Ajker Patrika

ন্যাটোভুক্ত দুটি দেশে যাচ্ছেন বরিস জনসন

আপডেট : ০১ মার্চ ২০২২, ১৩: ০৪
ন্যাটোভুক্ত দুটি দেশে যাচ্ছেন বরিস জনসন

সামরিক জোট ন্যাটোর সদস্যভুক্ত দুটি দেশ পোল্যান্ড ও এস্তোনিয়া সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে তিনি যাত্রা শুরু করবেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করবেন। এ সময় তিনি ব্রিটিশ সৈন্যদের সঙ্গেও দেখা করবেন।

গত ছয় দিন ধরে ইউক্রেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও শত শত মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য রাশিয়াকে শাস্তি দিতে পশ্চিমা দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে চাইছেন বরিস জনসন। তিনি বলেন, পুতিনকে থামাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক সুরে কথা বলতে হবে।

পুতিনকে চাপ দিতে হবে উল্লেখ করে বরিস জনসন বলেন, ‘আমাদের সমস্ত মিত্রদের একজোট হয়ে পুতিনকে সর্বোচ্চ চাপ দিতে হবে। ইউক্রেনে তিনি যে ভয়াবহ হামলা করেছেন, তার জন্য তাঁকে অবশ্যই পরিণতি ভোগ করেত হবে। আমরা যদি একজোট হয়ে কথা বলি, তাহলেই পুতিন ব্যর্থ হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত