ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মৃত্যুর আগে ৩৩ বছর বয়সী বান্ধবী মার্টা ফ্যাসিনাকে ১ হাজার ১৮৩ কোটি ২৬ লাখ টাকার (১০ কোটি ইউরো) সম্পদ লিখে দিয়ে গেছেন। বারলুসকোনি গত মাসে মারা গেছেন। ধারণা করা হচ্ছে, তিনবারের প্রধানমন্ত্রী বারলুসকোনির সম্পদের পরিমাণ প্রায় ৬ বিলিয়ন ইউরোর বেশি। খবর দ্য গার্ডিয়ানের।
২০২০ সালের মার্চ থেকে বারলুসকোনির সঙ্গে সম্পর্ক শুরু হয় ফ্যাসিনার। তবে তাঁরা বিয়ে না করলেও বারলুসকোনি মৃত্যুশয্যায় ফ্যাসিনাকে ‘স্ত্রী’ বলে ডেকেছেন।
২০১৮ সালের সাধারণ নির্বাচনের পর থেকে ফ্যাসিনা ইতালির সংসদের নিম্নকক্ষের সদস্য। তিনি রাজনৈতিক দল ফোরজা ইতালিয়ার ডেপুটি। ১৯৪৪ সালে বারলুসকোনি রাজনীতিতে প্রবেশকালে দলটি প্রতিষ্ঠা করেছিলেন।
তবে এখন বারলুসকোনির ব্যবসা তাঁর দুই বড় সন্তান মেরিনা এবং পিয়ের সিলভিও পরিচালনা করবেন। তাঁরা ইতিমধ্যেই ব্যবসার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। তাঁরা ফিনিভেস্ট পরিবারের হোল্ডিংয়ে ৫৩ শতাংশ পাবেন।
এ ছাড়া তিনি ভাই পাওলোর জন্য ১০০ মিলিয়ন ইউরো এবং ৩০ মিলিয়ন ইউরো মার্সেলো দেলউত্রিকে দিয়ে গেছেন। দেলউত্রি ফোরজা ইতালিয়া পার্টির একজন সাবেক সিনেটর। তিনি মাফিয়ার সঙ্গে যুক্ত থাকার দায়ে কারাভোগও করেছেন।
বারলুসকোনি কয়েক দশক ধরে একজন বিলিয়নিয়ার মিডিয়া মোগল, ব্যবসায়ী এবং প্রধানমন্ত্রী হিসেবে ইতালীয় জনজীবনে আধিপত্য বিস্তার করেছেন। তিনি ১২ জুন ৮৬ বছর বয়সে মারা যান। তিনি মৃত্যুর আগে লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে মিলানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
আজ মঙ্গলবার পাঁচ সন্তান ও অন্যান্য সাক্ষীর উপস্থিতিতে তাঁর উইল পাঠ করা হয়। উইলে তিনি লিখেছেন, ‘আমি আমার স্টক মার্কেট সন্তান মেরিনা এবং পিয়ার সিলভিওকে সমান ভাগে ভাগ করে দিচ্ছি। আর মেরিনা ও পিয়ার সিলভিওসহ বারবারা, এলিওনোরা এবং লুইগির কাছে বাকি সব সম্পত্তি সমান ভাগে ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ, তোমাদের সবাইকে, তোমাদের প্রতি বাবার ভালোবাসা রইল।
বারলুসকোনি কর জালিয়াতির জন্য দোষী সাব্যস্ত হওয়ার পরে ছয় বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ হন। এর আগে তিনি ইতালির প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছিলেন। তিনি একবার নিজেকে যিশুর সঙ্গে তুলনা করেছিলেন। তিনি ছিলেন ইতালির সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী কিন্তু কেলেঙ্কারিতে জর্জরিত ছিলেন।
লিউকেমিয়ায় আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকারের একজন সিনেটর এবং অংশীদার হিসেবে শেষ পর্যন্ত রাজনীতিতে সক্রিয় ছিলেন।
তিনি জীবনের বেশির ভাগ সময় নানা অভিযোগ ও আইনি লড়াই করেছেন। তাঁর কুখ্যাত ‘বুঙ্গা বুঙ্গা’ সেক্স পার্টি অল্পবয়সী মেয়েদের অংশ নেওয়ার অভিযোগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে গিয়েছিল।
করোনভাইরাস সংক্রমিত হওয়ার পরে ২০২০ সালের সেপ্টেম্বরে তিনি ১১ দিনের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর ২০২৩ সালের এপ্রিলে তাঁর লিউকেমিয়া এবং ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে।
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মৃত্যুর আগে ৩৩ বছর বয়সী বান্ধবী মার্টা ফ্যাসিনাকে ১ হাজার ১৮৩ কোটি ২৬ লাখ টাকার (১০ কোটি ইউরো) সম্পদ লিখে দিয়ে গেছেন। বারলুসকোনি গত মাসে মারা গেছেন। ধারণা করা হচ্ছে, তিনবারের প্রধানমন্ত্রী বারলুসকোনির সম্পদের পরিমাণ প্রায় ৬ বিলিয়ন ইউরোর বেশি। খবর দ্য গার্ডিয়ানের।
২০২০ সালের মার্চ থেকে বারলুসকোনির সঙ্গে সম্পর্ক শুরু হয় ফ্যাসিনার। তবে তাঁরা বিয়ে না করলেও বারলুসকোনি মৃত্যুশয্যায় ফ্যাসিনাকে ‘স্ত্রী’ বলে ডেকেছেন।
২০১৮ সালের সাধারণ নির্বাচনের পর থেকে ফ্যাসিনা ইতালির সংসদের নিম্নকক্ষের সদস্য। তিনি রাজনৈতিক দল ফোরজা ইতালিয়ার ডেপুটি। ১৯৪৪ সালে বারলুসকোনি রাজনীতিতে প্রবেশকালে দলটি প্রতিষ্ঠা করেছিলেন।
তবে এখন বারলুসকোনির ব্যবসা তাঁর দুই বড় সন্তান মেরিনা এবং পিয়ের সিলভিও পরিচালনা করবেন। তাঁরা ইতিমধ্যেই ব্যবসার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। তাঁরা ফিনিভেস্ট পরিবারের হোল্ডিংয়ে ৫৩ শতাংশ পাবেন।
এ ছাড়া তিনি ভাই পাওলোর জন্য ১০০ মিলিয়ন ইউরো এবং ৩০ মিলিয়ন ইউরো মার্সেলো দেলউত্রিকে দিয়ে গেছেন। দেলউত্রি ফোরজা ইতালিয়া পার্টির একজন সাবেক সিনেটর। তিনি মাফিয়ার সঙ্গে যুক্ত থাকার দায়ে কারাভোগও করেছেন।
বারলুসকোনি কয়েক দশক ধরে একজন বিলিয়নিয়ার মিডিয়া মোগল, ব্যবসায়ী এবং প্রধানমন্ত্রী হিসেবে ইতালীয় জনজীবনে আধিপত্য বিস্তার করেছেন। তিনি ১২ জুন ৮৬ বছর বয়সে মারা যান। তিনি মৃত্যুর আগে লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে মিলানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
আজ মঙ্গলবার পাঁচ সন্তান ও অন্যান্য সাক্ষীর উপস্থিতিতে তাঁর উইল পাঠ করা হয়। উইলে তিনি লিখেছেন, ‘আমি আমার স্টক মার্কেট সন্তান মেরিনা এবং পিয়ার সিলভিওকে সমান ভাগে ভাগ করে দিচ্ছি। আর মেরিনা ও পিয়ার সিলভিওসহ বারবারা, এলিওনোরা এবং লুইগির কাছে বাকি সব সম্পত্তি সমান ভাগে ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ, তোমাদের সবাইকে, তোমাদের প্রতি বাবার ভালোবাসা রইল।
বারলুসকোনি কর জালিয়াতির জন্য দোষী সাব্যস্ত হওয়ার পরে ছয় বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ হন। এর আগে তিনি ইতালির প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছিলেন। তিনি একবার নিজেকে যিশুর সঙ্গে তুলনা করেছিলেন। তিনি ছিলেন ইতালির সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী কিন্তু কেলেঙ্কারিতে জর্জরিত ছিলেন।
লিউকেমিয়ায় আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকারের একজন সিনেটর এবং অংশীদার হিসেবে শেষ পর্যন্ত রাজনীতিতে সক্রিয় ছিলেন।
তিনি জীবনের বেশির ভাগ সময় নানা অভিযোগ ও আইনি লড়াই করেছেন। তাঁর কুখ্যাত ‘বুঙ্গা বুঙ্গা’ সেক্স পার্টি অল্পবয়সী মেয়েদের অংশ নেওয়ার অভিযোগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে গিয়েছিল।
করোনভাইরাস সংক্রমিত হওয়ার পরে ২০২০ সালের সেপ্টেম্বরে তিনি ১১ দিনের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর ২০২৩ সালের এপ্রিলে তাঁর লিউকেমিয়া এবং ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে।
শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ‘আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে ভারত স্বাগত জানাচ্ছে। শান্তির পথে তাঁদের নেতৃত্ব প্রশংসনীয়। তবে সমাধানের একমাত্র পথ হলো সংলাপ ও কূটনীতি। বিশ্ব চায় ইউক্রেন যুদ্ধ
৪০ মিনিট আগেতদন্তকারীরা জানিয়েছেন, পাকিস্তানি এজেন্টরা প্রথমে জ্যোতির সঙ্গে অনলাইনে ঘনিষ্ঠতা বাড়ায়। এভাবেই পাকিস্তান হাইকমিশনে কর্মরত এহসান-উর-রহিম ওরফে দানিশ নামে এক কর্মকর্তার সঙ্গে তাঁর যোগাযোগ হয়। এহসানের সঙ্গে অন্তত দুবার তিনি পাকিস্তানে গিয়েছিলেন।
২ ঘণ্টা আগেদেশভাগ কোনো একক নেতার কাজ ছিল না। তিনটি প্রধান শক্তি একত্রে কাজ করেছে—জিন্নাহ যিনি পাকিস্তানের দাবি তুলেছিলেন, কংগ্রেস যারা অবশেষে বিভাজন মেনে নিয়েছিল এবং লর্ড মাউন্টব্যাটেন যিনি তা বাস্তবায়ন করেছিলেন।
৩ ঘণ্টা আগেইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পে সহায়তা করছে চীন। এমনটাই দাবি করা হয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়োথ আরোনাথের এক প্রতিবেদনে। আর, ইরান-চীনের এই যৌথ উদ্যোগের বিষয়ে উদ্বিগ্ন ইসরায়েল। যদিও ইরান বা চীনের তরফ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি।
৩ ঘণ্টা আগে