Ajker Patrika

ট্রাম্পকে নিজ বাড়িতে আমন্ত্রণ জানালেন ইউক্রেনীয় বক্সার

আজকের পত্রিকা ডেস্ক­
ইউক্রেনের বিখ্যাত বক্সার ওলেকসান্দর উসিক। ছবি: দ্য ইনডিপেনডেন্ট
ইউক্রেনের বিখ্যাত বক্সার ওলেকসান্দর উসিক। ছবি: দ্য ইনডিপেনডেন্ট

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জের ধরে তাঁকে এক সপ্তাহ ইউক্রেনে থাকার আমন্ত্রণ জানিয়েছেন বিখ্যাত বক্সার ওলেকসান্দর উসিক। ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন, তিনি প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হওয়ার আগেই মাত্র ২৪ ঘণ্টায় এই যুদ্ধের সমাধান করতে পারবেন।

এই প্রেক্ষাপটে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমানে ডব্লিউবিসি, ডব্লিউবিএ এবং ডব্লিউবিও হেভিওয়েট চ্যাম্পিয়ন উসিক বলেন, ‘আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দেব—আপনি ইউক্রেনে আসুন, আমার বাড়িতে এক সপ্তাহ থাকুন, মাত্র এক সপ্তাহ। দেখুন কী ঘটছে এখানে। প্রতি রাতেই আমার বাড়ির ওপর দিয়ে বোমা, রকেট উড়ে যাচ্ছে।’

উসিক আরও বলেন, ‘যারা ইউক্রেনে থাকেন না, ইউক্রেনকে সমর্থন করেন না, কিংবা এখানকার বাস্তবতা দেখেননি, তারা আসলে জানেন না কী ঘটছে এখানে।’

৩৮ বছর বয়সী এই বক্সার বর্তমানে আইবিএফ চ্যাম্পিয়ন ডেনিয়েল ডুবুয়াসের সঙ্গে আগামী ১৯ জুলাই ওয়েম্বলিতে অনুষ্ঠিতব্য রিম্যাচের জন্য প্রশিক্ষণ শিবিরে রয়েছেন। তবে তাঁর মন পড়ে আছে দুর্দশা কবলিত নিজের দেশে। তিনি বলেন, ‘আমি খুবই চিন্তিত আমার দেশের অবস্থা নিয়ে। কারণ শুধু সৈনিক নয়, সাধারণ মানুষ—শিশু, নারী, দাদি-নানি—সবাই মারা যাচ্ছে। এটা খুবই ভয়ংকর।’

এদিকে গত শনিবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার দুটি ভয়াবহ হামলায় কেঁপে উঠেছিল পুরো এলাকা। প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি এই হামলাকে ‘নিরেট সন্ত্রাস’ বলে আখ্যায়িত করেছেন।

রাতের আঁধারে চালানো ওই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে চলমান যুদ্ধের সবচেয়ে শক্তিশালী হামলা হিসেবে উল্লেখ করেছেন খারকিভের মেয়র ইগর তেরেখভ। এতে অন্তত তিনজন নিহত ও ২১ জন আহত হয়েছেন।

এর কয়েক ঘণ্টা পর আবারও খারকিভে বিমান থেকে গাইডেড বোমা ফেলা হয়, যাতে আরও একজন নিহত ও ৪০ জনের বেশি আহত হন।

জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই হত্যাকাণ্ড সম্পূর্ণ নৃশংস। একটি শিশু রেলপথের পাশেই বোমা পড়েছে। এর কোনো সামরিক তাৎপর্য নেই। এটি সরাসরি সন্ত্রাস। কেউ এর চোখ বন্ধ করে থাকতে পারে না। এটি কোনো খেলা নয়। প্রতিদিন আমাদের মানুষ মারা যাচ্ছে শুধু এই কারণে যে, রাশিয়া মনে করে তারা যা খুশি তাই করতে পারে। রাশিয়াকে শান্তির পথে বাধ্য করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন রোজিনা

তেল আবিবে মহাসমাবেশ: নেতানিয়াহুর নাম বলতেই মার্কিন দূতকে থামিয়ে দুয়োধ্বনি, ট্রাম্পের নামে স্লোগান

সায়েন্স ল্যাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তি

গাজায় অবস্থান পুনরুদ্ধার করছে হামাস, ইসরায়েলপন্থীদের দিচ্ছে শাস্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত