Ajker Patrika

ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার দেওয়া ক্ষেপণাস্ত্র ছুড়ছে রাশিয়া, যুক্তরাষ্ট্রের দাবি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৬: ৫১
ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার দেওয়া ক্ষেপণাস্ত্র ছুড়ছে রাশিয়া, যুক্তরাষ্ট্রের দাবি

উত্তর কোরিয়া থেকে প্রাপ্ত স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএম) ইউক্রেনে ছুড়ছে রাশিয়া। গতকাল বৃহস্পতিবার গোপন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এ দাবি করেছে হোয়াইট হাউস।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর বলা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি গতকাল সাংবাদিকদের বলেন, জাতিসংঘে নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টি উত্থাপন করবে যুক্তরাষ্ট্র। কিরবি রাশিয়ার কাছে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহকে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করে বলেছেন, অস্ত্র চুক্তিতে সহায়তাকারীদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র আরও নিষেধাজ্ঞা আরোপ করবে।

মস্কো এবং পিয়ংইয়ং উভয়ই যুক্তরাষ্ট্রের দাবি করা এই অস্ত্র চুক্তি করার কথা অস্বীকার করেছে। তবে গত বছর রাশিয়া এবং উত্তর কোরিয়া সামরিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছিল। গত নভেম্বরে উত্তর কোরিয়া একটি অস্ত্র চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে এসআরবিএম সরবরাহ করেছে। ট্যাংকবিধ্বংসী, বায়ুবিরোধী ক্ষেপণাস্ত্র, মর্টার শেল, কামান ও রাইফেলও তখন সরবরাহ করা হয়।

উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম ব্যবহার করে জন কিরবি বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে তা ইঙ্গিত করে, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া সম্প্রতি রাশিয়াকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহ করেছে।’

তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর রুশ বাহিনী উত্তর কোরিয়ার দেওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্তত একটি ইউক্রেনে উৎক্ষেপণ করেছে। তারপর গত মঙ্গলবার ভারী আক্রমণের অংশ হিসেবে রাশিয়া উত্তর কোরিয়ার দেওয়া একাধিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ছুড়েছে।

প্রায় দুই বছর আগে শুরু হওয়া যুদ্ধে সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণের মাত্রা বাড়িয়েছে রাশিয়া। কিয়েভ গত মঙ্গলবার বলেছে, রাশিয়া গত শুক্রবার থেকে ইউক্রেনের শহরগুলোয় ৩০০টিরও বেশি ড্রোন এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

জন কিরবি আরও বলেন, চলমান যুদ্ধে সামরিক সহায়তা নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়াতে মার্কিন কংগ্রেসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বর্তমান প্রেক্ষাপটে আশা করা হচ্ছে, সহায়তা প্রস্তাব দ্রুত পাস করাতে হবে। রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ অগ্রাধিকার তালিকায় ছিল বলে মন্তব্য করেছেন জন কিরবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত