অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে তার আগে, ইউক্রেনকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এমনটাই জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। বলেছে, কিছু নির্দিষ্ট চুক্তির আকারে ফলাফল অর্জিত হলেই কেবল পুতিন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিন আজ শনিবার জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। তবে এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানাননি, রাশিয়ার পক্ষ থেকে ঠিক কী ধরনের চুক্তির প্রয়োজন হবে। পুতিন ও জেলেনস্কির শেষ দেখা হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে।
প্রেসিডেন্ট জেলেনস্কি এই সপ্তাহে পুতিনকে তুরস্কে সাক্ষাতের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পুতিন নিজে না এসে তাঁর প্রতিনিধিদল পাঠান। গতকাল শুক্রবার এই প্রতিনিধিদল ইউক্রেনের আলোচকদের সঙ্গে বৈঠক করে। ২০২২ সালের মার্চের পর এটিই ছিল দুই পক্ষের প্রথম সরাসরি বৈঠক।
ইউক্রেন জানিয়েছে, বৈঠকে তাঁরা পুতিন-জেলেনস্কি সাক্ষাতের বিষয়টি তুলেছে। পেসকভ বলেছেন, ‘রাশিয়া মনে করে এই বৈঠক সম্ভব। তবে তার জন্য দুই পক্ষকে কাজ করে কিছু নির্দিষ্ট চুক্তির আকারে ফলাফল অর্জন করতে হবে।’
দিমিত্রি পেসকভ আরও বলেন, ‘একই সময়ে, প্রতিনিধিদলগুলোর যেসব নথিতে একমত হতে হবে, সেগুলোতে স্বাক্ষরের ক্ষেত্রে আমাদের কাছে প্রধান এবং মৌলিক বিষয় হলো ইউক্রেনের পক্ষ থেকে কে স্বাক্ষর করবেন।’ পেসকভ এই মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেননি। পুতিন এর আগে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ গত বছরই তাঁর নির্বাচিত মেয়াদ শেষ হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনে এখন সামরিক আইন চলছে। দেশটি নতুন নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করেনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে তার আগে, ইউক্রেনকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এমনটাই জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। বলেছে, কিছু নির্দিষ্ট চুক্তির আকারে ফলাফল অর্জিত হলেই কেবল পুতিন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিন আজ শনিবার জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। তবে এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানাননি, রাশিয়ার পক্ষ থেকে ঠিক কী ধরনের চুক্তির প্রয়োজন হবে। পুতিন ও জেলেনস্কির শেষ দেখা হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে।
প্রেসিডেন্ট জেলেনস্কি এই সপ্তাহে পুতিনকে তুরস্কে সাক্ষাতের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পুতিন নিজে না এসে তাঁর প্রতিনিধিদল পাঠান। গতকাল শুক্রবার এই প্রতিনিধিদল ইউক্রেনের আলোচকদের সঙ্গে বৈঠক করে। ২০২২ সালের মার্চের পর এটিই ছিল দুই পক্ষের প্রথম সরাসরি বৈঠক।
ইউক্রেন জানিয়েছে, বৈঠকে তাঁরা পুতিন-জেলেনস্কি সাক্ষাতের বিষয়টি তুলেছে। পেসকভ বলেছেন, ‘রাশিয়া মনে করে এই বৈঠক সম্ভব। তবে তার জন্য দুই পক্ষকে কাজ করে কিছু নির্দিষ্ট চুক্তির আকারে ফলাফল অর্জন করতে হবে।’
দিমিত্রি পেসকভ আরও বলেন, ‘একই সময়ে, প্রতিনিধিদলগুলোর যেসব নথিতে একমত হতে হবে, সেগুলোতে স্বাক্ষরের ক্ষেত্রে আমাদের কাছে প্রধান এবং মৌলিক বিষয় হলো ইউক্রেনের পক্ষ থেকে কে স্বাক্ষর করবেন।’ পেসকভ এই মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেননি। পুতিন এর আগে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ গত বছরই তাঁর নির্বাচিত মেয়াদ শেষ হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনে এখন সামরিক আইন চলছে। দেশটি নতুন নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করেনি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে সফরে এসে শান্তির কথা বলে মিথ্যা বলেছেন। খামেনি বলেন, ‘তিনি (ট্রাম্প) আমাদের শান্তির কথা বলেন। কিন্তু তাঁর আমেরিকাই “গাজার শিশুদের হত্যার জন্য ইসরায়েলকে ১০ টন বোমা দেয়”।’ তিনি ট্রাম্পের মন্তব্যকে ‘উত্তর
৪৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের একটি কারাগার থেকে গত শুক্রবার রাতে দশজন বন্দী পালিয়ে গেছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বন্দীরা টয়লেটের পেছনের একটি ছিদ্র দিয়ে এবং প্রাচীর টপকে পালিয়ে যায়। তাদের সেল ব্লকের একমাত্র প্রহরী যখন খাবার আনতে গিয়েছিলেন, তখনই এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেবর্তমানে, ৯৩টি দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই থাইল্যান্ডে ৬০ দিন পর্যন্ত থাকতে পারেন। তবে, এই নীতিটিও পর্যালোচনাধীন। ভিসা অপব্যবহারের উদ্বেগের কারণে থাই কর্তৃপক্ষ ভিসা-মুক্ত থাকার সময়সীমা কমিয়ে ৩০ দিন করার কথা বিবেচনা করছে। এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আগামী মাসগুলোতে এ বিষয়ে হ
৪ ঘণ্টা আগেদায়িত্ব পালনরত অবস্থায় মোবাইলে গেম খেলার অভিযোগে জাপানের হিয়োগো প্রিফেকচারের এক পুলিশ কর্মকর্তার বেতন কাটা হয়েছে। এ ছাড়া তাঁর অধস্তন সাত কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে। প্রিফেককচার পুলিশ সদর দপ্তর ১৬ মে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে