পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলের অনেকটা অংশ দখলে নিয়েছিল ইউক্রেন। রাশিয়ার কর্নেল জেনারেল সের্গেই রুডস্কয় বলেছেন, কুরস্কের ৮০০ বর্গকিলোমিটারেরও বেশি (৩০৯ বর্গ মাইল) এলাকা পুনরুদ্ধার করেছে রাশিয়ার সৈন্যরা, যা ইউক্রেনের দখল করা মোট এলাকার প্রায় ৬৪ শতাংশ। আজ বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ক্রাসনায়া জভেজদা সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে রুডস্কয় বলেন, রাশিয়া সব দিক থেকে অগ্রসর হচ্ছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনকে প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দিয়ে অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করেছে তারা।
রাশিয়া যখন দোনবাস ও জাপোরিঝিয়া অঞ্চলের একের পর এক গ্রাম দখল করছিল, সে সময় ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চল আক্রমণ করে প্রায় এক হাজার বর্গকিলোমিটার ভূখণ্ড দখল করে নেয়।
রুডস্কয় বলেন, রাশিয়া এখন ইউক্রেনের দোনেৎস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলের ৭৫ শতাংশ ও লুহানস্ক অঞ্চলের ৯৯ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ নিয়েছে। এই চারটি অঞ্চল এখন আইনত রাশিয়ার অংশ এবং কখনোই ইউক্রেনকে ফেরত দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ‘গত বছর আমাদের লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল। কিয়েভ সরকার আর যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে সক্ষম হবে না। শত্রু প্রয়োজনীয় অস্ত্র, সরঞ্জাম ও গোলাবারুদ উৎপাদনের সক্ষমতা অনেকাংশে হারিয়েছে।’
জেনারেল রুডস্কয় বলেন, সংঘাতের ভবিষ্যৎ আর ইউক্রেনের ওপর নির্ভর করে না, বরং পশ্চিমা দেশগুলো রাশিয়ার স্বার্থ বিবেচনায় নিয়ে একটি নতুন ইউরোপীয় নিরাপত্তা কাঠামো তৈরি করতে সম্মত হবে কি না তার ওপর নির্ভর করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন নীতিতে পরিবর্তন এনেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘একনায়ক’ বলে অভিহিত করে সতর্ক করে বলেছেন, জেলেনস্কি দ্রুত শান্তি স্থাপন না করলে তাঁর দেশ হারানোর ঝুঁকিতে পড়বেন। ট্রাম্পের এই সতর্ক বার্তা ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
রাশিয়া ২০২২ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে ইউক্রেনে আক্রমণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ এবং রুশ বাহিনীকে পশ্চিমা সমর্থিত ইউক্রেনীয় সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়েছে।
এর আগে ২০১৪ সালে ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া। বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে দেশটি।
পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলের অনেকটা অংশ দখলে নিয়েছিল ইউক্রেন। রাশিয়ার কর্নেল জেনারেল সের্গেই রুডস্কয় বলেছেন, কুরস্কের ৮০০ বর্গকিলোমিটারেরও বেশি (৩০৯ বর্গ মাইল) এলাকা পুনরুদ্ধার করেছে রাশিয়ার সৈন্যরা, যা ইউক্রেনের দখল করা মোট এলাকার প্রায় ৬৪ শতাংশ। আজ বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ক্রাসনায়া জভেজদা সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে রুডস্কয় বলেন, রাশিয়া সব দিক থেকে অগ্রসর হচ্ছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনকে প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দিয়ে অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করেছে তারা।
রাশিয়া যখন দোনবাস ও জাপোরিঝিয়া অঞ্চলের একের পর এক গ্রাম দখল করছিল, সে সময় ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চল আক্রমণ করে প্রায় এক হাজার বর্গকিলোমিটার ভূখণ্ড দখল করে নেয়।
রুডস্কয় বলেন, রাশিয়া এখন ইউক্রেনের দোনেৎস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলের ৭৫ শতাংশ ও লুহানস্ক অঞ্চলের ৯৯ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ নিয়েছে। এই চারটি অঞ্চল এখন আইনত রাশিয়ার অংশ এবং কখনোই ইউক্রেনকে ফেরত দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ‘গত বছর আমাদের লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল। কিয়েভ সরকার আর যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে সক্ষম হবে না। শত্রু প্রয়োজনীয় অস্ত্র, সরঞ্জাম ও গোলাবারুদ উৎপাদনের সক্ষমতা অনেকাংশে হারিয়েছে।’
জেনারেল রুডস্কয় বলেন, সংঘাতের ভবিষ্যৎ আর ইউক্রেনের ওপর নির্ভর করে না, বরং পশ্চিমা দেশগুলো রাশিয়ার স্বার্থ বিবেচনায় নিয়ে একটি নতুন ইউরোপীয় নিরাপত্তা কাঠামো তৈরি করতে সম্মত হবে কি না তার ওপর নির্ভর করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন নীতিতে পরিবর্তন এনেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘একনায়ক’ বলে অভিহিত করে সতর্ক করে বলেছেন, জেলেনস্কি দ্রুত শান্তি স্থাপন না করলে তাঁর দেশ হারানোর ঝুঁকিতে পড়বেন। ট্রাম্পের এই সতর্ক বার্তা ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
রাশিয়া ২০২২ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে ইউক্রেনে আক্রমণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ এবং রুশ বাহিনীকে পশ্চিমা সমর্থিত ইউক্রেনীয় সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়েছে।
এর আগে ২০১৪ সালে ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া। বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে দেশটি।
মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সাবেক ট্রাক মেকানিক টিম ফ্রিড ১৮ বছর ধরে নিজ শরীরে কোবরা, মাম্বা, রেটলস্ন্যাকসহ ১৬ প্রজাতির প্রাণঘাতী সাপের বিষ প্রয়োগ করে এক ব্যতিক্রমী রোগ প্রতিরোধক্ষমতা গড়ে তুলেছেন। এর ফলে বিজ্ঞানীরা এখন তৈরি করতে পেরেছেন ইতিহাসের সবচেয়ে বিস্তৃত ও কার্যকর অ্যান্টিভেনম। এটি ভবিষ্
৪ ঘণ্টা আগে২০২০ সালে রাজকীয় দায়িত্ব ত্যাগ করে বিদেশে বসবাস শুরু করার পর হ্যারির নিরাপত্তা কমিয়ে আনা হয়েছিল। তখন থেকেই তিনি যুক্তরাজ্যে তাঁর জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থাকে ‘নিম্ন মানের’ এবং ‘অসম আচরণ’ বলে দাবি করে আসছিলেন। কিন্তু আদালত তাঁর সেই যুক্তি প্রত্যাখ্যান করেছে।
৫ ঘণ্টা আগেগাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘ফ্রিডম ফ্লোটিলা’ জোটের একটি জাহাজ আন্তর্জাতিক পানিসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে। আজ শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, মাল্টার উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল (প্রায় ২৫ কিলোমিটার) দূরে অবস্থান করা ওই জাহাজে দুটি ড্রোন হামলা চালানো হয়।
৬ ঘণ্টা আগেমিয়ানমারের ইয়াঙ্গুনে নয়নাভিরাম ইনয়া লেকের ধারে অবস্থিত নোবেলজয়ী নেত্রী অং সান সু চির ঐতিহাসিক উপনিবেশ আমলের বাসভবনটি। বাড়িটি বিক্রি করার জন্য টানা চতুর্থবারের মতো নিলামে তোলা হলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি।
৭ ঘণ্টা আগে