Ajker Patrika

‘বন্দুকের নলের মুখে কর্মীদের কাজ করতে বাধ্য করা হয়েছে’

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১১: ২৬
‘বন্দুকের নলের মুখে কর্মীদের কাজ করতে বাধ্য করা হয়েছে’

ইউক্রেনে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া দখলে নেওয়ার পর রুশ সেনারা বিদ্যুৎকর্মীদের দিকে অস্ত্র তাক করে কাজ চালিয়ে যেতে বাধ্য করেছেন বলে অভিযোগ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি বলেন, ‘শুক্রবার জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করার পর সেখানকার কর্মীদের অস্ত্রের মুখে কাজ করতে বাধ্য করা হয়েছে। আমরা জাপোরিঝিয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পর এ তথ্য জানতে পেরেছি।’ 

রাফায়েল গ্রসি রুশ সেনাদের অনুরোধ করে বলেন, বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী কর্মীদের তারা যেন বিশ্রামের সুযোগ দেন। কর্মীদের শিফট অনুযায়ী কাজ করতে সুযোগ দেওয়ারও অনুরোধ করেছেন রাফায়েল গ্রসি। তিনি বলেন, ‘কর্মীদের নিরাপদে কাজ করতে দেওয়ার সুযোগ দিতে হবে।’ 

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলকারী রুশ বাহিনী এবং বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী ইউক্রেনীয় কর্মীদের মধ্যে একটি ‘উত্তেজনাপূর্ণ পরিস্থিতি’ বিরাজ করছে বলে মন্তব্য করেন আইএইএ প্রধান। তিনি বলেন, ‘এই পরিস্থিতি বেশি দিন স্থায়ী করা উচিত নয়।’ 

ইউক্রেনের পাওয়ার প্ল্যান্টের তত্ত্বাবধানকারী সংস্থা এনারগোয়াতমের বিবৃতি উল্লেখ করে আইএইএ জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক প্রকৌশলীদের তাদের কাজের শিফট পরিবর্তন করার অনুমতি দেওয়া হয়েছে। 

গত শুক্রবার তীব্র গোলাগুলির পর জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রুশ সেনাবাহিনী। এর পরদিন শনিবার রুশ সেনারা ইউক্রেনের আরও একটি পারমাণবিক কেন্দ্র দখল করে বলে জানান জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত থমাস গ্রিনফিল্ড বলেছেন, কিয়েভ থেকে ২০০ মাইল দক্ষিণের ইউঝোউক্রেনস্ক পাওয়ার স্টেশন দখল করেছে রাশিয়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত