ইউক্রেনে রুশ সামরিক অভিযানে এ পর্যন্ত সাড়ে ৮ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১১ এপ্রিল) নিহতের এই সংখ্যা প্রকাশ করে সংস্থাটি।
জাতিসংঘের হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের কার্যালয় (ওএইচসিএইচআর) বলছে, ইউক্রেনে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৯ এপ্রিল পর্যন্ত ৮ হাজার ৪৯০ জন নিহত হয়েছে। আর ১৪ হাজার ২৪৪ জন আহত হয়েছে বলে তাদের কাছে রেকর্ড রয়েছে।
তবে হতাহতের সংখ্যা আরও বেশি বলে মনে করছে ওএইচসিএইচআর। কারণ যুদ্ধক্ষেত্রে প্রবেশাধিকার সীমিত। কাজেই অনেক এলাকার হতাহতের সংখ্যা হিসাব করা সম্ভব হয়নি।
এক বিবৃতিতে ওএইচসিএইচআর জানায়, হতাহতের এই সংখ্যা বেশি হতে পারে। কেননা, যুদ্ধ চলছে এমন কিছু স্থান থেকে তথ্য পেতে দেরি হয়েছে এবং কিছু তথ্য এখনো পাওয়া যায়নি।
নিহতের বেশির ভাগই ইউক্রেন সরকার নিয়ন্ত্রিত অঞ্চলের। এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলেরই ৩ হাজার ৯২৭ জন।
এদিকে পূর্বাঞ্চলীয় বাখমুত দখলে কঠিন লড়াই চলছে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে। বাখমুতের অভ্যন্তরে দুই দেশের সেনারা একে অপরের এতটাই কাছাকাছি যে পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন ইউক্রেনীয় পূর্বাঞ্চলীয় সশস্ত্র বাহিনীর সদস্য সেরহি চেরেভাতি।
ইউক্রেনের জাতীয় টেলিভিশনে গত রোববার বাখমুতের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শত্রুর খুবই কাছাকাছি থাকার কারণে পরিস্থিতি অনেক জটিল। তবে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের পথ এখনো খোলা আছে। ইউক্রেনীয় বাহিনী নিজেদের অবস্থান ধরে রেখেছে বলে জানান তিনি। অন্যদিকে বাখমুতের অধিকাংশ দখলে নেওয়ার দাবি করছে রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার।
ইউক্রেনে রুশ সামরিক অভিযানে এ পর্যন্ত সাড়ে ৮ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১১ এপ্রিল) নিহতের এই সংখ্যা প্রকাশ করে সংস্থাটি।
জাতিসংঘের হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের কার্যালয় (ওএইচসিএইচআর) বলছে, ইউক্রেনে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৯ এপ্রিল পর্যন্ত ৮ হাজার ৪৯০ জন নিহত হয়েছে। আর ১৪ হাজার ২৪৪ জন আহত হয়েছে বলে তাদের কাছে রেকর্ড রয়েছে।
তবে হতাহতের সংখ্যা আরও বেশি বলে মনে করছে ওএইচসিএইচআর। কারণ যুদ্ধক্ষেত্রে প্রবেশাধিকার সীমিত। কাজেই অনেক এলাকার হতাহতের সংখ্যা হিসাব করা সম্ভব হয়নি।
এক বিবৃতিতে ওএইচসিএইচআর জানায়, হতাহতের এই সংখ্যা বেশি হতে পারে। কেননা, যুদ্ধ চলছে এমন কিছু স্থান থেকে তথ্য পেতে দেরি হয়েছে এবং কিছু তথ্য এখনো পাওয়া যায়নি।
নিহতের বেশির ভাগই ইউক্রেন সরকার নিয়ন্ত্রিত অঞ্চলের। এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলেরই ৩ হাজার ৯২৭ জন।
এদিকে পূর্বাঞ্চলীয় বাখমুত দখলে কঠিন লড়াই চলছে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে। বাখমুতের অভ্যন্তরে দুই দেশের সেনারা একে অপরের এতটাই কাছাকাছি যে পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন ইউক্রেনীয় পূর্বাঞ্চলীয় সশস্ত্র বাহিনীর সদস্য সেরহি চেরেভাতি।
ইউক্রেনের জাতীয় টেলিভিশনে গত রোববার বাখমুতের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শত্রুর খুবই কাছাকাছি থাকার কারণে পরিস্থিতি অনেক জটিল। তবে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের পথ এখনো খোলা আছে। ইউক্রেনীয় বাহিনী নিজেদের অবস্থান ধরে রেখেছে বলে জানান তিনি। অন্যদিকে বাখমুতের অধিকাংশ দখলে নেওয়ার দাবি করছে রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার।
ফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত ছিটমহল গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের চলমান হামলায় প্রায় ৬২ হাজার মানুষ নিহত হয়েছে। গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটিতে অন্তত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
৯ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুদ্ধ শেষ হবে ইউক্রেনের ভূখণ্ড অদলবদল আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে।
২৮ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপরই এখন যুদ্ধবিরতি আলোচনার দায়িত্ব বর্তেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে তিনি জানান, শিগগিরই জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক আয়োজন করা হবে।
৩৭ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চান, ভবিষ্যতে ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি নিয়ে আলোচনার জন্য তাঁদের সম্ভাব্য বৈঠকে তিনি উপস্থিত থাকুন।
১ ঘণ্টা আগে