৫০ শতাংশ মানুষ টিকা নিলে শিথিল হতে পারে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের লকডাউন। আজ মঙ্গলবার নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।
নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল একটি রাজ্য। এই রাজ্যেই অবস্থিত সিডনি শহর। যেখানে বাস করেন প্রায় ৫০ লাখ মানুষ। বিশ্লেষকেরা বলছেন, নিউ সাউথ ওয়েলস রাজ্যের লকডাউন শিথিল হলে সেটি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকারের জন্য ইতিবাচক হবে,। কারণ অস্ট্রেলিয়ার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম ধীর গতির হওয়ায় বিতর্কিত হয়েছে স্কট মরিসনের সরকার।
জানা গেছে, অস্ট্রেলিয়ার অর্থনীতিতে নিউ সাউথ ওয়েলস প্রায় ১ দশমিক ৪৭ ট্রিলিয়ন ডলার অবদান রাখে। তবে ডেলটা ভ্যারিয়েন্টের কারণে সম্প্রতি রাজ্যটিতে করোনার সংক্রমণ বেড়েছে। গত একদিনে নতুন করে ১৯৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত সপ্তাহে এই রাজ্যে ২৩৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। যা গত ১৬ মাসের মধ্যে ছিল সর্বোচ্চ।
নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান সাংবাদিকদের বলেছেন, ৬০ লাখ ভ্যাকসিন দিয়ে অর্ধেক জনসংখ্যাকে কমপক্ষে একটি অথবা দুই ডোজ ভ্যাকসিন দেওয়া যাবে।
নিউ সাউথ ওয়েলসে কত মানুষ এখন পর্যন্ত টিকা পেয়েছেন তা বেরেজিক্লিয়ান জানাননি। কিন্তু তিনি জানিয়েছেন, টিকার লক্ষ্য পূরণের পথে রয়েছে রাজ্যটি।
বিশ্বের অন্যান্য দেশের অস্ট্রেলিয়ায় কম করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় মৃত্যুও বিশ্বের অন্যান্য দেশের চেয়ে কম।
অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ৩৪ হাজার ৫০০ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯২৫ জন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, এই বছরের শেষ দিকে ৭০ শতাংশ অস্ট্রেলিয়ার মানুষ টিকা পাবে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের আটটি কাউন্সিলের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে প্রশাসন। ২৫ জুন মধ্যরাত থেকে শুরু হওয়া লকডাউন আগামী ২৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ।
৫০ শতাংশ মানুষ টিকা নিলে শিথিল হতে পারে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের লকডাউন। আজ মঙ্গলবার নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।
নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল একটি রাজ্য। এই রাজ্যেই অবস্থিত সিডনি শহর। যেখানে বাস করেন প্রায় ৫০ লাখ মানুষ। বিশ্লেষকেরা বলছেন, নিউ সাউথ ওয়েলস রাজ্যের লকডাউন শিথিল হলে সেটি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকারের জন্য ইতিবাচক হবে,। কারণ অস্ট্রেলিয়ার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম ধীর গতির হওয়ায় বিতর্কিত হয়েছে স্কট মরিসনের সরকার।
জানা গেছে, অস্ট্রেলিয়ার অর্থনীতিতে নিউ সাউথ ওয়েলস প্রায় ১ দশমিক ৪৭ ট্রিলিয়ন ডলার অবদান রাখে। তবে ডেলটা ভ্যারিয়েন্টের কারণে সম্প্রতি রাজ্যটিতে করোনার সংক্রমণ বেড়েছে। গত একদিনে নতুন করে ১৯৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত সপ্তাহে এই রাজ্যে ২৩৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। যা গত ১৬ মাসের মধ্যে ছিল সর্বোচ্চ।
নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান সাংবাদিকদের বলেছেন, ৬০ লাখ ভ্যাকসিন দিয়ে অর্ধেক জনসংখ্যাকে কমপক্ষে একটি অথবা দুই ডোজ ভ্যাকসিন দেওয়া যাবে।
নিউ সাউথ ওয়েলসে কত মানুষ এখন পর্যন্ত টিকা পেয়েছেন তা বেরেজিক্লিয়ান জানাননি। কিন্তু তিনি জানিয়েছেন, টিকার লক্ষ্য পূরণের পথে রয়েছে রাজ্যটি।
বিশ্বের অন্যান্য দেশের অস্ট্রেলিয়ায় কম করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় মৃত্যুও বিশ্বের অন্যান্য দেশের চেয়ে কম।
অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ৩৪ হাজার ৫০০ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯২৫ জন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, এই বছরের শেষ দিকে ৭০ শতাংশ অস্ট্রেলিয়ার মানুষ টিকা পাবে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের আটটি কাউন্সিলের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে প্রশাসন। ২৫ জুন মধ্যরাত থেকে শুরু হওয়া লকডাউন আগামী ২৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ।
পাকিস্তানের স্বাধীনতা দিবসে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ ও হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় আগ্রহী। বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ খনিজ ও হাইড্রোকার্বনসহ নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো খুঁজে দেখতে...
১ মিনিট আগেকোকা-কোলা তাদের জনপ্রিয় কোমল পানীয় ‘অ্যাপলটাইজার’ বাজার থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, বিপজ্জনক মাত্রার রাসায়নিক উপাদান থাকার আশঙ্কায় এমন নির্দেশনা দিয়েছে কোকা-কোলা। এ ছাড়া যুক্তরাজ্য ও ইউরোপের ক্রেতাদের এই পণ্য না খাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
১১ মিনিট আগেবিদেশি কোম্পানিগুলোকে বিরল খনিজ মজুত না করার নির্দেশ দিয়েছে চীন। বৈশ্বিক প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ এ খনিজের সরবরাহে প্রভাব বজায় রাখতে এবং সম্ভাব্য রপ্তানি সীমাবদ্ধতার মধ্যে বিদেশে মজুত রোধ করতে এ পদক্ষেপ নিয়েছে বেইজিং।
১ ঘণ্টা আগেভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধিসৌধ চত্বরে একটি গম্বুজ ধসে পড়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে অনেকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়।
২ ঘণ্টা আগে