Ajker Patrika

ইউক্রেন ইস্যুতে বিতর্কিত মন্তব্যের জেরে জার্মান নৌবাহিনীর প্রধানের পদত্যাগ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২: ০৯
ইউক্রেন ইস্যুতে বিতর্কিত মন্তব্যের জেরে জার্মান নৌবাহিনীর প্রধানের পদত্যাগ

ইউক্রেন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগ করেছেন জার্মান নৌবাহিনীর প্রধান কে-আচিম শোয়েনবাখ। আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

স্থানীয় সময় শনিবার কে-আচিম শোয়েনবাখ বলেন, নিজের বক্তব্য নিয়ে ‘আরও ক্ষতি এড়ানোর জন্য’ তিনি পদত্যাগ করেছেন। এটি শিগ্‌গিরই কার্যকর হবে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়া আক্রমণ করবে এমন ধারণাকে ‘ননসেন্স’ বলে মন্তব্য করেছিলেন তিনি। এ ছাড়া তিনি বলেছিলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু সম্মানটুকু চান। তাঁর চাওয়া অনুযায়ী তাঁকে সম্মান দেওয়াটা সহজ এবং এবং সম্ভবত তিনি সেটি পাওয়ার যোগ্যও।’ 

গত শুক্রবার ভারতে এক গবেষণাপ্রতিষ্ঠানে দেওয়া এক বক্তব্যে জার্মান নৌবাহিনীর প্রধান আরও বলেছিলেন, ‘২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রুশ দখলদারিত্বে চলে যাওয়া ক্রিমিয়া উপদ্বীপ (চূড়ান্তভাবে) রাশিয়ার হাতে চলে গেছে এবং আর কখনোই সেটি ইউক্রেনের কাছে ফিরবে না। পশ্চিমাদের উচিত পুতিনকে সমকক্ষ ভাবা।’ 

রাশিয়া ও রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ নিয়ে এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ইউক্রেন পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘সুনিশ্চিতভাবে প্রত্যাখ্যানযোগ্য’ বলে মন্তব্য করে। 

প্রসঙ্গত, ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই সৈন্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যেকোনো মুহূর্তে ইউক্রেনে আক্রমণ চালানোর আশঙ্কা রয়েছে। তবে রাশিয়ার দাবি, তারা ইউক্রেনে আক্রমণ করবে না। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশ ইউক্রেনে অস্ত্র সরবরাহ করলেও জার্মানি ইউক্রেনে অস্ত্র প্রদানের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত