Ajker Patrika

এক ডোজের করোনা টিকা আনল রাশিয়া

নিজস্ব প্রতিবেদক
এক ডোজের করোনা টিকা আনল রাশিয়া

ঢাকা: করোনাভাইরাস রুখতে দুই ডোজের টিকা প্রথম উদ্ভাবন করে রাশিয়া। এবার এক ডোজের টিকা আনার ক্ষেত্রেও প্রথম দেশ হলো রাশিয়া। বৃহস্পতিবার ‘স্পুটনিক লাইট’ নামের এক ডোজের টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, টিকাটি বানিয়েছে মস্কোর গামালিয়া ইনস্টিটিউট। অর্থায়নকারী প্রতিষ্ঠান দ্য রাশিয়ান ডিরেক্ট ডেভেলপমেন্ট ফান্ড (আরডিআইএফ) জানিয়েছে, তাঁদের টিকাটি করোনার বিরুদ্ধে ৭৯ শতাংশ কার্যকর। বাজারে এটি পাওয়া যাবে ১০ ডলারেরও কম মূল্যে।

গত বছরের ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত রাশিয়ায় করোনার গণটিকাদান কর্মসূচির আওতায় যারা টিকা নিয়েছেন তাঁদের টিকা নেওয়ার ২৮ দিন পরের তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ফলে এক ডোজের টিকার কার্যকারিতা নিয়ে এ তথ্য জানা গেছে।

রাশিয়ার স্পুটনিক-ভি টিকাটি এরই মধ্যে ৬০টির বেশি দেশে ব্যবহারের অনুমোদন পেয়েছে। তবে এখন পর্যন্ত ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) অথবা যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) টিকাটির অনুমোদন দেয়নি।

পশ্চিম দেশগুলো করোনার সংক্রমণ ঠেকাতে এ টিকার কার্যকারিত নিয়ে সন্দিহান। তাই তাঁরা অনুমোদন দেয়নি। যদিও বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেট আগে থেকেই বলে আসছে এই টিকা নিরাপদ ও এর দুই ডোজের কার্যকারিতা ৯০ শতাংশের বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত