স্পেনের মাদ্রিদ বিমানবন্দরের কাছে মেলিয়া বারাজাস হোটেলে গত ৫ নভেম্বর কুয়েত এয়ারওয়েজের বিমানবালার পদে নিয়োগের জন্য সাক্ষাৎকার নেয় এয়ারলাইন রিক্রুটমেন্ট এজেন্সি মেকটি। অভিযোগ উঠেছে, সাক্ষাৎকারে তরুণীদের পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে দাঁড়াতে বাধ্য করেছে নিয়োগকারী সংস্থাটি।
ভুক্তভোগীদের বরাতে এ-সংক্রান্ত একটি খবর ২ জানুয়ারি প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এলদায়েরিও।
শুধু যে তরুণীদের পোশাক খুলতে বাধ্য করা হয়েছে এমনটিই নয়, চাকরি পাওয়ার কয়েক ধাপ ঠিকঠাক অতিক্রম করার পরেও শুধু গায়ের রং কালো বলে এক তরুণীকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ওই তরুণীর দাবি, তাঁকে হোয়াটসঅ্যাপে জানানো হয়েছে, ‘দুঃখিত, কুয়েত এয়ারওয়েজ কালো চামড়ার কর্মী নিয়োগ করবে না।’
ভুক্তভোগী তরুণীরা জানান, বিমানবালার চাকরির সাক্ষাৎকার দিতে প্রথম যে তরুণী ওই কক্ষে ঢুকেছিলেন, কাঁদতে কাঁদতে বেরিয়ে তিনি বলেন, ‘অন্তর্বাস ছাড়া সব কাপড় খুলতে বাধ্য করা হয়েছিল। আরেকজনও বলেছেন একই কথা।’
সাক্ষাৎকার শেষে অনেকেই কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন বিয়াঙ্কা নামের ২৩ বছর বয়সী এক চাকরিপ্রার্থী। বিয়াঙ্কা বলেন, ‘একজন নারী আমার মুখ হাঁ করে দাঁত পরীক্ষা করেছেন। তখন নিজেকে কুকুরের মতো মনে হয়েছিল। দাঁত পরীক্ষার জন্য তিনি তাঁর চোখ প্রায় আমার মুখের ওপর রেখেছিলেন। আমি খুব অপমানিত বোধ করেছি।’
পরীক্ষা-নিরীক্ষা শেষে যাঁদের ওজন বেশি, যাঁরা চশমা পরেন, যাঁদের তিল বা দৃশ্যমান দাগ ছিল, তাঁদের তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হয়। সাক্ষাৎকারগ্রহীতারা আপত্তিকর মন্তব্যও করেছেন। ‘আপনার হাসি পছন্দ হয়নি’, ‘আপনার শরীর রোলার কোস্টারের মতো’, ‘বেশি খেতে বললে, বেশি খাবেন কি?’—এ ধরনের নানা মন্তব্য করেছিলেন তাঁরা।
এ বিষয়ে নিয়োগকারী সংস্থার একজন নারী সদস্য বলেছেন, ‘যাঁদের শরীরে কোনো দাগ রয়েছে, তাঁদের নিয়োগ দেওয়া হয়নি।’
তবে এই অভিযোগের বিষয়ে কুয়েত এয়ারওয়েজ বা এয়ারলাইনস রিক্রুটমেন্ট এজেন্সি মেকটি কোনো মন্তব্য করেনি।
স্পেনের মাদ্রিদ বিমানবন্দরের কাছে মেলিয়া বারাজাস হোটেলে গত ৫ নভেম্বর কুয়েত এয়ারওয়েজের বিমানবালার পদে নিয়োগের জন্য সাক্ষাৎকার নেয় এয়ারলাইন রিক্রুটমেন্ট এজেন্সি মেকটি। অভিযোগ উঠেছে, সাক্ষাৎকারে তরুণীদের পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে দাঁড়াতে বাধ্য করেছে নিয়োগকারী সংস্থাটি।
ভুক্তভোগীদের বরাতে এ-সংক্রান্ত একটি খবর ২ জানুয়ারি প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এলদায়েরিও।
শুধু যে তরুণীদের পোশাক খুলতে বাধ্য করা হয়েছে এমনটিই নয়, চাকরি পাওয়ার কয়েক ধাপ ঠিকঠাক অতিক্রম করার পরেও শুধু গায়ের রং কালো বলে এক তরুণীকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ওই তরুণীর দাবি, তাঁকে হোয়াটসঅ্যাপে জানানো হয়েছে, ‘দুঃখিত, কুয়েত এয়ারওয়েজ কালো চামড়ার কর্মী নিয়োগ করবে না।’
ভুক্তভোগী তরুণীরা জানান, বিমানবালার চাকরির সাক্ষাৎকার দিতে প্রথম যে তরুণী ওই কক্ষে ঢুকেছিলেন, কাঁদতে কাঁদতে বেরিয়ে তিনি বলেন, ‘অন্তর্বাস ছাড়া সব কাপড় খুলতে বাধ্য করা হয়েছিল। আরেকজনও বলেছেন একই কথা।’
সাক্ষাৎকার শেষে অনেকেই কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন বিয়াঙ্কা নামের ২৩ বছর বয়সী এক চাকরিপ্রার্থী। বিয়াঙ্কা বলেন, ‘একজন নারী আমার মুখ হাঁ করে দাঁত পরীক্ষা করেছেন। তখন নিজেকে কুকুরের মতো মনে হয়েছিল। দাঁত পরীক্ষার জন্য তিনি তাঁর চোখ প্রায় আমার মুখের ওপর রেখেছিলেন। আমি খুব অপমানিত বোধ করেছি।’
পরীক্ষা-নিরীক্ষা শেষে যাঁদের ওজন বেশি, যাঁরা চশমা পরেন, যাঁদের তিল বা দৃশ্যমান দাগ ছিল, তাঁদের তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হয়। সাক্ষাৎকারগ্রহীতারা আপত্তিকর মন্তব্যও করেছেন। ‘আপনার হাসি পছন্দ হয়নি’, ‘আপনার শরীর রোলার কোস্টারের মতো’, ‘বেশি খেতে বললে, বেশি খাবেন কি?’—এ ধরনের নানা মন্তব্য করেছিলেন তাঁরা।
এ বিষয়ে নিয়োগকারী সংস্থার একজন নারী সদস্য বলেছেন, ‘যাঁদের শরীরে কোনো দাগ রয়েছে, তাঁদের নিয়োগ দেওয়া হয়নি।’
তবে এই অভিযোগের বিষয়ে কুয়েত এয়ারওয়েজ বা এয়ারলাইনস রিক্রুটমেন্ট এজেন্সি মেকটি কোনো মন্তব্য করেনি।
পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানান
১ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা সপ্তম দিনের মতো গোলাগুলি হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার গভীর রাতে কাশ্মীরে বিবদমান সীমান্তে এই গোলাগুলি হয়। এতে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেকাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
৮ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
৯ ঘণ্টা আগে