Ajker Patrika

অন্তর্বাস পরে দাঁড়াতে বাধ্য করল কুয়েত এয়ারওয়েজের নিয়োগকারী সংস্থা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ২২: ১০
অন্তর্বাস পরে দাঁড়াতে বাধ্য করল কুয়েত এয়ারওয়েজের নিয়োগকারী সংস্থা

স্পেনের মাদ্রিদ বিমানবন্দরের কাছে মেলিয়া বারাজাস হোটেলে গত ৫ নভেম্বর কুয়েত এয়ারওয়েজের বিমানবালার পদে নিয়োগের জন্য সাক্ষাৎকার নেয় এয়ারলাইন রিক্রুটমেন্ট এজেন্সি মেকটি। অভিযোগ উঠেছে, সাক্ষাৎকারে তরুণীদের পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে দাঁড়াতে বাধ্য করেছে নিয়োগকারী সংস্থাটি।

ভুক্তভোগীদের বরাতে এ-সংক্রান্ত একটি খবর ২ জানুয়ারি প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এলদায়েরিও। 

শুধু যে তরুণীদের পোশাক খুলতে বাধ্য করা হয়েছে এমনটিই নয়, চাকরি পাওয়ার কয়েক ধাপ ঠিকঠাক অতিক্রম করার পরেও শুধু গায়ের রং কালো বলে এক তরুণীকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ওই তরুণীর দাবি, তাঁকে হোয়াটসঅ্যাপে জানানো হয়েছে, ‘দুঃখিত, কুয়েত এয়ারওয়েজ কালো চামড়ার কর্মী নিয়োগ করবে না।’ 

ভুক্তভোগী তরুণীরা জানান, বিমানবালার চাকরির সাক্ষাৎকার দিতে প্রথম যে তরুণী ওই কক্ষে ঢুকেছিলেন, কাঁদতে কাঁদতে বেরিয়ে তিনি বলেন, ‘অন্তর্বাস ছাড়া সব কাপড় খুলতে বাধ্য করা হয়েছিল। আরেকজনও বলেছেন একই কথা।’ 

সাক্ষাৎকার শেষে অনেকেই কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন বিয়াঙ্কা নামের ২৩ বছর বয়সী এক চাকরিপ্রার্থী। বিয়াঙ্কা বলেন, ‘একজন নারী আমার মুখ হাঁ করে দাঁত পরীক্ষা করেছেন। তখন নিজেকে কুকুরের মতো মনে হয়েছিল। দাঁত পরীক্ষার জন্য তিনি তাঁর চোখ প্রায় আমার মুখের ওপর রেখেছিলেন। আমি খুব অপমানিত বোধ করেছি।’ 

পরীক্ষা-নিরীক্ষা শেষে যাঁদের ওজন বেশি, যাঁরা চশমা পরেন, যাঁদের তিল বা দৃশ্যমান দাগ ছিল, তাঁদের তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হয়। সাক্ষাৎকারগ্রহীতারা আপত্তিকর মন্তব্যও করেছেন। ‘আপনার হাসি পছন্দ হয়নি’, ‘আপনার শরীর রোলার কোস্টারের মতো’, ‘বেশি খেতে বললে, বেশি খাবেন কি?’—এ ধরনের নানা মন্তব্য করেছিলেন তাঁরা। 

এ বিষয়ে নিয়োগকারী সংস্থার একজন নারী সদস্য বলেছেন, ‘যাঁদের শরীরে কোনো দাগ রয়েছে, তাঁদের নিয়োগ দেওয়া হয়নি।’ 

তবে এই অভিযোগের বিষয়ে কুয়েত এয়ারওয়েজ বা এয়ারলাইনস রিক্রুটমেন্ট এজেন্সি মেকটি কোনো মন্তব্য করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত