ঢাকা: রুশদের স্পুতনিক ভি টিকা নেওয়ার জন্য জোর আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজে এই টিকা নিয়েছেন উল্লেখ করে আজ বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুতনিক ভি নিয়ে আলোচনা কম হয়নি। বিশ্বের বিভিন্ন দেশে টিকাটি সরবরাহ করা হলেও তা খোদ রুশ প্রেসিডেন্ট নিয়েছেন কিনা, তা নিয়ে ছিল গুঞ্জন। এত দিন এই নিয়ে মুখ খোলেননি ভ্লাদিমির পুতিন। আজ বুধবার প্রথমবারের মতো বিষয়টি নিয়ে কথা বলেছেন পুতিন।
বার্তা সংস্থা রয়টার্সের এ সম্পর্কিত প্রতিবেদনে জানানো হয়, আজ বুধবার টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে ভ্লাদিমির পুতিন জানান, এ বছরের শুরুতেই তিনি স্পুতনিক ভি টিকার দুই ডোজ নিয়েছেন। গত এপ্রিলেই তিনি এই টিকা নেন।
গত এপ্রিলে টিকা নিলেও এ বিষয়ে সে সময় তেমন কিছু জানানো হয়নি। এর কারণ হিসেবে আজ দেওয়া বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, কোন টিকাটি তিনি নিয়েছেন, তা সে সময় জানানো হয়নি ইচ্ছা করেই, যাতে কোনো একক কোম্পানি বিশেষ সুবিধা না পায়। তিনি বলেন, ‘নিজেকে যতটা সম্ভব সুরক্ষিত রাখাটা আমার কাছে প্রয়োজনীয় মনে হয়েছে। এ জন্য আমি স্পুতনিক ভি নিয়েছি। আমাদের সামরিক বাহিনীও এই টিকা নিয়েছে। আর নেতা হিসেবে আমার এটিই নেওয়া উচিত বলে মনে হয়েছে।’
দ্য হিল জানায়, ভ্লাদিমির পুতিন রাশিয়ার তৈরি চারটি টিকাই নিরাপদ ও কার্যকর বলে দাবি করেছেন। তবে পশ্চিমাদের তৈরি টিকা নিয়ে খোঁচা দিতেও ভোলেননি। আজকের বক্তব্যে তিনি বলেছেন, ‘আপনারা দেখছেন, সবকিছু ঠিক আছে। ঈশ্বরকে ধন্যবাদ যে, অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজারের ক্ষেত্রে যে পরিস্থিতি হয়েছে, তেমন কিছু এখানে হয়নি।’
প্রসঙ্গত, টিকা গ্রহণের পর রক্ত জমাট বাঁধতে পারে জানার পর ইউরোপের বহু দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিষিদ্ধ করা হয়েছে। যদিও ইউরোপের চিকিৎসা সংস্থাগুলো বলছে, এ ধরনের ঘটনা খুবই বিরল। এ কারণে এই টিকা তালিকার বাইরে রাখাটা উচিত হবে না।
রাশিয়ায় করোনার প্রকোপ বাড়ছে। গত দুই দিনে দেশটিতে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। আজ বুধবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৬৬৯ জন মারা গেছে। এই অবস্থায়ও দেশটিতে টিকাদান কার্যক্রম বেশ ধীরগতিতে এগোচ্ছে। দেশটির ১৪ কোটি ৪০ লাখ মানুষের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ কোটি ৩০ লাখ লোক টিকা নিয়েছে।
এই পরিস্থিতিতে রাশিয়ার মানুষকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতেই পুতিন নিজের টিকা গ্রহণের তথ্য দিলেন। একই সঙ্গে নিজের টিকা গ্রহণের অভিজ্ঞতার কথাও জানান তিনি। বলেছেন, ‘প্রথম ডোজ গ্রহণের পর আমার তেমন কিছু মনে হয়নি। চার ঘণ্টা পর আমি দ্বিতীয় ডোজ নিই। ওই দিন রাতে শরীরের তাপমাত্রা কিছুটা বাড়ে। সকালেই তা আবার স্বাভাবিক হয়ে যায়।’
টিকা কার্যক্রম বেগবান করতে পুতিনের উদ্যোগ কতটা সফল হয়, তা–ই এখন দেখার বিষয়।
ঢাকা: রুশদের স্পুতনিক ভি টিকা নেওয়ার জন্য জোর আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজে এই টিকা নিয়েছেন উল্লেখ করে আজ বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুতনিক ভি নিয়ে আলোচনা কম হয়নি। বিশ্বের বিভিন্ন দেশে টিকাটি সরবরাহ করা হলেও তা খোদ রুশ প্রেসিডেন্ট নিয়েছেন কিনা, তা নিয়ে ছিল গুঞ্জন। এত দিন এই নিয়ে মুখ খোলেননি ভ্লাদিমির পুতিন। আজ বুধবার প্রথমবারের মতো বিষয়টি নিয়ে কথা বলেছেন পুতিন।
বার্তা সংস্থা রয়টার্সের এ সম্পর্কিত প্রতিবেদনে জানানো হয়, আজ বুধবার টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে ভ্লাদিমির পুতিন জানান, এ বছরের শুরুতেই তিনি স্পুতনিক ভি টিকার দুই ডোজ নিয়েছেন। গত এপ্রিলেই তিনি এই টিকা নেন।
গত এপ্রিলে টিকা নিলেও এ বিষয়ে সে সময় তেমন কিছু জানানো হয়নি। এর কারণ হিসেবে আজ দেওয়া বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, কোন টিকাটি তিনি নিয়েছেন, তা সে সময় জানানো হয়নি ইচ্ছা করেই, যাতে কোনো একক কোম্পানি বিশেষ সুবিধা না পায়। তিনি বলেন, ‘নিজেকে যতটা সম্ভব সুরক্ষিত রাখাটা আমার কাছে প্রয়োজনীয় মনে হয়েছে। এ জন্য আমি স্পুতনিক ভি নিয়েছি। আমাদের সামরিক বাহিনীও এই টিকা নিয়েছে। আর নেতা হিসেবে আমার এটিই নেওয়া উচিত বলে মনে হয়েছে।’
দ্য হিল জানায়, ভ্লাদিমির পুতিন রাশিয়ার তৈরি চারটি টিকাই নিরাপদ ও কার্যকর বলে দাবি করেছেন। তবে পশ্চিমাদের তৈরি টিকা নিয়ে খোঁচা দিতেও ভোলেননি। আজকের বক্তব্যে তিনি বলেছেন, ‘আপনারা দেখছেন, সবকিছু ঠিক আছে। ঈশ্বরকে ধন্যবাদ যে, অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজারের ক্ষেত্রে যে পরিস্থিতি হয়েছে, তেমন কিছু এখানে হয়নি।’
প্রসঙ্গত, টিকা গ্রহণের পর রক্ত জমাট বাঁধতে পারে জানার পর ইউরোপের বহু দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিষিদ্ধ করা হয়েছে। যদিও ইউরোপের চিকিৎসা সংস্থাগুলো বলছে, এ ধরনের ঘটনা খুবই বিরল। এ কারণে এই টিকা তালিকার বাইরে রাখাটা উচিত হবে না।
রাশিয়ায় করোনার প্রকোপ বাড়ছে। গত দুই দিনে দেশটিতে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। আজ বুধবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৬৬৯ জন মারা গেছে। এই অবস্থায়ও দেশটিতে টিকাদান কার্যক্রম বেশ ধীরগতিতে এগোচ্ছে। দেশটির ১৪ কোটি ৪০ লাখ মানুষের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ কোটি ৩০ লাখ লোক টিকা নিয়েছে।
এই পরিস্থিতিতে রাশিয়ার মানুষকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতেই পুতিন নিজের টিকা গ্রহণের তথ্য দিলেন। একই সঙ্গে নিজের টিকা গ্রহণের অভিজ্ঞতার কথাও জানান তিনি। বলেছেন, ‘প্রথম ডোজ গ্রহণের পর আমার তেমন কিছু মনে হয়নি। চার ঘণ্টা পর আমি দ্বিতীয় ডোজ নিই। ওই দিন রাতে শরীরের তাপমাত্রা কিছুটা বাড়ে। সকালেই তা আবার স্বাভাবিক হয়ে যায়।’
টিকা কার্যক্রম বেগবান করতে পুতিনের উদ্যোগ কতটা সফল হয়, তা–ই এখন দেখার বিষয়।
গাজায় যুদ্ধবিরতিতে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব দ্য নাইল’ দেওয়া হয়েছে। সোমবার মিসরের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি চুক্তির নথিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নথিতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে মিসর, কাতার ও তুরস্ক স্বাক্ষর করেছে। আজ সোমবার লোহিত সাগরের তীরবর্তী মিসরের শারম আল শেখে আয়োজিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে নথি স্বাক্ষরের পর্বটি অন
২ ঘণ্টা আগেইসরায়েলের তেল আবিবের কাছে আত্মহত্যা করেছেন ২০২৩ সালের ৭ অক্টোবর নোভা উৎসবে বেঁচে যাওয়া তরুণ রোই শালেভ। দুই বছর আগে ৩০ বছর বয়সী এই যুবকের সামনেই তাঁর প্রেমিকা মাপাল আদম এবং সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিলি সলোমনকে হত্যা করেছিল হামাস যোদ্ধারা।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের পর্যটন শহর শারম আল শেখে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এতে ট্রাম্প ও সিসি যৌথভাবে...
৩ ঘণ্টা আগে