Ajker Patrika

দোনেৎস্ক–লুহানস্ককে রাশিয়ার অংশ ঘোষণা করা হতে পারে শুক্রবার: যুক্তরাজ্য

দোনেৎস্ক–লুহানস্ককে রাশিয়ার অংশ ঘোষণা করা হতে পারে শুক্রবার: যুক্তরাজ্য

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দনবাস অঞ্চলের দোনেৎস্ক–লুহানস্কে রাশিয়ান ফেডারেশনে যোগদানের বিষয়ে অনুষ্ঠিত ‘গণভোটের’ ফলাফল ঘোষণা করতে পারেন আগামী শুক্রবার। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের নিয়মিত গোয়েন্দা তথ্য পর্যালোচনা বিষয়ক এক সভায় জানিয়েছে, আগামী শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পার্লামেন্টের উভয় কক্ষে ভাষণ দিতে পারেন এবং তাঁর ভাষণে দোনেৎস্ক এবং লুহানস্ককে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দিতে পারেন।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘প্রায় নিশ্চিতভাবেই বলা যায়, রুশ নেতারা এই সংযুক্তকরণ ঘোষণা ইউক্রেন রাশিয়ার “বিশেষ সামরিক অভিযানের” বৈধতা দেওয়ার একটি ভূমি বলে বিবেচনা করতে পারেন এবং একই সঙ্গে এই সংকটে রাশিয়ার অবস্থানকে আরও যৌক্তিক করে তুলবে।’

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, ‘এ ছাড়া এই ঘটনা যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সাম্প্রতিক যে অবস্থান (পিছু হটা) সেই বিষয় এবং রাশিয়া ইউক্রেনে যে পারশিয়াল মোবিলাইজেশনের ঘোষণা দিয়েছে তা থেকে দৃষ্টি সরিয়ে নেবে।’

এদিকে, গত মঙ্গলবারে অনুষ্ঠিত লুহানস্ক এবং দোনেৎস্কে রাশিয়াপন্থীদের আয়োজিত গণভোটের বিরোধিতা করে এর তীব্র নিন্দা করেছে।

এর আগে, রাশিয়ায় নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয় গত ২৩ সেপ্টেম্বর। রাশিয়া-সমর্থিত নেতারা লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলে গণভোটের ঘোষণা করেন বেশ কয়েক দিন আগেই। এই চার অঞ্চল ইউক্রেনের ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ, যা ইউরোপের দেশ হাঙ্গেরির সমান এলাকা।

এই গণভোট নিয়ে কয়েক মাস ধরে আলোচনা করছে রুশপন্থী ইউক্রেনীয় কর্মকর্তারা। সম্প্রতি রাশিয়ার আগ্রাসন কিছুটা ধীর গতির হয় এবং পাল্টা আক্রমণের মাধ্যমে রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা কিছু অংশ পুনরুদ্ধার করে ইউক্রেন। এরপরই রাশিয়া সমর্থিত কর্মকর্তারা রাশিয়ায় যোগদানের বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

জয়পুরহাটে হত্যা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত