আজকের পত্রিকা ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ দীর্ঘদিন পর ফোনালাপে যুক্ত হয়েছিলেন। দুই ঘণ্টাব্যাপী এই ফোনালাপে দুই নেতা ইরান-ইসরায়েল সংঘাত এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে ‘গুরুত্বপূর্ণ’ আলাপ করেছেন। এমনটাই জানিয়েছে ক্রেমলিন। মঙ্গলবারের এই ফোনালাপ ছিল দুই নেতার মধ্যে ২০২২ সালের সেপ্টেম্বরের পর প্রথম।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্যারিসে মাখোঁর কার্যালয় থেকে জানানো হয়েছে—দুই ঘণ্টাব্যাপী ওই ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং সংঘাতের অবসানের লক্ষ্যে আলোচনা শুরু করার তাগিদ দেন।
ফরাসি কূটনৈতিক সূত্র জানিয়েছে, পুতিনের সঙ্গে কথা বলার আগে এবং পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন মাখোঁ। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ওই ফোনালাপ নিয়ে আলোচনা করেন।
ক্রেমলিনের বরাত দিয়ে জানানো হয়েছে, পুতিন বলেছেন—ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকারকে সম্মান জানাতে হবে এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির আওতায় থাকা দায়বদ্ধতা বজায় রাখতে হবে।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ইরানের পারমাণবিক ইস্যুকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করেন মাখোঁ। এ কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সম্পৃক্ততা জরুরি বলে তিনি মনে করেন। একই সঙ্গে ইরানকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ-এর সঙ্গে পুরোপুরি সহযোগিতা করার আহ্বানও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত মাসে ইরানের পার্লামেন্ট একটি বিল অনুমোদন করেছে। যার ফলে আইএইএ-র সঙ্গে সহযোগিতা স্থগিত করা হবে। এরই মধ্যে এটি আইনে পরিণত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। দেশ দুটির অভিযোগ, তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
মাখোঁর কার্যালয় আরও জানিয়েছে, তিনি কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছেন, যা ইরানের পারমাণবিক ইস্যু, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক ভূমিকাসহ সব বিষয়ে কঠোর ও টেকসই সমাধান নিয়ে আসবে। দুই নেতা এসব ইস্যুতে নিজেদের প্রচেষ্টা সমন্বয়ের ব্যাপারেও একমত হয়েছেন।
ফোনালাপে ইউক্রেন ইস্যুতে পুতিন তাঁর পুরোনো অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন। তিনি মাখোঁকে বলেছেন, ইউক্রেন যুদ্ধ সরাসরি পশ্চিমাদের নীতির ফল, যেখানে গত কয়েক বছর ধরে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করা হয়েছে। রাশিয়া-ইউক্রেনের মধ্যে যেকোনো সম্ভাব্য শান্তিচুক্তি ‘ব্যাপক ও দীর্ঘমেয়াদি’ হতে হবে এবং ‘নতুন ভূখণ্ডগত বাস্তবতা’র ওপর ভিত্তি করে তা হতে হবে বলে মন্তব্য করেছেন পুতিন।
পুতিন এর আগেও বলেছেন, ইউক্রেন যদি শান্তিচুক্তি চায় তবে রাশিয়ার দখলে থাকা ভূখণ্ডের বিষয়টি মেনে নিতে হবে। এ বিষয়ে মাখোঁর অবস্থান হলো—ইউক্রেনেরই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে তারা ভূখণ্ড ছেড়ে দেবে কি না।
ফোনালাপের পর মাখোঁর কার্যালয় জানিয়েছে, ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ফ্রান্সের অকুণ্ঠ সমর্থনের কথা তিনি স্পষ্ট করে জানিয়েছেন। দুই নেতা ইউক্রেন ও ইরান ইস্যুতে আলোচনায় আরও এগিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন বলে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর।
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার হামলার শুরুর সময় দুই নেতার মধ্যে নিয়মিত কথোপকথন হতো। তবে ইউরোপের কিছু মিত্র দেশ মাখোঁর এসব উদ্যোগের সমালোচনা করেছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর ঠিক আগে মাখোঁ মস্কো গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ দীর্ঘদিন পর ফোনালাপে যুক্ত হয়েছিলেন। দুই ঘণ্টাব্যাপী এই ফোনালাপে দুই নেতা ইরান-ইসরায়েল সংঘাত এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে ‘গুরুত্বপূর্ণ’ আলাপ করেছেন। এমনটাই জানিয়েছে ক্রেমলিন। মঙ্গলবারের এই ফোনালাপ ছিল দুই নেতার মধ্যে ২০২২ সালের সেপ্টেম্বরের পর প্রথম।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্যারিসে মাখোঁর কার্যালয় থেকে জানানো হয়েছে—দুই ঘণ্টাব্যাপী ওই ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং সংঘাতের অবসানের লক্ষ্যে আলোচনা শুরু করার তাগিদ দেন।
ফরাসি কূটনৈতিক সূত্র জানিয়েছে, পুতিনের সঙ্গে কথা বলার আগে এবং পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন মাখোঁ। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ওই ফোনালাপ নিয়ে আলোচনা করেন।
ক্রেমলিনের বরাত দিয়ে জানানো হয়েছে, পুতিন বলেছেন—ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকারকে সম্মান জানাতে হবে এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির আওতায় থাকা দায়বদ্ধতা বজায় রাখতে হবে।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ইরানের পারমাণবিক ইস্যুকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করেন মাখোঁ। এ কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সম্পৃক্ততা জরুরি বলে তিনি মনে করেন। একই সঙ্গে ইরানকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ-এর সঙ্গে পুরোপুরি সহযোগিতা করার আহ্বানও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত মাসে ইরানের পার্লামেন্ট একটি বিল অনুমোদন করেছে। যার ফলে আইএইএ-র সঙ্গে সহযোগিতা স্থগিত করা হবে। এরই মধ্যে এটি আইনে পরিণত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। দেশ দুটির অভিযোগ, তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
মাখোঁর কার্যালয় আরও জানিয়েছে, তিনি কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছেন, যা ইরানের পারমাণবিক ইস্যু, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক ভূমিকাসহ সব বিষয়ে কঠোর ও টেকসই সমাধান নিয়ে আসবে। দুই নেতা এসব ইস্যুতে নিজেদের প্রচেষ্টা সমন্বয়ের ব্যাপারেও একমত হয়েছেন।
ফোনালাপে ইউক্রেন ইস্যুতে পুতিন তাঁর পুরোনো অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন। তিনি মাখোঁকে বলেছেন, ইউক্রেন যুদ্ধ সরাসরি পশ্চিমাদের নীতির ফল, যেখানে গত কয়েক বছর ধরে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করা হয়েছে। রাশিয়া-ইউক্রেনের মধ্যে যেকোনো সম্ভাব্য শান্তিচুক্তি ‘ব্যাপক ও দীর্ঘমেয়াদি’ হতে হবে এবং ‘নতুন ভূখণ্ডগত বাস্তবতা’র ওপর ভিত্তি করে তা হতে হবে বলে মন্তব্য করেছেন পুতিন।
পুতিন এর আগেও বলেছেন, ইউক্রেন যদি শান্তিচুক্তি চায় তবে রাশিয়ার দখলে থাকা ভূখণ্ডের বিষয়টি মেনে নিতে হবে। এ বিষয়ে মাখোঁর অবস্থান হলো—ইউক্রেনেরই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে তারা ভূখণ্ড ছেড়ে দেবে কি না।
ফোনালাপের পর মাখোঁর কার্যালয় জানিয়েছে, ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ফ্রান্সের অকুণ্ঠ সমর্থনের কথা তিনি স্পষ্ট করে জানিয়েছেন। দুই নেতা ইউক্রেন ও ইরান ইস্যুতে আলোচনায় আরও এগিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন বলে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর।
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার হামলার শুরুর সময় দুই নেতার মধ্যে নিয়মিত কথোপকথন হতো। তবে ইউরোপের কিছু মিত্র দেশ মাখোঁর এসব উদ্যোগের সমালোচনা করেছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর ঠিক আগে মাখোঁ মস্কো গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এক অদ্ভুত বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে সরগরম আদালত। মাত্র ৯ মাস আগেই বিয়ের পিঁড়িতে বসা এক দম্পতি এখন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তাঁদের পোষা কুকুর ও বিড়াল একে অপরের সঙ্গে মোটেও মানিয়ে নিতে পারছে না।
৫ মিনিট আগেদুটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে। এর ফলে আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভবনের ওপরের তলায় থাকা একটি বয়লারে বিস্ফোরণ ঘটায়। এতে ভবনের একাংশ ধসে পড়ে।
২৩ মিনিট আগেজাতিসংঘের সাধারণ পরিষদে এক দুর্দান্ত সংহতির মুহূর্ত দেখা গেল। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে তীব্র ভাষায় বক্তব্য দেওয়ার পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা তাঁকে আলিঙ্গন করেন এবং মাথায় চুমু দেন। ভারতীয় সংবাদমাধ্যম মানি কন্ট্রোলের প্রতিবেদন থেকে...
২ ঘণ্টা আগেউত্তর প্রদেশের সীতাপুরে সরকারি শিক্ষা দপ্তরের এক কর্মকর্তাকে (প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বা বিএসএ) বেল্ট খুলে পিটিয়েছেন এক প্রধান শিক্ষক। গত মঙ্গলবার সন্ধ্যায় একজন নারী শিক্ষকের করা অভিযোগের ব্যাখ্যা চাওয়ার পর শিক্ষা দপ্তরের অফিসে এ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ওই প্রধান শিক্ষক বেল্ট দিয়ে বিএসএ অখিলে
২ ঘণ্টা আগে