সুইডেনের ফ্রি স্কুল বা বিনা মূল্যের বিদ্যালয়ে শিক্ষাগ্রহণের ব্যবস্থাকে ব্যর্থ ঘোষণা করলেন সুইডেনের বিদ্যালয়বিষয়ক মন্ত্রী লোটা এডহম। সরকারের অর্থায়নে বেসরকারি খাতে পরিচালিত ‘ফ্রি স্কুলের’ মডেল ব্যর্থ হওয়ায় ৩০ বছরের মধ্যে দেশটি সবচেয়ে বড় ধাক্কা খেল বলে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, সুইডেনের এই মডেলের স্কুল যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসা পেয়েছিল। এই মডেলের আদলে ডেভিড ক্যামেরনের সরকারের অধীনে যুক্তরাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মাইকেল গোভ শত শত ফ্রি স্কুল প্রতিষ্ঠা করেন।
কিন্তু গত কয়েক বছর ধরে এই মডেল সুইডেনে ভীষণভাবে সমালোচিত হচ্ছিল। এই শিক্ষাব্যবস্থায় বৈষম্য হচ্ছে বলে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। এই অসন্তোষে দেশটির রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তনের হাওয়াও জোরালো হয়।
সুইডেনের মন্ত্রী বলেছেন, কতগুলো স্কুল এই সমস্যার সম্মুখীন হচ্ছে তার সংখ্যা তিনি জানেন না। তবে সমস্যাটি সিস্টেমের মধ্যেই রয়েছে। অনেকগুলো বিদ্যালয় এই সমস্যায় থাকাটাই বড় কথা নয়। কথা হচ্ছে, এই ব্যবস্থার কারণে সবকিছুই ব্যর্থ হচ্ছে।
সুইডেনে শিক্ষকদের সবচেয়ে বড় ইউনিয়ন সভেরিগেজ লারারের প্রকাশিত গত জুন মাসের এক প্রতিবেদনে এই মডেলের নেতিবাচক কিছু দিক তুলে ধরা হয়। মডেলটির অধীনে বিদ্যালয়গুলোকে বাজার হিসেবে আখ্যায়িত করা হয়, যেখানে শিক্ষার্থীদের মনে করা হয় সেই বাজারের ক্রেতা। তারা এই মডেল বন্ধ করার দাবি জানিয়ে বলেছে, বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য এই কোম্পানিগুলো কোনো টেকসই ব্যবস্থা হতে পারে না।
গত বছর নিযুক্ত সুইডেনের বিদ্যালয়বিষয়ক মন্ত্রী লোটা এডহম এ বিষয়ে একটি তদন্ত শুরু করেছেন। তিনি বলেছেন, সংস্কারের জন্য পরিকল্পনাটি পর্যালোচনা করা হবে। তিনি বলেন, মুনাফার কাছে উন্নত শিক্ষাব্যবস্থা ছেড়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। বিনা মূল্যের যে বিদ্যালয়গুলো বিভিন্ন সময়ে নীতি মেনে চলেনি, তাদের জরিমানা করার পরিকল্পনার কথাও জানান লোটা এডহম।
তিনি বলেন, ‘রাষ্ট্র প্রচুর অর্থ ব্যয় করবে, আর আপনি আপনার ব্যবসার উন্নতি করবেন এবং একই সঙ্গে সেই অর্থের একটি অংশ লাভ হিসেবে আবার আপনার কাছেই যায়—এটা হতে পারে না, আমরা এটা বন্ধ করব।’
সুইডেনের এই ফ্রি স্কুল মডেল ছেড়ে চলে যাওয়ার ঘটনাও ঘটছে। ইনসাইডারের এক প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে শিক্ষাব্যবস্থার সুখ্যাতির কথা শুনে সন্তানকে নিয়ে সুইডেন যান অ্যান্ডি ক্রাইজা। লস অ্যাঞ্জেলেসের চেয়ে সুইডেনের বিদ্যালয়ের খরচ অনেকটা কম এবং শিক্ষার মান ভালো এমনটি শুনেই তিনি গিয়েছিলেন। খরচ কম হলেও দেখা যায়, সুইডেনের বিদ্যালয়ের পাঠ্যক্রম যেন অনেকটাই মন্থর। অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য শিক্ষকেরা অপেক্ষা করে থাকেন বলে অন্যদের অগ্রগতি থেমে থাকে।
ক্রাইজার সন্তান সেখানে নাচ-গান শিখেছে, আকাশে উড়ন্ত পাখি দেখেই চিনে ফেলেছে; কিন্তু ভুলে গেছে গণিত ও বিজ্ঞান। এ ব্যাপারে ক্রাইজা এক শিক্ষককে জানালে সেই শিক্ষক জবাব দেন, সুইডেনে এভাবেই শেখানো হয়। আরও বেশি দেরি হয়ে যাওয়ার আগে চলে যাওয়াই ভালো—এমনটি ভেবে ‘বিশ্বমানের শিক্ষার’ হাতছানি উপেক্ষা করে সন্তানকে নিয়ে লস অ্যাঞ্জেলেসে ফিরে গেছেন অ্যান্ডি ক্রাইজা।
