Ajker Patrika

রাশিয়ার প্রায় অর্ধেক রিজার্ভ জব্দ 

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৭: ৫৮
রাশিয়ার প্রায় অর্ধেক রিজার্ভ জব্দ 

ইউক্রেনে হামলার জেরে দেওয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার প্রায় অর্ধেক স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিভিন্ন দেশে জব্দ হয়ে আছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

আজ রোববার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ বলেন, আমাদের মোট রিজার্ভের পরিমাণ প্রায় ৬৪ হাজার কোটি মার্কিন ডলার। এর মধ্যে প্রায় ৩০ হাজার কোটি ডলার রিজার্ভ এখন আমরা ব্যবহার করতে পারছি না। 

রুশ অর্থমন্ত্রী আরও বলেন, আমাদের স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের কিছু অংশ চীনা মুদ্রায় রয়েছে। পশ্চিমা মিত্ররা রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক সীমিত করার জন্য এখন চীনের ওপর চাপ দিচ্ছে। যাতে করে চীনা ইউয়ানে লেনদেন করার ক্ষেত্রে রাশিয়ার প্রবেশাধিকার বাধাগ্রস্ত হয়। কিন্তু আমি মনে করি, চীনের সঙ্গে আমাদের অংশীদারত্ব এখনো অনেক মজবুত। চীন থেকে আমরা যে সহযোগিতা পেয়েছি, তা বজায় থাকবে। বরং এটি আরও বৃদ্ধি পাবে। 

গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযানের নামে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকেই দেশটি ওপর আসতে থাকে পশ্চিমা নিষেধাজ্ঞা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত