ফ্রান্সের বাজার থেকে আইফোন-১২ সিরিজের সব ফোন ফিরিয়ে নিতে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এই ফোন থেকে অতিরিক্ত মাত্রায় তড়িৎচৌম্বকীয় রেডিয়েশন ছড়ায় বলে অভিযোগ করেছে ফরাসি কর্তৃপক্ষ।
আজ বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান (এএনএফআর) অ্যাপলকে এক পরামর্শে বলেছে, সফটওয়্যার আপডেট করে যদি সমস্যাটির সমাধান সম্ভব না হয়, তবে ফ্রান্সে ইতিমধ্যে বিক্রি হওয়া ১২ সিরিজের সব ফোন যেন তুলে নিয়ে যায়।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে অতীতে বলা হয়েছিল, মোবাইল ফোন থেকে বিকিরিত হওয়া রেডিয়েশন মানুষের জন্য ক্ষতিকর নয়। এ বিষয়ে সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, নিম্ন মাত্রায় তড়িৎচৌম্বকীয় বিকিরণ মানুষের জন্য ক্ষতিকর—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
২০২০ সালের সেপ্টেম্বরে অ্যাপলের ফ্ল্যাগশিপ ফোন আইফোন-১২ বাজারে ছাড়া হয়। এই ফোনটি এখনো বিশ্বজুড়ে বিপুল হারে বিক্রি হচ্ছে।
ফরাসি কর্তৃপক্ষের অভিযোগের বিষয়ে বিবিসিকে অ্যাপল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ফরাসি রেডিও নিয়ন্ত্রক সংস্থা এএনএফআর-এর রিভিউ পর্যবেক্ষণ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়েছে, নিজেদের ল্যাব ছাড়াও তৃতীয় পক্ষের দ্বারা যাচাই করা ফলাফল অনুযায়ী, আইফোনের ওই সিরিজটিতে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। এটি বিশ্বজুড়ে রেডিয়েশন মাত্রার প্রবিধানগুলোর সঙ্গে সংগতিপূর্ণ হিসাবে স্বীকৃতি পেয়েছে।
এদিকে ফ্রান্সের ডিজিটাল মন্ত্রী জিন-নোয়েল ব্যারোট ফরাসি সংবাদপত্র লে প্যারিসিয়েনকে জানিয়েছেন, ফোনটিতে বিকিরণের মাত্রা গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি হওয়ায় নতুন সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
জিন-নোয়েল বলেন, ‘অ্যাপল দুই সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জানাবে বলে আশা করা হচ্ছে। যদি তারা তা করতে ব্যর্থ হয়, তবে আমি দেশে থাকা সব আইফোন ফেরত নেওয়ার আদেশ দিতে প্রস্তুত। নিয়মটি ছোট-বড় সব কোম্পানির জন্যই প্রযোজ্য।’
ফ্রান্সের বাজার থেকে আইফোন-১২ সিরিজের সব ফোন ফিরিয়ে নিতে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এই ফোন থেকে অতিরিক্ত মাত্রায় তড়িৎচৌম্বকীয় রেডিয়েশন ছড়ায় বলে অভিযোগ করেছে ফরাসি কর্তৃপক্ষ।
আজ বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান (এএনএফআর) অ্যাপলকে এক পরামর্শে বলেছে, সফটওয়্যার আপডেট করে যদি সমস্যাটির সমাধান সম্ভব না হয়, তবে ফ্রান্সে ইতিমধ্যে বিক্রি হওয়া ১২ সিরিজের সব ফোন যেন তুলে নিয়ে যায়।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে অতীতে বলা হয়েছিল, মোবাইল ফোন থেকে বিকিরিত হওয়া রেডিয়েশন মানুষের জন্য ক্ষতিকর নয়। এ বিষয়ে সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, নিম্ন মাত্রায় তড়িৎচৌম্বকীয় বিকিরণ মানুষের জন্য ক্ষতিকর—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
২০২০ সালের সেপ্টেম্বরে অ্যাপলের ফ্ল্যাগশিপ ফোন আইফোন-১২ বাজারে ছাড়া হয়। এই ফোনটি এখনো বিশ্বজুড়ে বিপুল হারে বিক্রি হচ্ছে।
ফরাসি কর্তৃপক্ষের অভিযোগের বিষয়ে বিবিসিকে অ্যাপল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ফরাসি রেডিও নিয়ন্ত্রক সংস্থা এএনএফআর-এর রিভিউ পর্যবেক্ষণ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়েছে, নিজেদের ল্যাব ছাড়াও তৃতীয় পক্ষের দ্বারা যাচাই করা ফলাফল অনুযায়ী, আইফোনের ওই সিরিজটিতে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। এটি বিশ্বজুড়ে রেডিয়েশন মাত্রার প্রবিধানগুলোর সঙ্গে সংগতিপূর্ণ হিসাবে স্বীকৃতি পেয়েছে।
এদিকে ফ্রান্সের ডিজিটাল মন্ত্রী জিন-নোয়েল ব্যারোট ফরাসি সংবাদপত্র লে প্যারিসিয়েনকে জানিয়েছেন, ফোনটিতে বিকিরণের মাত্রা গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি হওয়ায় নতুন সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
জিন-নোয়েল বলেন, ‘অ্যাপল দুই সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জানাবে বলে আশা করা হচ্ছে। যদি তারা তা করতে ব্যর্থ হয়, তবে আমি দেশে থাকা সব আইফোন ফেরত নেওয়ার আদেশ দিতে প্রস্তুত। নিয়মটি ছোট-বড় সব কোম্পানির জন্যই প্রযোজ্য।’
গত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
২০ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
৩ ঘণ্টা আগে