Ajker Patrika

বাইডেনের সঙ্গে আলোচনার প্রয়োজন দেখছেন না পুতিন

বাইডেনের সঙ্গে আলোচনার প্রয়োজন দেখছেন না পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন দেখছেন না। মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ক্রমাগত শীতল হতে থাকার পরিপ্রেক্ষিতে বাইডেনের সঙ্গে বৈঠকের কোনো সম্ভাবনা রয়েছে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে পুতিন এই মন্তব্য করেন।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেনের সঙ্গে বৈঠকের কোনো সম্ভাবনার বিষয়ে সাংবাদিকদের দিকে ইঙ্গিত করে পুতিন বলেন, ‘আমাদের মনে হয় তাঁকেই জিজ্ঞাসা কার উচিত যে—তিনি আমার সঙ্গে আলোচনা করতে চান কি না। তবে সত্যি বলতে, আমি তাঁর সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন দেখছি না।’

কাজাখস্তানের রাজধানী আস্তানায় এশীয় দেশগুলোর সরকারের মধ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত প্ল্যাটফর্ম কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স–বিল্ডিং মেজারস ইন এশিয়ার (সিআইসিএ) সম্মেলনের এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুতিন। এ সময় তিনি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি–২০ সম্মেলনে অংশগ্রহণের বিষয়েও কথা বলেন। তিনি জানান, বালি সম্মেলনে তাঁর অংশগ্রহণের বিষয়টি এখনো নির্ধারিত হয়নি। 

বালি সম্মেলনের দিকে ইঙ্গিত করে পুতিন বলেন, ‘সেখানে আমার অংশগ্রহণের বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। তবে রাশিয় অবশ্যই অংশগ্রহণ করবে। আমরা এখনো সম্মেলনের কাঠামো অনুসারে আমাদের অংশগ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা করছি।’ 

উল্লেখ্য, এর গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জানিয়েছিলেন—রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছাই তাঁর নেই। তবে তিনি সম্ভাব্য আলোচনার বিষয়টি একেবারে উড়িয়ে দেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত