Ajker Patrika

আজভ সাগরে ‘সাময়িকভাবে’ প্রবেশাধিকার হারাল ইউক্রেন

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৪: ৪০
আজভ সাগরে ‘সাময়িকভাবে’ প্রবেশাধিকার হারাল ইউক্রেন

ইউক্রেনের প্রধান বন্দরনগর মারিউপোলের চারপাশে রুশ বাহিনীর দখল জোরদার হওয়ায় আজভ সাগরে সাময়িকভাবে প্রবেশাধিকার হারিয়েছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনীর প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুশ বাহিনী দোনেৎস্ক এলাকায় আংশিকভাবে সফলতা পেয়েছে। ফলে সাময়িকভাবে আজভ সাগরে প্রবেশাধিকার হারিয়েছে ইউক্রেন। 

রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের কাছেই কৌশলগত কারণে মারিউপোল একটি গুরুত্বপূর্ণ শহর। শহরটি আজভ সাগরের উপকূলে অবস্থিত। এর পশ্চিম দিকে আছে ক্রিমিয়া উপদ্বীপ আর পূর্ব দিকে দোনেৎস্ক এলাকা। দোনেৎস্ক বর্তমানে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই মারিউপোল দখলের চেষ্টা করছে রুশ বাহিনী। অন্য এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বন্দরনগরী মারিউপোলের ৮০ শতাংশ ভবন রুশ বাহিনীর কামানের গোলায় বিধ্বস্ত হয়ে গেছে। শহরটিতে এখনো অন্তত ১ হাজার মানুষ আটকা পড়ে আছে। 

এদিকে মারিউপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো বলেছেন, শহরের কেন্দ্রস্থলে দুই বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে। তিনি ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে বলেন, রুশ সেনারা এই শহরে আক্রমণ জোরদার করেছে। ট্যাংক ও মেশিনগান নিয়ে যুদ্ধ চলছে। সবাই বাংকারে লুকিয়ে রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত