রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যকার সংযোগ সেতুতে বিস্ফোরণের ফলে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ার তদন্তকারীরা স্থানীয় সময় আজ শনিবার এই তথ্য জানিয়েছে। একই সঙ্গে যে গাড়িটি বিস্ফোরিত হয়েছে সেটির মালিককেও শনাক্ত করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি-টেররিজম কমিটি জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবার সকাল ৬টার দিকে একটি মালবাহী ট্রাকে বিস্ফোরণ ঘটে এবং এর ফলে ক্রিমিয়ার দিকে যাওয়া একটি ট্রেনের সাতটি জ্বালানি ট্যাংকার ওয়াগনে আগুন ধরে যায়।
বিস্ফোরণের বিষয়টি তদন্ত করতে গিয়ে রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, ‘প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুসারে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।’ নিহত ব্যক্তিদের পরিচয়ের বিষয়ে তদন্ত কমিটি বলেছে, ‘ধারণা করা হচ্ছে, নিহতরা বিস্ফোরণের সময় ট্রাকটির কাছে থাকা একটি প্রাইভেট কারের যাত্রী।’
এক বিবৃতিতে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে একজনকে নারী এবং একজনকে পুরুষ হিসেবে শনাক্ত করা হয়েছে। বিস্ফোরণের পর তাঁরা সেতু থেকে পানিতে পড়ে গিয়েছিলেন। তৃতীয় মৃতদেহের বিষয়ে এখনো তথ্য জানা যায়নি।
রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় এবং ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি রাশিয়ার পরিবহন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে নেয়। বর্তমানে সেতুটি রুশ বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ বলেছেন, সড়ক সেতুর একটি দিক এখনো অক্ষত রয়েছে। তবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছে, আগুন ইতিমধ্যে নিভিয়ে ফেলা হয়েছে।
রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যকার সংযোগ সেতুতে বিস্ফোরণের ফলে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ার তদন্তকারীরা স্থানীয় সময় আজ শনিবার এই তথ্য জানিয়েছে। একই সঙ্গে যে গাড়িটি বিস্ফোরিত হয়েছে সেটির মালিককেও শনাক্ত করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি-টেররিজম কমিটি জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবার সকাল ৬টার দিকে একটি মালবাহী ট্রাকে বিস্ফোরণ ঘটে এবং এর ফলে ক্রিমিয়ার দিকে যাওয়া একটি ট্রেনের সাতটি জ্বালানি ট্যাংকার ওয়াগনে আগুন ধরে যায়।
বিস্ফোরণের বিষয়টি তদন্ত করতে গিয়ে রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, ‘প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুসারে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।’ নিহত ব্যক্তিদের পরিচয়ের বিষয়ে তদন্ত কমিটি বলেছে, ‘ধারণা করা হচ্ছে, নিহতরা বিস্ফোরণের সময় ট্রাকটির কাছে থাকা একটি প্রাইভেট কারের যাত্রী।’
এক বিবৃতিতে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে একজনকে নারী এবং একজনকে পুরুষ হিসেবে শনাক্ত করা হয়েছে। বিস্ফোরণের পর তাঁরা সেতু থেকে পানিতে পড়ে গিয়েছিলেন। তৃতীয় মৃতদেহের বিষয়ে এখনো তথ্য জানা যায়নি।
রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় এবং ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি রাশিয়ার পরিবহন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে নেয়। বর্তমানে সেতুটি রুশ বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ বলেছেন, সড়ক সেতুর একটি দিক এখনো অক্ষত রয়েছে। তবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছে, আগুন ইতিমধ্যে নিভিয়ে ফেলা হয়েছে।
২০২০ সালের সীমান্ত সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত সম্পর্ককে নতুন করে গড়তে ভারত ও চীন সরাসরি ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বাড়ানোর বিষয়েও একমত হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহৎ অর্থনীতির এই দুই দেশ। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপ্রতিরোধ্য...
১ ঘণ্টা আগেটেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় কংগ্রেসের আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে তীব্র বিতর্কে নতুন করে মাথাচাড়া দিয়েছে। আমেরিকান গণতন্ত্রকে হুমকির মুখে দেখছেন অধিকাংশ মার্কিনিরা। রয়টার্স/ইপসোস পরিচালিত এক জরিপে দেখা গেছে, অর্ধেকেরও বেশি আমেরিকান মনে করছেন, দলীয় স্বার্থে জেরিম্যান্ডারিং বা আসন সীমানায়...
১ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রতি নতুন শর্ত দিয়েছেন। তিনজন ক্রেমলিন-ঘনিষ্ঠ সূত্রের বরাতে বৃহস্পতিবার রাতে (২১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুতিন চাইছেন পূর্বাঞ্চলের দোনবাস অঞ্চল পুরোপুরি ছেড়ে দিক ইউক্রেন।
১ ঘণ্টা আগে‘সানেক্স’ শাওয়ার জেলের একটি বিজ্ঞাপন সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যের বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা ‘অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস অথোরিটি’ (এএসএ)। সংস্থাটির মতে—বিজ্ঞাপনটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, তা থেকে মনে হতে পারে শ্বেতাঙ্গ ত্বক কৃষ্ণাঙ্গ ত্বকের তুলনায় শ্রেষ্ঠ।
১ ঘণ্টা আগে