ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আজ শনিবার বার্লিনে একটি অনানুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে সুইডেন ও ফিনল্যান্ড। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য না হওয়া সত্ত্বেও উভয় দেশ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করবে বলে ধারণা করা হচ্ছে।
মস্কো জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। যদি তারা ন্যাটোর সদস্য হয় তবে সুইডেন ও ফিনল্যান্ডের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করবে এবং শীতল যুদ্ধের সময় ফিরে আসবে বলেও মনে করে মস্কো।
এদিকে ন্যাটোর আরেক সদস্য তুরস্কও আজকের বৈঠকে যোগ দিচ্ছে বলে জানা গেছে। তবে গতকাল শুক্রবার আকস্মিকভাবে ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেওয়ার উদ্যোগে আপত্তি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, ‘স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল সন্ত্রাসী সংগঠনগুলোর অতিথিশালায় পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার উদ্যোগকে সমর্থন করতে পারি না।’
এর আগে ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে ফিনল্যান্ড ইচ্ছা প্রকাশ করলে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছিলেন, ফিনল্যান্ডকে ন্যাটোতে ‘উষ্ণতার সঙ্গে স্বাগত জানানো হবে’। দেশটির যোগদান যাতে ‘দ্রুত ও মসৃণ’ হয় তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে ফিনল্যান্ড যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ফ্রান্সের।
তবে রাশিয়া এ ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছে। মস্কো জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ড যদি ন্যাটোতে যোগ দেয়, তবে রাশিয়া সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আজ শনিবার বার্লিনে একটি অনানুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে সুইডেন ও ফিনল্যান্ড। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য না হওয়া সত্ত্বেও উভয় দেশ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করবে বলে ধারণা করা হচ্ছে।
মস্কো জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। যদি তারা ন্যাটোর সদস্য হয় তবে সুইডেন ও ফিনল্যান্ডের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করবে এবং শীতল যুদ্ধের সময় ফিরে আসবে বলেও মনে করে মস্কো।
এদিকে ন্যাটোর আরেক সদস্য তুরস্কও আজকের বৈঠকে যোগ দিচ্ছে বলে জানা গেছে। তবে গতকাল শুক্রবার আকস্মিকভাবে ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেওয়ার উদ্যোগে আপত্তি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, ‘স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল সন্ত্রাসী সংগঠনগুলোর অতিথিশালায় পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার উদ্যোগকে সমর্থন করতে পারি না।’
এর আগে ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে ফিনল্যান্ড ইচ্ছা প্রকাশ করলে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছিলেন, ফিনল্যান্ডকে ন্যাটোতে ‘উষ্ণতার সঙ্গে স্বাগত জানানো হবে’। দেশটির যোগদান যাতে ‘দ্রুত ও মসৃণ’ হয় তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে ফিনল্যান্ড যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ফ্রান্সের।
তবে রাশিয়া এ ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছে। মস্কো জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ড যদি ন্যাটোতে যোগ দেয়, তবে রাশিয়া সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে