Ajker Patrika

লন্ডনভিত্তিক ফ্যাশনকন্যার অনুপ্রেরণা বাংলাদেশ, জানাল ভ্যানিটি ফেয়ার

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২৩: ৩৯
লন্ডনভিত্তিক ফ্যাশনকন্যার অনুপ্রেরণা বাংলাদেশ, জানাল ভ্যানিটি ফেয়ার

লন্ডনভিত্তিক ফ্যাশন সাইট খানুমস-এর প্রতিষ্ঠাতা রোকেয়া খানুম। লন্ডনেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। বিশ্বখ্যাত ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ারে নিজের সফলতার পেছনে অনুপ্রেরণার কথা বলতে গিয়ে সবার আগে বাংলাদেশকেই টেনে আনলেন যুক্তরাজ্যে প্রথম প্রজন্মের দক্ষিণ এশীয় এই নারী। 

মঙ্গলবার প্রকাশিত এক নিবন্ধে রোকেয়া জানান, তাঁর দক্ষিণ এশীয় চেতনার সঙ্গে যুক্তরাজ্যে আধুনিক পশ্চিমা ফ্যাশনের সংমিশ্রণ ঘটেছে। এর ছাপ দেখা যায় তাঁর ফ্যাশন বিষয়ক কারুকার্যে। 

চারটি অনুপ্রেরণার কথা জানাতে গিয়ে রোকেয়া সবার আগে উল্লেখ করেছেন বাংলাদেশের পতাকার কথা। এই পতাকার সবুজ রং তাঁর ডিজাইন করা বহু পোশাকের অনুপ্রেরণা হয়েছে। বাংলাদেশি পতাকায় ব্যবহৃত দুটি রং এবং এগুলোর অন্তর্নিহিত অর্থকে তিনি ভালোবাসেন। সবুজ রঙের ভেতর দিয়ে তিনি বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্যের প্রতিচ্ছবি এবং জীবনের সম্ভাবনাকে দেখতে পান। তাঁর ডিজাইন করা বেশ কিছু গয়নাতেও সবুজ রঙের প্রাধান্য দেখা যায়।

রোকেয়া খানুেমের ডিজাইান করা পোশাকভারতে ভ্রমণকেও নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন রোকেয়া। বিশেষ করে তাজ মহল। মুঘল আমলের এই অনন্য স্থাপনা দেখার সময় শিল্পের প্রতি গভীর টান অনুভব করেছেন তিনি। তাজ মহলের নির্মাণ শৈলী, ক্যালিগ্রাফি, ফুলের সমারোহ এবং বিমূর্ত জ্যামিতিক মোটিফের সমন্বয় ইসলামি ঐতিহ্যকে অনুসরণ করে। খানুমের ডিজাইন করা জ্যাকেটগুলোতে যে সুষম এবং সুরেলা বিমূর্ত নকশাগুলো দেখা যায় তা মূলত তাজ মহলের অনুপ্রেরণা থেকেই।

একবার লন্ডনে অবস্থিত ‘দ্য ডিজাইন মিউজিয়ামে’ শাড়ি প্রদর্শনীতে গিয়ে প্রথমবারের মতো ফ্যাশনে পূর্ব ও পশ্চিমের সংযোগ ঘটানোর ইচ্ছা জাগে রোকেয়ার। বিভিন্ন পোশাকের ডিজাইনে তাই প্রায় সময়ই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয় শাড়ি।

রোকেয়া খানুম। ছবি: ইনস্টাগ্রামরোকেয়ার সর্বশেষ অনুপ্রেরণা হলেন-মার্কিন গীতিকার ও গায়িকা বিয়োন্সে। রোকেয়া মনে করেন, বিয়োন্সে শুধু গান লিখে আর গেয়েই নারীর শক্তিকে ফুটিয়ে তোলেননি বরং তাঁর ফ্যাশনও এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। বিয়োন্সে তাঁর মতো আরও অসংখ্য নারীর অনুপ্রেরণা হয়েছেন বলেও জানান রোকেয়া খানুম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত