Ajker Patrika

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

জব্দ করা রাশিয়ার সম্পদ ইউক্রেনকে দেবে ইইউ

  • রাশিয়ার জব্দ করা অর্থ থেকে প্রতিবছর ২৫০-৩০০ কোটি ইউরো লাভ হয়।
  • এই লভ্যাংশ থেকে ইউক্রেনকে আরও অর্থ দেওয়া হবে।
  • ফ্রান্স ঘোষণা দিয়েছে, তাদের দেশে জব্দ করা রুশ অর্থ ব্যয় হবে ক্ষেপণাস্ত্রে।
এএফপি, লিভিভ
জব্দ করা রাশিয়ার সম্পদ ইউক্রেনকে দেবে ইইউ

রাশিয়ার ওপর আরেক দফা চাপ বাড়ানোর উদ্যোগ নিল ইউরোপীয় ইউনিয়ন। এ জন্য রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ১০০ কোটি ইউরো ইউক্রেনকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ ছাড়া ইউক্রেনকে যে হুইটজার ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছে, তা রক্ষণাবেক্ষণে জব্দ করা রাশিয়ার অর্থ ব্যয়ের ঘোষণা দিয়েছে ফ্রান্স।

ইউক্রেনের ওপর থেকে যুক্তরাষ্ট্রের সমর্থন সরিয়ে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর থেকে শান্তি আলোচনার সম্ভাবনা সামনে রেখে ইউক্রেনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন ইউরোপীয় নেতারা। ইতিমধ্যে রাশিয়ার জব্দ করা সম্পদের লভ্যাংশ ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প ও যুদ্ধ-পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনে ব্যবহার করা হচ্ছে। রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে বছরে ২৫০ থেকে ৩০০ কোটি ইউরো লাভ হয়। এই লভ্যাংশ থেকে ইউক্রেনকে আরও অর্থ দেওয়া হবে।

গতকাল শুক্রবার এই অর্থ দেওয়ার ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের লিভিভ শহরে ইইউর শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস বলেন, ‘ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পকে ১০০ কোটি ইউরো দেওয়ার কথা ভাবছি যাতে ইউক্রেন আরও ভালোমতো রুশ বাহিনীকে প্রতিহত করতে পারে।’

এদিকে রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে আয় করা অর্থ ইউক্রেনের হুইটজার ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণে ব্যয় করবে ফ্রান্স। গতকাল ইউক্রেনের লিভিভ শহরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট এই ঘোষণা দেন।

ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুসারে, ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরুতে সেন্ট্রাল ব্যাংকে রাখা রাশিয়ার ৩০০ বিলিয়ন ইউরো জব্দ করে ইউরোপীয় ইউনিয়ন ও জি৭। এ ছাড়া রাশিয়ার ইয়েট ও রিয়েল এস্টেট জব্দ করে এ জোটগুলো।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়ার জব্দ করা সম্পদের লভ্যাংশ যদি ফরাসি তৈরি সিজার হুইটজার রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করতে পারি, তাহলে রুশ আগ্রাসনে প্রতিরোধ গড়ে তুলতে পারবে ইউক্রেন।’

ইউক্রেন যুদ্ধবিরতির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই চাপ দিতে হবে জানিয়ে ব্যারোট বলেন, ‘আমরা শান্তি চাই, কিন্তু এই শান্তির জন্য মস্কো একমাত্র বাধা।’

ইউক্রেনের লিভিভ শহরে গতকালের সভায় ইইউর শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে অতিরিক্ত এক বিলিয়ন অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইইউ জোট।

ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের পক্ষ থেকে এমন সময়ে এ ঘোষণা দেওয়া হলো, যখন সোভিয়েত ইউনিয়নের ‘গ্রেট প্যাট্রিয়টিক ওয়ারে’ বিজয়ের ৮০ বছর উদ্‌যাপন করছে রাশিয়া। এই উদ্‌যাপনের অংশ হিসেবে গতকাল বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ হয়েছে। এতে পশ্চিমাবিরোধী বিভিন্ন দেশের নেতারা অংশ নিয়েছেন। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তারা অংশ নিচ্ছেন। এ অনুষ্ঠান থেকে রাশিয়া ঘোষণা দিয়েছে, তারা ইউরোপে বিজয়ী হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত