আজকের পত্রিকা ডেস্ক
নরওয়ের অসলো পুলিশ শুক্রবার জানিয়েছে, দেশটির যুবরাজ্ঞী মেত্তে-মারিতের বড় ছেলে মারিয়ুস বর্গ হইবির বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়ন এবং শারীরিক নির্যাতনের একাধিক অভিযোগে মামলা হয়েছে। মাসব্যাপী তদন্ত শেষে এই অভিযোগ আনা হয়। বলা হচ্ছে, মারিয়ুসের বিরুদ্ধে অভিযোগ আনা ভুক্তভোগীর সংখ্যা দুই অঙ্কের কোঠায় পৌঁছেছে।
মারিয়ুস নরওয়ের যুবরাজ হাকনের সৎপুত্র। ২০২৪ সালেও তাঁকে একাধিকবার ধর্ষণ, শারীরিক ক্ষতি এবং অপরাধমূলক কাজের প্রাথমিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকেই পুলিশ তাঁর ওপর নজর রাখে।
অসলো পুলিশের আইনজীবী আন্দ্রেয়াস ক্রুশেভস্কি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মারিয়ুস পুলিশের জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছেন এবং তদন্ত শেষ হয়েছে। মামলায় প্রমাণ হিসেবে টেক্সট মেসেজ, সাক্ষীদের বক্তব্য এবং পুলিশি অনুসন্ধানের ফলাফল অন্তর্ভুক্ত রয়েছে। অন্তত তিনটি ধর্ষণ, চারটি যৌন নিপীড়ন এবং দুটি শারীরিক ক্ষতির জন্য অভিযুক্ত হয়েছেন মারিয়ুস।
ক্রুশেভস্কি বলেন, ‘ভুক্তভোগী কত জন, তা নিয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারছি না। শুধু নিশ্চিত করতে পারি, এটি দুই অঙ্কের সংখ্যা।’
মারিয়ুসের পক্ষের আইনজীবী পেতার সেকুলিচ অ্যাসোসিয়েট প্রেসকে পাঠানো এক ইমেইলে জানান, তাঁর মক্কেল অভিযোগগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছেন। তবে অধিকাংশ অভিযোগ, বিশেষ করে যৌন নিপীড়ন ও সহিংসতা সংক্রান্ত অভিযোগগুলো তিনি অস্বীকার করছেন।
এই বিষয়ে নরওয়ের রাজপ্রাসাদ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির জাতীয় বার্তা সংস্থা এনটিবি জানিয়েছে, রাজপ্রাসাদ বলেছে মামলাটি স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান থাকায় তারা কোনো মন্তব্য করবে না।
এই মামলা এখন নরওয়ের সংবাদমাধ্যমে শীর্ষ খবর হয়ে উঠেছে। দেশটিতে রাজপরিবার বেশ জনপ্রিয়।
২৮ বছর বয়সী মারিয়ুস এক সময় রাজদম্পতি ও তাঁদের অন্য দুই সন্তান রাজকুমারী ইনগ্রিদ আলেকজান্দ্রা এবং রাজপুত্র ম্যাগনাসের সঙ্গে বসবাস করতেন। এখন তিনি কাছাকাছি একটি আলাদা বাড়িতে থাকেন।
বর্তমানে মারিয়ুস মুক্ত রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ বলে বিবেচিত হবেন।
যুবরাজ্ঞী মেত্তে-মারিতের প্রথম বিয়ের সন্তান মারিয়ুস। ২০০০ সালে মেত্তে-মারিতেকে বিয়ে করেন যুবরাজ হাকন। সে সময় মাত্র তিন বছর বয়সী মারিয়ুস মায়ের সঙ্গে নরওয়ের রাজপরিবারে পা রাখেন। ‘লিটল মারিয়ুস’ নামে তাঁকে ডাকা হতো। ছোটবেলায় রাজপরিবারের সদস্যদের মতোই সুযোগ-সুবিধা ও খ্যাতি ভোগ করেছেন তিনি। তাঁর জৈবিক পিতা মর্টেন বর্গ মাদক এবং সহিংস অপরাধের জন্য জেল খেটেছেন। মারিয়ুসও বড় হয়ে কোকেন সেবন এবং আসক্তির কথা স্বীকার করেছেন।
নরওয়ের অসলো পুলিশ শুক্রবার জানিয়েছে, দেশটির যুবরাজ্ঞী মেত্তে-মারিতের বড় ছেলে মারিয়ুস বর্গ হইবির বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়ন এবং শারীরিক নির্যাতনের একাধিক অভিযোগে মামলা হয়েছে। মাসব্যাপী তদন্ত শেষে এই অভিযোগ আনা হয়। বলা হচ্ছে, মারিয়ুসের বিরুদ্ধে অভিযোগ আনা ভুক্তভোগীর সংখ্যা দুই অঙ্কের কোঠায় পৌঁছেছে।
মারিয়ুস নরওয়ের যুবরাজ হাকনের সৎপুত্র। ২০২৪ সালেও তাঁকে একাধিকবার ধর্ষণ, শারীরিক ক্ষতি এবং অপরাধমূলক কাজের প্রাথমিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকেই পুলিশ তাঁর ওপর নজর রাখে।
অসলো পুলিশের আইনজীবী আন্দ্রেয়াস ক্রুশেভস্কি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মারিয়ুস পুলিশের জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছেন এবং তদন্ত শেষ হয়েছে। মামলায় প্রমাণ হিসেবে টেক্সট মেসেজ, সাক্ষীদের বক্তব্য এবং পুলিশি অনুসন্ধানের ফলাফল অন্তর্ভুক্ত রয়েছে। অন্তত তিনটি ধর্ষণ, চারটি যৌন নিপীড়ন এবং দুটি শারীরিক ক্ষতির জন্য অভিযুক্ত হয়েছেন মারিয়ুস।
ক্রুশেভস্কি বলেন, ‘ভুক্তভোগী কত জন, তা নিয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারছি না। শুধু নিশ্চিত করতে পারি, এটি দুই অঙ্কের সংখ্যা।’
মারিয়ুসের পক্ষের আইনজীবী পেতার সেকুলিচ অ্যাসোসিয়েট প্রেসকে পাঠানো এক ইমেইলে জানান, তাঁর মক্কেল অভিযোগগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছেন। তবে অধিকাংশ অভিযোগ, বিশেষ করে যৌন নিপীড়ন ও সহিংসতা সংক্রান্ত অভিযোগগুলো তিনি অস্বীকার করছেন।
এই বিষয়ে নরওয়ের রাজপ্রাসাদ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির জাতীয় বার্তা সংস্থা এনটিবি জানিয়েছে, রাজপ্রাসাদ বলেছে মামলাটি স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান থাকায় তারা কোনো মন্তব্য করবে না।
এই মামলা এখন নরওয়ের সংবাদমাধ্যমে শীর্ষ খবর হয়ে উঠেছে। দেশটিতে রাজপরিবার বেশ জনপ্রিয়।
২৮ বছর বয়সী মারিয়ুস এক সময় রাজদম্পতি ও তাঁদের অন্য দুই সন্তান রাজকুমারী ইনগ্রিদ আলেকজান্দ্রা এবং রাজপুত্র ম্যাগনাসের সঙ্গে বসবাস করতেন। এখন তিনি কাছাকাছি একটি আলাদা বাড়িতে থাকেন।
বর্তমানে মারিয়ুস মুক্ত রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ বলে বিবেচিত হবেন।
যুবরাজ্ঞী মেত্তে-মারিতের প্রথম বিয়ের সন্তান মারিয়ুস। ২০০০ সালে মেত্তে-মারিতেকে বিয়ে করেন যুবরাজ হাকন। সে সময় মাত্র তিন বছর বয়সী মারিয়ুস মায়ের সঙ্গে নরওয়ের রাজপরিবারে পা রাখেন। ‘লিটল মারিয়ুস’ নামে তাঁকে ডাকা হতো। ছোটবেলায় রাজপরিবারের সদস্যদের মতোই সুযোগ-সুবিধা ও খ্যাতি ভোগ করেছেন তিনি। তাঁর জৈবিক পিতা মর্টেন বর্গ মাদক এবং সহিংস অপরাধের জন্য জেল খেটেছেন। মারিয়ুসও বড় হয়ে কোকেন সেবন এবং আসক্তির কথা স্বীকার করেছেন।
যুক্তরাষ্ট্র ছাড়ছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনীতিবিদ দম্পতি, নোবেলজয়ী এস্থার দুফলো ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ছেড়ে সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন। আগামী বছর জুলাই থেকে তাঁরা জুরিখের অর্থনীতি অনুষদে কাজ শুরু করবেন।
৩৪ মিনিট আগেপাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দুই দেশের সশস্ত্রবাহিনীর মধ্যে তীব্র সংঘাত ছড়িয়ে পড়েছে। পাকিস্তান দাবি করেছে, তারা আফগানিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর ১৯টি চৌকি দখল করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।
১ ঘণ্টা আগেগাজা সংকট নিয়ে মিসরের অবকাশযাপন কেন্দ্র শারম আল শেখে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হচ্ছে ‘শান্তি শীর্ষ সম্মেলন’। এতে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। সেই সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির পর গতকাল শনিবার রাতে তেল আবিবে জিম্মি মুক্তির দাবিতে আয়োজিত এক বিশাল সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম উল্লেখ করতেই জনতা সমস্বরে দুয়োধ্বনি দিতে শুরু করে।
৩ ঘণ্টা আগে