Ajker Patrika

ইউক্রেনে ন্যাটোর সামরিক সহায়তা হামলার বৈধ টার্গেট: রাশিয়া

আপডেট : ০৪ মে ২০২২, ১৭: ৫৮
ইউক্রেনে ন্যাটোর সামরিক সহায়তা হামলার বৈধ টার্গেট: রাশিয়া

ইউক্রেনে ন্যাটোভুক্ত দেশগুলোর সামরিক সহায়তা পাঠানোর বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। বলেছে, ইউক্রেনে ন্যাটোর যেকোনো সামরিক সহায়তাকে হামলার বৈধ টার্গেট হিসেবে বিবেচনা করবে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সের্গেই শোইগু বলেছেন, ‘আমরা ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য অস্ত্র বা সরঞ্জাম বহন করে ইউক্রেনে আগত ন্যাটোর চালানকে হামলার একটি বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করব।’ 

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ন্যাটো তার মিত্রদেশগুলো ‘ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে উসকে দিচ্ছে’—এমন অভিযোগে তুলেছেন। 

এদিকে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর পর থেকেই যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশ রাশিয়ার বিরুদ্ধে নানা ধরনের অবরোধ-নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি নানা ধরনের অস্ত্র সহায়তাসহ আর্থিক সহায়তাও দিয়ে যাচ্ছে। 

সম্প্রতি, যুক্তরাজ্য বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম, রাডার সিস্টেম, জিপিএস জ্যামার এবং নাইট ভিশন ডিভাইসসহ ৩৭৬ মিলিয়ন ডলার সমমূল্যের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 

এদিকে, রাশিয়ার তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এই পরিকল্পনায় গ্যাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্যাকেজের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা শেষ করে এনেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত