লন্ডনভিত্তিক ফ্যাশন সাইট খানুমস-এর প্রতিষ্ঠাতা রোকেয়া খানুম। লন্ডনেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। বিশ্বখ্যাত ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ারে নিজের সফলতার পেছনে অনুপ্রেরণার কথা বলতে গিয়ে সবার আগে বাংলাদেশকেই টেনে আনলেন যুক্তরাজ্যে প্রথম প্রজন্মের দক্ষিণ এশীয় এই নারী।
মঙ্গলবার প্রকাশিত এক নিবন্ধে রোকেয়া জানান, তাঁর দক্ষিণ এশীয় চেতনার সঙ্গে যুক্তরাজ্যে আধুনিক পশ্চিমা ফ্যাশনের সংমিশ্রণ ঘটেছে। এর ছাপ দেখা যায় তাঁর ফ্যাশন বিষয়ক কারুকার্যে।
চারটি অনুপ্রেরণার কথা জানাতে গিয়ে রোকেয়া সবার আগে উল্লেখ করেছেন বাংলাদেশের পতাকার কথা। এই পতাকার সবুজ রং তাঁর ডিজাইন করা বহু পোশাকের অনুপ্রেরণা হয়েছে। বাংলাদেশি পতাকায় ব্যবহৃত দুটি রং এবং এগুলোর অন্তর্নিহিত অর্থকে তিনি ভালোবাসেন। সবুজ রঙের ভেতর দিয়ে তিনি বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্যের প্রতিচ্ছবি এবং জীবনের সম্ভাবনাকে দেখতে পান। তাঁর ডিজাইন করা বেশ কিছু গয়নাতেও সবুজ রঙের প্রাধান্য দেখা যায়।
ভারতে ভ্রমণকেও নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন রোকেয়া। বিশেষ করে তাজ মহল। মুঘল আমলের এই অনন্য স্থাপনা দেখার সময় শিল্পের প্রতি গভীর টান অনুভব করেছেন তিনি। তাজ মহলের নির্মাণ শৈলী, ক্যালিগ্রাফি, ফুলের সমারোহ এবং বিমূর্ত জ্যামিতিক মোটিফের সমন্বয় ইসলামি ঐতিহ্যকে অনুসরণ করে। খানুমের ডিজাইন করা জ্যাকেটগুলোতে যে সুষম এবং সুরেলা বিমূর্ত নকশাগুলো দেখা যায় তা মূলত তাজ মহলের অনুপ্রেরণা থেকেই।
একবার লন্ডনে অবস্থিত ‘দ্য ডিজাইন মিউজিয়ামে’ শাড়ি প্রদর্শনীতে গিয়ে প্রথমবারের মতো ফ্যাশনে পূর্ব ও পশ্চিমের সংযোগ ঘটানোর ইচ্ছা জাগে রোকেয়ার। বিভিন্ন পোশাকের ডিজাইনে তাই প্রায় সময়ই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয় শাড়ি।
রোকেয়ার সর্বশেষ অনুপ্রেরণা হলেন-মার্কিন গীতিকার ও গায়িকা বিয়োন্সে। রোকেয়া মনে করেন, বিয়োন্সে শুধু গান লিখে আর গেয়েই নারীর শক্তিকে ফুটিয়ে তোলেননি বরং তাঁর ফ্যাশনও এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। বিয়োন্সে তাঁর মতো আরও অসংখ্য নারীর অনুপ্রেরণা হয়েছেন বলেও জানান রোকেয়া খানুম।
লন্ডনভিত্তিক ফ্যাশন সাইট খানুমস-এর প্রতিষ্ঠাতা রোকেয়া খানুম। লন্ডনেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। বিশ্বখ্যাত ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ারে নিজের সফলতার পেছনে অনুপ্রেরণার কথা বলতে গিয়ে সবার আগে বাংলাদেশকেই টেনে আনলেন যুক্তরাজ্যে প্রথম প্রজন্মের দক্ষিণ এশীয় এই নারী।
মঙ্গলবার প্রকাশিত এক নিবন্ধে রোকেয়া জানান, তাঁর দক্ষিণ এশীয় চেতনার সঙ্গে যুক্তরাজ্যে আধুনিক পশ্চিমা ফ্যাশনের সংমিশ্রণ ঘটেছে। এর ছাপ দেখা যায় তাঁর ফ্যাশন বিষয়ক কারুকার্যে।
চারটি অনুপ্রেরণার কথা জানাতে গিয়ে রোকেয়া সবার আগে উল্লেখ করেছেন বাংলাদেশের পতাকার কথা। এই পতাকার সবুজ রং তাঁর ডিজাইন করা বহু পোশাকের অনুপ্রেরণা হয়েছে। বাংলাদেশি পতাকায় ব্যবহৃত দুটি রং এবং এগুলোর অন্তর্নিহিত অর্থকে তিনি ভালোবাসেন। সবুজ রঙের ভেতর দিয়ে তিনি বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্যের প্রতিচ্ছবি এবং জীবনের সম্ভাবনাকে দেখতে পান। তাঁর ডিজাইন করা বেশ কিছু গয়নাতেও সবুজ রঙের প্রাধান্য দেখা যায়।
ভারতে ভ্রমণকেও নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন রোকেয়া। বিশেষ করে তাজ মহল। মুঘল আমলের এই অনন্য স্থাপনা দেখার সময় শিল্পের প্রতি গভীর টান অনুভব করেছেন তিনি। তাজ মহলের নির্মাণ শৈলী, ক্যালিগ্রাফি, ফুলের সমারোহ এবং বিমূর্ত জ্যামিতিক মোটিফের সমন্বয় ইসলামি ঐতিহ্যকে অনুসরণ করে। খানুমের ডিজাইন করা জ্যাকেটগুলোতে যে সুষম এবং সুরেলা বিমূর্ত নকশাগুলো দেখা যায় তা মূলত তাজ মহলের অনুপ্রেরণা থেকেই।
একবার লন্ডনে অবস্থিত ‘দ্য ডিজাইন মিউজিয়ামে’ শাড়ি প্রদর্শনীতে গিয়ে প্রথমবারের মতো ফ্যাশনে পূর্ব ও পশ্চিমের সংযোগ ঘটানোর ইচ্ছা জাগে রোকেয়ার। বিভিন্ন পোশাকের ডিজাইনে তাই প্রায় সময়ই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয় শাড়ি।
রোকেয়ার সর্বশেষ অনুপ্রেরণা হলেন-মার্কিন গীতিকার ও গায়িকা বিয়োন্সে। রোকেয়া মনে করেন, বিয়োন্সে শুধু গান লিখে আর গেয়েই নারীর শক্তিকে ফুটিয়ে তোলেননি বরং তাঁর ফ্যাশনও এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। বিয়োন্সে তাঁর মতো আরও অসংখ্য নারীর অনুপ্রেরণা হয়েছেন বলেও জানান রোকেয়া খানুম।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৬ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৬ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৮ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে