Ajker Patrika

ইউক্রেনের সমরাস্ত্র ধ্বংসের হিসাব দিল রাশিয়া

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৮: ৩৪
ইউক্রেনের সমরাস্ত্র ধ্বংসের হিসাব দিল রাশিয়া

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া ‘বিশেষ অভিযান’ চালিয়ে এখন পর্যন্ত রাশিয়ার সেনাবাহিনীর হাতে ইউক্রেনের সেনাবাহিনী যে পরিমাণ সামরিক সরঞ্জাম হারিয়েছে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। এ ছাড়া, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি রেডিও স্টেশন ও ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য কেন্দ্র ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। শনিবার সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিএনএনের প্রতিবেদন অনুসারে—রাশিয়ার সেনাবাহিনীর দাবি, তাঁরা ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি রেডিও স্টেশন ও ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য কেন্দ্র ধ্বংস করেছে।

ইউক্রেনের একটি বিধ্বস্ত আন্তনভ বিমানরাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে—‘রাশিয়ায় উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কৃষ্ণ সাগরের ধারে ওডেসা অঞ্চলের ভেলিকি দালনিক ও ভেলিকোদোলিনস্কোতে সশস্ত্র বাহিনীর রেডিও ও ইলেকট্রনিক গোয়েন্দা কেন্দ্র ধ্বংস করেছে।’ তবে সিএনএন জানিয়েছে, তাঁরা স্বাধীনভাবে রাশিয়ার দাবি যাচাই করতে পারেনি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘স্থানীয় সময় ১৯ মার্চ রাতে রাশিয়ার সেনাবাহিনী মনুষ্যবিহীন ড্রোনের সাহায্যে ইউক্রেনের ৬৯টি কার্যকরী ও কৌশলগত সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।’ 

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালিয়ে এখন পর্যন্ত ১৯৬টি ইউক্রেনীয় ড্রোন, ১৪৩৮টি ট্যাংক এবং অন্যান্য সাঁজোয়া যান, ১৪৫ টিরও বেশি রকেট লঞ্চার, ৫৫৬টি ফিল্ড আর্টিলারি এবং মর্টার, পাশাপাশি ১২৩৭টি বিশেষ ধরনের সামরিক যান ধ্বংস করেছে। 

ইউক্রেনের বিধ্বস্ত একটি ফিল্ড আর্টিলারিএ দিকে, ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের একটি সমরাস্ত্র গুদাম ধ্বংস করতে রাশিয়ার সেনাবাহিনী এই হাইপারসনিক অস্ত্র ব্যবহার করেছে। এই প্রথম ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কোনো হাইপারসনিক অস্ত্রের ব্যবহার করা হলো। রাশিয়ার ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটির নাম ‘কিনজল’। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে—‘রাশিয়া বলেছে—তাঁরা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি সমরাস্ত্র গুদাম ধ্বংস করতে প্রথমবারের মতো নতুন কিনজল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।’ 

ইউক্রেনের বিধ্বস্ত একটি সাঁজোয়া যানশনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেছেন, ‘হাইপারসনিক অ্যারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ “কিনজল অ্যাভিয়েশন মিসাইল সিস্টেম” ইউক্রেনের ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের দেলিয়াতিন গ্রামে ক্ষেপণাস্ত্র এবং বিমানের গোলাবারুদের এক বিশাল ভূগর্ভস্থ গুদাম ধ্বংস করেছে।’ ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলটি ন্যাটোর সদস্য দেশ রোমানিয়ার সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ওডেসা বন্দরের নিকটবর্তী ইউক্রেনের সামরিক স্থাপনা ধ্বংস করতে জাহাজ-বিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ব্যবহার করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত