিয়া মনে করে তারা যা খুশি তাই করতে পারে। রাশিয়াকে শান্তির পথে বাধ্য করতে হবে।’
রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জের ধরে তাঁকে এক সপ্তাহ ইউক্রেনে থাকার আমন্ত্রণ জানিয়েছেন বিখ্যাত বক্সার ওলেকসান্দর উসিক। ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন, তিনি প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হওয়ার আগেই মাত্র ২৪ ঘণ্টায় এই যুদ্ধের সমাধান করতে পারবেন।
এই প্রেক্ষাপটে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমানে ডব্লিউবিসি, ডব্লিউবিএ এবং ডব্লিউবিও হেভিওয়েট চ্যাম্পিয়ন উসিক বলেন, ‘আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দেব—আপনি ইউক্রেনে আসুন, আমার বাড়িতে এক সপ্তাহ থাকুন, মাত্র এক সপ্তাহ। দেখুন কী ঘটছে এখানে। প্রতি রাতেই আমার বাড়ির ওপর দিয়ে বোমা, রকেট উড়ে যাচ্ছে।’
উসিক আরও বলেন, ‘যারা ইউক্রেনে থাকেন না, ইউক্রেনকে সমর্থন করেন না, কিংবা এখানকার বাস্তবতা দেখেননি, তারা আসলে জানেন না কী ঘটছে এখানে।’
৩৮ বছর বয়সী এই বক্সার বর্তমানে আইবিএফ চ্যাম্পিয়ন ডেনিয়েল ডুবুয়াসের সঙ্গে আগামী ১৯ জুলাই ওয়েম্বলিতে অনুষ্ঠিতব্য রিম্যাচের জন্য প্রশিক্ষণ শিবিরে রয়েছেন। তবে তাঁর মন পড়ে আছে দুর্দশা কবলিত নিজের দেশে। তিনি বলেন, ‘আমি খুবই চিন্তিত আমার দেশের অবস্থা নিয়ে। কারণ শুধু সৈনিক নয়, সাধারণ মানুষ—শিশু, নারী, দাদি-নানি—সবাই মারা যাচ্ছে। এটা খুবই ভয়ংকর।’
এদিকে গত শনিবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার দুটি ভয়াবহ হামলায় কেঁপে উঠেছিল পুরো এলাকা। প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি এই হামলাকে ‘নিরেট সন্ত্রাস’ বলে আখ্যায়িত করেছেন।
রাতের আঁধারে চালানো ওই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে চলমান যুদ্ধের সবচেয়ে শক্তিশালী হামলা হিসেবে উল্লেখ করেছেন খারকিভের মেয়র ইগর তেরেখভ। এতে অন্তত তিনজন নিহত ও ২১ জন আহত হয়েছেন।
এর কয়েক ঘণ্টা পর আবারও খারকিভে বিমান থেকে গাইডেড বোমা ফেলা হয়, যাতে আরও একজন নিহত ও ৪০ জনের বেশি আহত হন।
জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই হত্যাকাণ্ড সম্পূর্ণ নৃশংস। একটি শিশু রেলপথের পাশেই বোমা পড়েছে। এর কোনো সামরিক তাৎপর্য নেই। এটি সরাসরি সন্ত্রাস। কেউ এর চোখ বন্ধ করে থাকতে পারে না। এটি কোনো খেলা নয়। প্রতিদিন আমাদের মানুষ মারা যাচ্ছে শুধু এই কারণে যে, রাশিয়া মনে করে তারা যা খুশি তাই করতে পারে। রাশিয়াকে শান্তির পথে বাধ্য করতে হবে।’
আফগানিস্তান সীমান্তের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সংঘর্ষের বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার (আইএসপিআর) বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, সীমান্তজুড়ে সংঘটিত সংঘর্ষে দুশ জনেরও বেশি তালেবান এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে, পাকিস্তানের ...
৭ মিনিট আগেপশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক মেডিকেল শিক্ষার্থীর ধর্ষণের ঘটনায় করা মন্তব্যে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের ওপর চাপিয়ে দিয়ে মমতা প্রশ্ন তোলেন, ২৩ বছর বয়সী ওই ছাত্রী কীভাবে গভীর রাতে ক্যাম্পাসের বাইরে গেলেন?
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। প্রথম ধাপের যুদ্ধবিরতির পর কি ঘটবে সেই বিষয়টি এখনো স্পষ্ট না হলেও, হামাস আস্থা রাখছে মার্কিন প্রেসিডেন্টের আশ্বাসবাণীর ওপর। মিসরের অবকাশ যাপনকেন্দ্র শারম আল–শেখে ইসরায়েল, হামাসসহ বিভিন্ন পক্ষের মধ্যে যুদ্ধপরবর্তী...
২ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতে, যেভাবে তিনি মধ্যপ্রাচ্যে করেছেন। জেলেনস্কি ফোনকলে বলেন, যদি ট্রাম্প এক অঞ্চলের যুদ্ধ থামাতে পারেন, তাহলে ‘অন্য যুদ্ধও থামানো সম্ভব।’
২ ঘণ্টা আগে