Ajker Patrika

ন্যাটোকে পুতিনের নতুন হুঁশিয়ারি 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০: ৩৯
ন্যাটোকে পুতিনের নতুন হুঁশিয়ারি 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেয়, তাহলে ন্যাটো সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

রাশিয়ার প্রেসিডেন্ট দাবি করেছেন, ইউক্রেনে পশ্চিমা ক্ষেপণাস্ত্র কর্মসূচি যদি ন্যাটোর সামরিক কর্মীদের মাধ্যমে করা হয়, তবে জোটটি সরাসরি ক্রেমলিনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়বে। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কথা বলার সময় এই হুঁশিয়ারি দেন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরেই পশ্চিমা ক্ষেপণাস্ত্র বিশেষ করে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি চেয়ে আসছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, সম্ভবত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউক্রেনকে এই অনুমতি দিয়েছে। এই খবর প্রকাশের পরই রাশিয়ার প্রেসিডেন্ট এই সতর্কবার্তা উচ্চারণ করলেন। 

পুতিন বলেন, ‘এর অর্থ হলো (পশ্চিমারা যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা অনুমতি দেয়) ন্যাটো দেশগুলো, ইউরোপীয় দেশগুলো রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ জড়িয়ে পড়বে।’ তিনি বলেন, ‘যদি তাই হয়, তবে সংঘাতের ধরনের পরিবর্তন বিবেচনায় নিয়ে আমরা যে হুঁশিয়ারির মুখোমুখি হব তার ভিত্তিতে উপযুক্ত সিদ্ধান্ত নেব।’ 

ব্রিটেন ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। যেগুলোর পাল্লা প্রায় ১৫৫ মাইল। ইউক্রেন এখন পর্যন্ত যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছে স্টর্ম শ্যাডোর পাল্লা তার প্রায় তিন গুণ। কিন্তু রাশিয়ার অভ্যন্তরে মূল লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালানোর জন্য সেগুলো ব্যবহার করতে পারে না। এ ছাড়া, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এটিএসিএমএসের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে, যার প্রায় ১৯০ মাইল দূর পর্যন্ত হামলা চালাতে পারে। তবে পশ্চিমা বিশ্ব এসব ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিলে মস্কো প্রতিক্রিয়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কায় এখনো অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে পশ্চিমারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত