Ajker Patrika

নৌঘাঁটিতে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪০

আপডেট : ২০ মার্চ ২০২২, ১৪: ৩৬
নৌঘাঁটিতে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪০

ইউক্রেনের মাইকোলাইভ শহরের একটি নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৪০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। ইউক্রেন সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস ও কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বলেন, রুশ বাহিনী ৩৬তম ইউক্রেনীয় নৌ পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালিয়েছে।

এর আগে মাইকোলাইভে অন্য একটি সেনা ব্যারাকে গত শুক্রবার রাতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ঘুমন্ত অবস্থায় কমপক্ষে ৫০ সেনা নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপিকে এক সেনা কর্মকর্তা বলেন, ‘প্রায় ২০০ সেনাসদস্য ওই সেনা ব্যারাকে ঘুমাচ্ছিল। এখন পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনা ঘাঁটির কাছেই হওয়া পৃথক একটি হামলায় ৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তাঁরা সবাই একটি দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন। 

এদিকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা প্রেস এম্বলেম ক্যাম্পেইন (পিইসি) জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সময় ছয় সাংবাদিক নিহত ও আটজন আহত হয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত