আজকের পত্রিকা ডেস্ক
আজ থেকে ৪৪ বছর আগে ১৯৮১ সালের ২৯ জুলাই সেন্ট পল’স ক্যাথেড্রালে প্রিন্স চার্লসকে (বর্তমান ব্রিটিশ রাজা) বিয়ে করেছিলেন প্রিন্সেস ডায়ানা। রাজকীয় পোশাক ও সাজগোজ ছাপিয়ে সেদিন সবার নজর কেড়ে নেয় ডায়ানার মাথার ঝলমলে টায়রা। প্রশ্ন থেকে যায়, প্রিন্সেস ডায়ানার দুই পুত্রবধূ কেট মিডলটন ও মেগান মার্কেলের মাথায় রাজকীয় বিয়ের দিন কেন এই টায়রা ছিল না?
এই প্রশ্নের উত্তর অনেকটাই সরল। ‘দ্য কোর্ট জুয়েলার’-এর বিশেষজ্ঞ লরেন কিহনা বলছেন, ‘টায়রাটি আসলে কখনোই ব্রিটিশ রাজপরিবারের মালিকানাধীন ছিল না। এই কারণে প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল এটি পরেননি।’
তাহলে ডায়ানার মাথায় কীভাবে এল সেই টায়রা? এর উত্তরে ‘ইনস্টাইল’ ম্যাগাজিন জানিয়েছে, বিশেষ ওই টায়রার ইতিহাস ১৯১৯ সাল পর্যন্ত প্রসারিত। ডায়না এটি পরেছিলেন তাঁর বাবার বাড়ির উত্তরাধিকারসূত্রে। ডায়ানার দাদি এটি উপহার হিসেবে পেয়েছিলেন। এরপর এটি ডায়ানার বোন লেডি সারাহ ম্যাককরকোডেল ও লেডি জেন ফেলোয়েস তাঁদের বিয়ের দিনে পরেছিলেন। বাবা ও ভাইয়ের কাছ থেকে ধার নিয়ে ১৯৮১ সালে ডায়ানাও এটি পরেছিলেন। শুধু বিয়ের দিনই নয়, অন্যান্য বিশেষ দিনেও ডায়ানার মাথায় প্রায় সময় এই টায়রা দেখা যেত।
তবে আশ্চর্যের বিষয়, ‘স্পেনসার টায়রা’ নামে খ্যাতি পাওয়া সেই গয়না ডায়ানার ভাই আর্ল চার্লস স্পেনসারের কন্যারা যখন বিয়ে করেন, তাঁদের কারও মাথাতেই দেখা যায়নি। লেডি কিটি স্পেনসার ২০২১ সালে এবং লেডি অ্যামেলিয়া স্পেনসার ২০২৩ সালে বিয়ে করলেও তাঁরা স্পেনসার টায়রার বদলে অন্য গয়না বেছে নিয়েছিলেন। তবে তাঁদের মা ভিক্টোরিয়া লকউড অবশ্যর ১৯৮৯ সালে এই টায়রা পরে বিয়ে করেছিলেন। শেষবার ২০১৮ সালে ডায়ানার ভাতিজি সেলিয়া ম্যাককরকোডেল এটি পরে বিয়ে করেন।
বর্তমানে এই টায়রা ডায়ানার ভাই আর্ল স্পেনসারের মালিকানায় আছে এবং ভবিষ্যতে তাঁর ছেলে কাউন্ট অলথরপের কাছে হস্তান্তর হবে বলে জানা গেছে।
ডায়ানার পুত্রবধূ কেট মিডলটন তাঁর বিয়েতে রানি এলিজাবেথের কাছ থেকে ধার নিয়েছিলেন ‘কার্টিয়ার হালো’ নামের একটি টায়রা। অন্য পুত্রবধূ মেগান মার্কেল পরে ছিলেন ‘কুইন মেরি ডায়মন্ড ব্যান্ডো টায়রা’। মেগান এখন রাজপরিবার থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেছেন।
তবে ডায়ানার স্মৃতিকে দুই পুত্রবধূই অন্যভাবে ধরে রেখেছেন। কেট তাঁর এনগেজমেন্টে ডায়ানার বিখ্যাত নীল নীলকান্ত ও হীরার আংটি পরে আসছেন ২০১০ সাল থেকে। মেগান প্রায়ই ডায়ানার কার্টিয়ার ঘড়িটি পরেন। ২০১৮ সালে বিয়ের রিসেপশনে তিনি পরেছিলেন একটি অ্যাকোয়ামারিন রিং, যা ডায়ানাকে উপহার দিয়েছিলেন তাঁর বন্ধু ও ব্রিটেনে নিযুক্ত সাবেক ব্রাজিলের রাষ্ট্রদূতের স্ত্রী লুসিয়া ফ্লেচা দে লিমা। ১৯৯৬ সালে প্রিন্স চার্লসের সঙ্গে বিচ্ছেদের পর এই আংটি ডায়ানা তাঁর এনগেজমেন্ট রিংয়ের পরিবর্তে ব্যবহার করতেন। আর স্পেনসার টায়রাটি ব্রিটিশ রাজপরিবারের না হলেও প্রিন্সেস ডায়ানার স্মৃতি বহন করে এটি আজও আলোচিত।
আজ থেকে ৪৪ বছর আগে ১৯৮১ সালের ২৯ জুলাই সেন্ট পল’স ক্যাথেড্রালে প্রিন্স চার্লসকে (বর্তমান ব্রিটিশ রাজা) বিয়ে করেছিলেন প্রিন্সেস ডায়ানা। রাজকীয় পোশাক ও সাজগোজ ছাপিয়ে সেদিন সবার নজর কেড়ে নেয় ডায়ানার মাথার ঝলমলে টায়রা। প্রশ্ন থেকে যায়, প্রিন্সেস ডায়ানার দুই পুত্রবধূ কেট মিডলটন ও মেগান মার্কেলের মাথায় রাজকীয় বিয়ের দিন কেন এই টায়রা ছিল না?
এই প্রশ্নের উত্তর অনেকটাই সরল। ‘দ্য কোর্ট জুয়েলার’-এর বিশেষজ্ঞ লরেন কিহনা বলছেন, ‘টায়রাটি আসলে কখনোই ব্রিটিশ রাজপরিবারের মালিকানাধীন ছিল না। এই কারণে প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল এটি পরেননি।’
তাহলে ডায়ানার মাথায় কীভাবে এল সেই টায়রা? এর উত্তরে ‘ইনস্টাইল’ ম্যাগাজিন জানিয়েছে, বিশেষ ওই টায়রার ইতিহাস ১৯১৯ সাল পর্যন্ত প্রসারিত। ডায়না এটি পরেছিলেন তাঁর বাবার বাড়ির উত্তরাধিকারসূত্রে। ডায়ানার দাদি এটি উপহার হিসেবে পেয়েছিলেন। এরপর এটি ডায়ানার বোন লেডি সারাহ ম্যাককরকোডেল ও লেডি জেন ফেলোয়েস তাঁদের বিয়ের দিনে পরেছিলেন। বাবা ও ভাইয়ের কাছ থেকে ধার নিয়ে ১৯৮১ সালে ডায়ানাও এটি পরেছিলেন। শুধু বিয়ের দিনই নয়, অন্যান্য বিশেষ দিনেও ডায়ানার মাথায় প্রায় সময় এই টায়রা দেখা যেত।
তবে আশ্চর্যের বিষয়, ‘স্পেনসার টায়রা’ নামে খ্যাতি পাওয়া সেই গয়না ডায়ানার ভাই আর্ল চার্লস স্পেনসারের কন্যারা যখন বিয়ে করেন, তাঁদের কারও মাথাতেই দেখা যায়নি। লেডি কিটি স্পেনসার ২০২১ সালে এবং লেডি অ্যামেলিয়া স্পেনসার ২০২৩ সালে বিয়ে করলেও তাঁরা স্পেনসার টায়রার বদলে অন্য গয়না বেছে নিয়েছিলেন। তবে তাঁদের মা ভিক্টোরিয়া লকউড অবশ্যর ১৯৮৯ সালে এই টায়রা পরে বিয়ে করেছিলেন। শেষবার ২০১৮ সালে ডায়ানার ভাতিজি সেলিয়া ম্যাককরকোডেল এটি পরে বিয়ে করেন।
বর্তমানে এই টায়রা ডায়ানার ভাই আর্ল স্পেনসারের মালিকানায় আছে এবং ভবিষ্যতে তাঁর ছেলে কাউন্ট অলথরপের কাছে হস্তান্তর হবে বলে জানা গেছে।
ডায়ানার পুত্রবধূ কেট মিডলটন তাঁর বিয়েতে রানি এলিজাবেথের কাছ থেকে ধার নিয়েছিলেন ‘কার্টিয়ার হালো’ নামের একটি টায়রা। অন্য পুত্রবধূ মেগান মার্কেল পরে ছিলেন ‘কুইন মেরি ডায়মন্ড ব্যান্ডো টায়রা’। মেগান এখন রাজপরিবার থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেছেন।
তবে ডায়ানার স্মৃতিকে দুই পুত্রবধূই অন্যভাবে ধরে রেখেছেন। কেট তাঁর এনগেজমেন্টে ডায়ানার বিখ্যাত নীল নীলকান্ত ও হীরার আংটি পরে আসছেন ২০১০ সাল থেকে। মেগান প্রায়ই ডায়ানার কার্টিয়ার ঘড়িটি পরেন। ২০১৮ সালে বিয়ের রিসেপশনে তিনি পরেছিলেন একটি অ্যাকোয়ামারিন রিং, যা ডায়ানাকে উপহার দিয়েছিলেন তাঁর বন্ধু ও ব্রিটেনে নিযুক্ত সাবেক ব্রাজিলের রাষ্ট্রদূতের স্ত্রী লুসিয়া ফ্লেচা দে লিমা। ১৯৯৬ সালে প্রিন্স চার্লসের সঙ্গে বিচ্ছেদের পর এই আংটি ডায়ানা তাঁর এনগেজমেন্ট রিংয়ের পরিবর্তে ব্যবহার করতেন। আর স্পেনসার টায়রাটি ব্রিটিশ রাজপরিবারের না হলেও প্রিন্সেস ডায়ানার স্মৃতি বহন করে এটি আজও আলোচিত।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৫ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৬ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৭ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৮ ঘণ্টা আগে