Ajker Patrika

দুই ‘বিশ্বাসঘাতক’ জেনারেলকে বরখাস্ত করলেন জেলেনস্কি

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১২: ০১
দুই ‘বিশ্বাসঘাতক’ জেনারেলকে বরখাস্ত করলেন জেলেনস্কি

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের দুজন জেনারেলকে পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ, জেলেনস্কির ভাষ্যমতে, তাঁরা ছিলেন ‘বিশ্বাসঘাতক’। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বহিষ্কৃত দুই জেনারেল হলেন আন্দ্রেই নাউমভ এবং সের্হি ক্রিভোরুচকো। গতকাল বৃহস্পতিবার রাতে দেওয়া এক বক্তৃতায় জেলেনস্কি এই বহিষ্কারের কথা জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এই উচ্চপদস্থ সেনারা তাদের হৃদয়ে স্বদেশকে ধারণ করতে পারেননি। তারা আমাদের রাষ্ট্র, রাষ্ট্রের স্বাধীনতা এবং ইউক্রেনের জনগণের প্রতি আনুগত্যের শপথ লঙ্ঘন করেছেন। তাদের অবশ্যই বহিষ্কৃত হতে হবে।’ 

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বহিষ্কৃত জেনারেলদের একজন হলেন অভ্যন্তরীণ নিরাপত্তাপ্রধান, আরেকজন সংস্থাটির খেরসন অঞ্চলের আঞ্চলিক প্রধান। 

বিবিসি আরও জানিয়েছে, জেলেনস্কি এই প্রথম তাঁর বক্তব্যে অভ্যন্তরীণ মতদ্বৈধতার কথা স্বীকার করলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত