স্পেনের দক্ষিণের অঞ্চল কাদিজে আটলান্টিক মহাসাগরের সমুদ্র সৈকতের কাছে গত নভেম্বরে ইচ্ছাকৃতভাবে একটি স্পিডবোট থেকে ফেলে দেওয়া হয়েছিল পাঁচ অভিবাসনপ্রত্যাশীকে। এতে মৃত্যু ঘটে পাঁচজনেরই। এ ঘটনায় স্পেনের পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
আজ সোমবার স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কাদিজের প্রায় ৭০ কিলোমিটার (৪৪ মাইল) দক্ষিণ-পূর্বে আলজেসিরাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুই পুরুষ এবং একজন নারীকে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, অনেক অভিবাসনপ্রত্যাশী সাঁতার কাটতে পারে না জেনেও ছুরির মুখে প্রবল স্রোতের মধ্যে স্পিডবোট থেকে তাদের ঝাঁপ দিতে বাধ্য করেছিল এই তিনজন।
এই তিনজন অপরাধমূলক সংগঠন চালানো, বিদেশি নাগরিকদের আঘাত এবং চোরাচালানের সঙ্গে জড়িত বলেও সন্দেহ করা হচ্ছে।
গত বছরের নভেম্বরে সামাজিক প্ল্যাটফর্মে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে যে, একটি কালো স্পিডবোট সমুদ্রে প্রবল জোয়ারের মধ্যে ঘুরছে এবং স্পিডবোটে থাকা লোকেরা অন্যদের একপাশে ঠেলে দিচ্ছে। স্থানীয় পুলিশ নৌকাটি খুঁজে বের করে গ্রেপ্তার করেছিল।
পুলিশ তখন জানায়, স্পিডবোটটিতে কমপক্ষে ৩৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন যারা মরক্কোর কেনিট্রা থেকে কাদিজে যাত্রার জন্য ৩ হাজার থেকে ১২ হাজার ইউরো প্রদান করেছিলেন।
মরক্কোর কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও আটলান্টিক উপকূলে রুক্ষ সমুদ্র এবং কাছাকাছি জিব্রাল্টার প্রণালির চারপাশে নজরদারির কারণে কাদিজ এলাকাটি অভিবাসনপ্রত্যাশীদের জন্য সুপরিচিত কোনো গন্তব্য নয়।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ বছরের প্রথম দুই মাসে নৌকায় করে স্পেনে আসা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা গত বছরের একই সময়ের চেয়ে চারগুণ বেড়ে ১৩,৪৮৫ হয়েছে।
মানবাধিকার গোষ্ঠী ওয়াকিং বর্ডারস বলেছে যে,২০২৩ সালে স্পেনে পৌঁছানোর চেষ্টায় ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার সময় ৬,৬১৮ জন প্রাণ হারিয়েছিলেন।
স্পেনের দক্ষিণের অঞ্চল কাদিজে আটলান্টিক মহাসাগরের সমুদ্র সৈকতের কাছে গত নভেম্বরে ইচ্ছাকৃতভাবে একটি স্পিডবোট থেকে ফেলে দেওয়া হয়েছিল পাঁচ অভিবাসনপ্রত্যাশীকে। এতে মৃত্যু ঘটে পাঁচজনেরই। এ ঘটনায় স্পেনের পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
আজ সোমবার স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কাদিজের প্রায় ৭০ কিলোমিটার (৪৪ মাইল) দক্ষিণ-পূর্বে আলজেসিরাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুই পুরুষ এবং একজন নারীকে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, অনেক অভিবাসনপ্রত্যাশী সাঁতার কাটতে পারে না জেনেও ছুরির মুখে প্রবল স্রোতের মধ্যে স্পিডবোট থেকে তাদের ঝাঁপ দিতে বাধ্য করেছিল এই তিনজন।
এই তিনজন অপরাধমূলক সংগঠন চালানো, বিদেশি নাগরিকদের আঘাত এবং চোরাচালানের সঙ্গে জড়িত বলেও সন্দেহ করা হচ্ছে।
গত বছরের নভেম্বরে সামাজিক প্ল্যাটফর্মে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে যে, একটি কালো স্পিডবোট সমুদ্রে প্রবল জোয়ারের মধ্যে ঘুরছে এবং স্পিডবোটে থাকা লোকেরা অন্যদের একপাশে ঠেলে দিচ্ছে। স্থানীয় পুলিশ নৌকাটি খুঁজে বের করে গ্রেপ্তার করেছিল।
পুলিশ তখন জানায়, স্পিডবোটটিতে কমপক্ষে ৩৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন যারা মরক্কোর কেনিট্রা থেকে কাদিজে যাত্রার জন্য ৩ হাজার থেকে ১২ হাজার ইউরো প্রদান করেছিলেন।
মরক্কোর কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও আটলান্টিক উপকূলে রুক্ষ সমুদ্র এবং কাছাকাছি জিব্রাল্টার প্রণালির চারপাশে নজরদারির কারণে কাদিজ এলাকাটি অভিবাসনপ্রত্যাশীদের জন্য সুপরিচিত কোনো গন্তব্য নয়।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ বছরের প্রথম দুই মাসে নৌকায় করে স্পেনে আসা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা গত বছরের একই সময়ের চেয়ে চারগুণ বেড়ে ১৩,৪৮৫ হয়েছে।
মানবাধিকার গোষ্ঠী ওয়াকিং বর্ডারস বলেছে যে,২০২৩ সালে স্পেনে পৌঁছানোর চেষ্টায় ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার সময় ৬,৬১৮ জন প্রাণ হারিয়েছিলেন।
জম্মু–কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের কূটনৈতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় আকাশসীমা বন্ধ করে করে দিয়েছে পাকিস্তান। আগামী ২৩ মে পর্যন্ত এটি বহাল থাকার সম্ভাবনা রয়েছে। তবে, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
১ ঘণ্টা আগেগত ২৪ এপ্রিল রাত থেকে, ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কয়েক ঘণ্টা পরেই, পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মীরের এলওসির বিভিন্ন স্থানে বিনা উসকানিতে গুলি চালাচ্ছে বলে অভিযোগ ভারতীয় নিরাপত্তা বাহিনীর।
১ ঘণ্টা আগেউপত্যকার বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। কুদ্স নিউজ নেটওয়ার্ক আজ সকালে জানিয়েছে, মধ্য গাজার বুরেজি শরণার্থী শিবিরে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের অন্তত ৫ জন। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
১৪ ঘণ্টা আগে