সুইডেনের ফ্রি স্কুল বা বিনা মূল্যের বিদ্যালয়ে শিক্ষাগ্রহণের ব্যবস্থাকে ব্যর্থ ঘোষণা করলেন সুইডেনের বিদ্যালয়বিষয়ক মন্ত্রী লোটা এডহম। সরকারের অর্থায়নে বেসরকারি খাতে পরিচালিত ‘ফ্রি স্কুলের’ মডেল ব্যর্থ হওয়ায় ৩০ বছরের মধ্যে দেশটি সবচেয়ে বড় ধাক্কা খেল বলে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, সুইডেনের এই মডেলের স্কুল যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসা পেয়েছিল। এই মডেলের আদলে ডেভিড ক্যামেরনের সরকারের অধীনে যুক্তরাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মাইকেল গোভ শত শত ফ্রি স্কুল প্রতিষ্ঠা করেন।
কিন্তু গত কয়েক বছর ধরে এই মডেল সুইডেনে ভীষণভাবে সমালোচিত হচ্ছিল। এই শিক্ষাব্যবস্থায় বৈষম্য হচ্ছে বলে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। এই অসন্তোষে দেশটির রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তনের হাওয়াও জোরালো হয়।
সুইডেনের মন্ত্রী বলেছেন, কতগুলো স্কুল এই সমস্যার সম্মুখীন হচ্ছে তার সংখ্যা তিনি জানেন না। তবে সমস্যাটি সিস্টেমের মধ্যেই রয়েছে। অনেকগুলো বিদ্যালয় এই সমস্যায় থাকাটাই বড় কথা নয়। কথা হচ্ছে, এই ব্যবস্থার কারণে সবকিছুই ব্যর্থ হচ্ছে।
সুইডেনে শিক্ষকদের সবচেয়ে বড় ইউনিয়ন সভেরিগেজ লারারের প্রকাশিত গত জুন মাসের এক প্রতিবেদনে এই মডেলের নেতিবাচক কিছু দিক তুলে ধরা হয়। মডেলটির অধীনে বিদ্যালয়গুলোকে বাজার হিসেবে আখ্যায়িত করা হয়, যেখানে শিক্ষার্থীদের মনে করা হয় সেই বাজারের ক্রেতা। তারা এই মডেল বন্ধ করার দাবি জানিয়ে বলেছে, বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য এই কোম্পানিগুলো কোনো টেকসই ব্যবস্থা হতে পারে না।
গত বছর নিযুক্ত সুইডেনের বিদ্যালয়বিষয়ক মন্ত্রী লোটা এডহম এ বিষয়ে একটি তদন্ত শুরু করেছেন। তিনি বলেছেন, সংস্কারের জন্য পরিকল্পনাটি পর্যালোচনা করা হবে। তিনি বলেন, মুনাফার কাছে উন্নত শিক্ষাব্যবস্থা ছেড়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। বিনা মূল্যের যে বিদ্যালয়গুলো বিভিন্ন সময়ে নীতি মেনে চলেনি, তাদের জরিমানা করার পরিকল্পনার কথাও জানান লোটা এডহম।
তিনি বলেন, ‘রাষ্ট্র প্রচুর অর্থ ব্যয় করবে, আর আপনি আপনার ব্যবসার উন্নতি করবেন এবং একই সঙ্গে সেই অর্থের একটি অংশ লাভ হিসেবে আবার আপনার কাছেই যায়—এটা হতে পারে না, আমরা এটা বন্ধ করব।’
সুইডেনের এই ফ্রি স্কুল মডেল ছেড়ে চলে যাওয়ার ঘটনাও ঘটছে। ইনসাইডারের এক প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে শিক্ষাব্যবস্থার সুখ্যাতির কথা শুনে সন্তানকে নিয়ে সুইডেন যান অ্যান্ডি ক্রাইজা। লস অ্যাঞ্জেলেসের চেয়ে সুইডেনের বিদ্যালয়ের খরচ অনেকটা কম এবং শিক্ষার মান ভালো এমনটি শুনেই তিনি গিয়েছিলেন। খরচ কম হলেও দেখা যায়, সুইডেনের বিদ্যালয়ের পাঠ্যক্রম যেন অনেকটাই মন্থর। অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য শিক্ষকেরা অপেক্ষা করে থাকেন বলে অন্যদের অগ্রগতি থেমে থাকে।
ক্রাইজার সন্তান সেখানে নাচ-গান শিখেছে, আকাশে উড়ন্ত পাখি দেখেই চিনে ফেলেছে; কিন্তু ভুলে গেছে গণিত ও বিজ্ঞান। এ ব্যাপারে ক্রাইজা এক শিক্ষককে জানালে সেই শিক্ষক জবাব দেন, সুইডেনে এভাবেই শেখানো হয়। আরও বেশি দেরি হয়ে যাওয়ার আগে চলে যাওয়াই ভালো—এমনটি ভেবে ‘বিশ্বমানের শিক্ষার’ হাতছানি উপেক্ষা করে সন্তানকে নিয়ে লস অ্যাঞ্জেলেসে ফিরে গেছেন অ্যান্ডি ক্রাইজা।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে