ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ রোববার এই দাবি করেছে। তাদের দাবি অনুসারে, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের উমানস্কয়ে নামের একটি গ্রাম রুশ সেনারা দখল করে নিয়েছেন। এ ছাড়া চলতি বছরে, এখন পর্যন্ত পাঁচ মাসে সব মিলিয়ে রাশিয়া প্রায় ৯০০ কিলোমিটার দখলের দাবি করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পপুলার রিপাবলিক অব দোনেৎস্কের উমানস্কয়ে নামের একটি গ্রাম দখল করে নিয়েছেন রাশিয়ার সেনারা। তবে এই গ্রামটিতে খুব কম মানুষই বসবাস করত।
রাশিয়া ২০২২ সালে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেনে হামলা চালানোর আগ পর্যন্ত এই গ্রামটিতে মাত্র ১৮০ জন মানুষ বসবাস করত। উমানস্কয়ে গ্রামটি রাশিয়ার দখলে থাকা দোনেৎস্কের সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।
রাশিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ এর আগে, গত শুক্রবার বলেছেন—রাশিয়া ইউক্রেনে সব দিক থেকেই কৌশলগত অগ্রগতি অর্জন করেছে। এ সময় তিনি বলেন, চলতি বছরই রুশ সেনারা ইউক্রেনে নতুন করে ৮৮০ বর্গ কিলোমিটার দখল করেছেন।
এদিকে, রাশিয়ার এক শীর্ষ জেনারেল সতর্ক করে বলেছেন, তাঁর দেশে পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ন্যাটো দেশগুলো। রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) প্রথম উপপ্রধান ও দেশটির বর্ডার গার্ড সার্ভিসের প্রধান জেনারেল ভ্লাদিমির কুলিশভ গত সপ্তাহে রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে এ সতর্কবার্তা উচ্চারণ করেছেন।
রাশিয়ার বর্ডার গার্ড সার্ভিস ও এফএসবি সীমান্ত এলাকায় ন্যাটোর গোয়েন্দা কার্যক্রমের বাড়বাড়ন্ত হওয়ার প্রমাণ পেয়েছে উল্লেখ করে জেনারেল কুলিশভ বলেন, ‘রুশ সীমান্তের কাছাকাছি ন্যাটোর গোয়েন্দা তৎপরতা বাড়ছে। জোটের বাহিনী সামরিক প্রশিক্ষণ জোরদার করছে—যাতে তারা আমাদের ভূখণ্ডে পারমাণবিক হামলাসহ রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে সামরিক পটভূমি তৈরি করতে পারে।’
জেনারেল কুলিশভ আরও বলেন, ‘এই অবস্থায় আমাদের সীমান্ত সুরক্ষিত করতে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বাধ্য করেছে।’ এ সময় তিনি জানান, রাশিয়ার বর্ডার গার্ড সার্ভিস ব্রায়ানস্ক, কুরস্ক, বেলগরদ অঞ্চল ও ক্রিমিয়ায় ইউক্রেনীয় নাশকতাকারীদের প্রবেশে বাধা দেওয়ার মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে।
রাশিয়ার এই জেনারেল জানান, ২০২৩ সালে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ও চরমপন্থী সংগঠন এবং ইউক্রেনের বিশেষ গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনী সদস্যরা রাশিয়ায় সাড়ে পাঁচ হাজার বার অনুপ্রবেশের প্রচেষ্টা চালিয়েছিল। যা রাশিয়ার গোয়েন্দা ও বর্ডার গার্ড সার্ভিস ঠেকিয়ে দিয়েছে।
ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ রোববার এই দাবি করেছে। তাদের দাবি অনুসারে, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের উমানস্কয়ে নামের একটি গ্রাম রুশ সেনারা দখল করে নিয়েছেন। এ ছাড়া চলতি বছরে, এখন পর্যন্ত পাঁচ মাসে সব মিলিয়ে রাশিয়া প্রায় ৯০০ কিলোমিটার দখলের দাবি করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পপুলার রিপাবলিক অব দোনেৎস্কের উমানস্কয়ে নামের একটি গ্রাম দখল করে নিয়েছেন রাশিয়ার সেনারা। তবে এই গ্রামটিতে খুব কম মানুষই বসবাস করত।
রাশিয়া ২০২২ সালে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেনে হামলা চালানোর আগ পর্যন্ত এই গ্রামটিতে মাত্র ১৮০ জন মানুষ বসবাস করত। উমানস্কয়ে গ্রামটি রাশিয়ার দখলে থাকা দোনেৎস্কের সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।
রাশিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ এর আগে, গত শুক্রবার বলেছেন—রাশিয়া ইউক্রেনে সব দিক থেকেই কৌশলগত অগ্রগতি অর্জন করেছে। এ সময় তিনি বলেন, চলতি বছরই রুশ সেনারা ইউক্রেনে নতুন করে ৮৮০ বর্গ কিলোমিটার দখল করেছেন।
এদিকে, রাশিয়ার এক শীর্ষ জেনারেল সতর্ক করে বলেছেন, তাঁর দেশে পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ন্যাটো দেশগুলো। রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) প্রথম উপপ্রধান ও দেশটির বর্ডার গার্ড সার্ভিসের প্রধান জেনারেল ভ্লাদিমির কুলিশভ গত সপ্তাহে রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে এ সতর্কবার্তা উচ্চারণ করেছেন।
রাশিয়ার বর্ডার গার্ড সার্ভিস ও এফএসবি সীমান্ত এলাকায় ন্যাটোর গোয়েন্দা কার্যক্রমের বাড়বাড়ন্ত হওয়ার প্রমাণ পেয়েছে উল্লেখ করে জেনারেল কুলিশভ বলেন, ‘রুশ সীমান্তের কাছাকাছি ন্যাটোর গোয়েন্দা তৎপরতা বাড়ছে। জোটের বাহিনী সামরিক প্রশিক্ষণ জোরদার করছে—যাতে তারা আমাদের ভূখণ্ডে পারমাণবিক হামলাসহ রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে সামরিক পটভূমি তৈরি করতে পারে।’
জেনারেল কুলিশভ আরও বলেন, ‘এই অবস্থায় আমাদের সীমান্ত সুরক্ষিত করতে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বাধ্য করেছে।’ এ সময় তিনি জানান, রাশিয়ার বর্ডার গার্ড সার্ভিস ব্রায়ানস্ক, কুরস্ক, বেলগরদ অঞ্চল ও ক্রিমিয়ায় ইউক্রেনীয় নাশকতাকারীদের প্রবেশে বাধা দেওয়ার মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে।
রাশিয়ার এই জেনারেল জানান, ২০২৩ সালে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ও চরমপন্থী সংগঠন এবং ইউক্রেনের বিশেষ গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনী সদস্যরা রাশিয়ায় সাড়ে পাঁচ হাজার বার অনুপ্রবেশের প্রচেষ্টা চালিয়েছিল। যা রাশিয়ার গোয়েন্দা ও বর্ডার গার্ড সার্ভিস ঠেকিয়ে দিয়েছে।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৩ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৩ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে