Ajker Patrika

৫০০ বছরের ইতিহাসে ভয়াবহ খরার মুখে ইউরোপ

৫০০ বছরের ইতিহাসে ভয়াবহ খরার মুখে ইউরোপ

বিগত ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখে ইউরোপ। এই ভূখণ্ডের দুই–তৃতীয়াংশে এরই মধ্যে প্রধান প্রধান নদীগুলোর পানি শুকিয়ে গিয়ে নাব্যতা হ্রাস পেয়েছে। ফলে অভ্যন্তরীণ নৌযোগাযোগ এবং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে ব্যাপক হারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইউরোপীয় খরা পর্যবেক্ষণ কেন্দ্র (ইডিও) চলতি আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এই সতর্কবার্তা জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের ৪৭ শতাংশ ভূখণ্ডের আর্দ্রতা হারিয়ে শুকিয়ে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং ১৭ শতাংশ ভূখণ্ডে সবজি উৎপাদন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

ইডিও–এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘বছরের শুরু থেকে ইউরোপের অনেক অঞ্চলকে প্রভাবিত করে রাখা তীব্র খরা আগস্টের শুরুতে আরও ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।’ ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিম ইউরোপ-ভূমধ্যসাগরীয় অঞ্চল স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি উষ্ণ এবং শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী নভেম্বরে।

ইউরোপের বেশির ভাগ অংশই চলতি গ্রীষ্মে কয়েক সপ্তাহ ধরেই রেকর্ড পরিমাণ তাপমাত্রার মুখোমুখি হয়েছে। এই তাপমাত্রা খরা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে, দাবানল সৃষ্টি করেছে। এরই মধ্যে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এরই মধ্যে, ইউরোপের গ্রীষ্মকালীন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২২ সালে দানাদার ভুট্টার ফলন পূর্ববর্তী পাঁচ বছরের গড় উৎপাদনের তুলনায় ১৬ শতাংশ কমে গিয়েছে এবং সয়াবিন–সূর্যমুখীর ফলন কমেছে যথাক্রমে ১৫ শতাংশ এবং ১২ শতাংশ করে। কৃষি উৎপাদনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে, জলবিদ্যুৎ উৎপাদনও সিস্টেমকে ফিড করে। নাব্যতা সংকটের কারণে অভ্যন্তরীণ মালবাহী জাহাজ চলাচলকে বাধাগ্রস্ত করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত