Ajker Patrika

রুশ প্রতিনিধিদল ইউক্রেনীয়দের সঙ্গে আলোচনার জন্য বেলারুশে পৌঁছেছে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ০৫
রুশ প্রতিনিধিদল ইউক্রেনীয়দের সঙ্গে আলোচনার জন্য বেলারুশে পৌঁছেছে

রাশিয়ার একটি প্রতিনিধিদল ইউক্রেনীয়দের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করার জন্য বেলারুশে পৌঁছেছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেশকভ। রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় রোববার তাঁরা সেখানে পৌঁছেছেন।

দেমিত্রি পেশকভ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, রাষ্ট্রপতি প্রশাসনসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত প্রতিনিধিদল নিয়ে আমরা বেলারুশের শহর গোমেলে পৌঁছেছি। আমরা আলোচনা শুরু করার জন্য প্রস্তুত।

এদিকে কানাডীয় গণমাধ্যম ন্যাশনাল পোস্ট লিখেছে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আক্রমণ শুরু করায় এই প্রথমবারের মতো দুটি দেশের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত