
সৌদি আরবে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলাদা আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সম্ভাব্য সাময়িক যুদ্ধবিরতির খুঁটিনাটি বিষয়গুলো নির্ধারণ করাই এই আলোচনার উদ্দেশ্য। রাশিয়া-ইউক্রেন উভয় পক্ষই গত সপ্তাহে সাময়িকভাবে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করতে সম্মত হলেও, হামলা অব্যাহত থাকায় কীভাবে এবং কখন সেই আংশিক যুদ্ধবিরতি কার্যকর করা হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আলোচনায় সেই খুঁটিনাটি বিষয়গুলো এবং কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তার ওপর গুরুত্ব দেবে বলে আশা করা হচ্ছে। মার্কিন প্রতিনিধিরা এখানে মধ্যস্থতা করছেন।
রোববার ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম আলোচনা করে। এরপর আজ সোমবার রাশিয়ার সঙ্গে আলোচনা করবে মার্কিন প্রতিনিধিরা। ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেন, রোববার কিয়েভ সময় বিকেল সাড়ে ৫টার দিকে আলোচনা শুরু হয়ে প্রায় পাঁচ ঘণ্টা পর শেষ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে উমেরভ লিখেন, ‘আলোচনা ফলপ্রসূ এবং সুনির্দিষ্ট ছিল—আমরা জ্বালানি সহ মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।’ তবে বিস্তারিত কিছু জানাননি এই মন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউক্রেনীয় কর্মকর্তা জানান, অগ্রগতি হলে ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আরও আলোচনা করতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত এবং ইউক্রেন সংকট নিরসনে বিশেষ দায়িত্ব পাওয়া স্টিভ উইটকফ বলেছেন, আলোচনার চূড়ান্ত লক্ষ্য হলো ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতি, যা স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার জন্য সময় দেবে। কিন্তু এ ধরনের যুদ্ধবিরতির পথ অনিশ্চিত।
মস্কো ইউক্রেনের দখল করা অঞ্চলের নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং ইউক্রেন যাতে কখনো ন্যাটোতে যোগ না দেয়, সেই বিষয়ে তাদের সর্বোচ্চ অবস্থান বজায় রেখেছে। ইউক্রেন সরকার বারবার বলেছে, তারা ক্রেমলিনের দাবি মেনে নেবে না এবং পুতিন সময়ক্ষেপণ করছেন বলে অভিযোগ করেছে।
আগের যুদ্ধবিরতি আলোচনাগুলোয় সব পক্ষের শীর্ষ সরকারি কর্মকর্তারা জড়িত ছিলেন। এবারও তারাই এই আলোচনায় যুক্ত হয়েছেন। নতুন দফার এই আলোচনায় টেকনিক্যাল বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে এবং এতে মূলত কূটনীতিক ও সরকারি উপদেষ্টারা অংশ নেবেন। ইউক্রেন বিষয়ক মার্কিন বিশেষ দূত কিথ কেলগ বলেছেন, মার্কিন প্রতিনিধিদলে তাঁর কিছু কর্মী, পররাষ্ট্র দপ্তরের নীতি পরিকল্পনা পরিচালক মাইকেল অ্যান্টন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সহকারী মাইকেল ওয়াল্টজ আছেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার বলেছেন, পুতিন ব্যক্তিগতভাবে আলোচনার জন্য আলোচক নির্বাচন করেছেন। রুশ কূটনীতিক ও আইনপ্রণেতা গ্রেগরি কারাসিন এবং গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি-এর প্রধানের উপদেষ্টা সের্গেই বেসেদার নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে।
কারাসিন আগে সংবেদনশীল বৈদেশিক নীতি আলোচনায় জড়িত থাকলেও, বেসেদার নির্বাচন অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল। প্রভাবশালী গোয়েন্দা প্রধান বেসেদা আন্তর্জাতিক গোয়েন্দা কার্যক্রমের জন্য দায়ী এফএসবির প্রধান ছিলেন। রুশ সংবাদমাধ্যমগুলো তাঁকে সেই প্রধান গোয়েন্দা সূত্রগুলোর মধ্যে অন্যতম হিসেবে বর্ণনা করেছে, যা ২০২২ সালে পুতিনকে বিশ্বাস করিয়েছিল যে, ইউক্রেনে রুশপন্থী মনোভাব রয়েছে এবং দ্রুত আক্রমণ করে কিয়েভের সরকারকে সহজেই ভেঙে দেওয়া যাবে।
২০২৩ সালে ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ বেসেদাকে ইউক্রেনের জন্য ‘খুব বিপজ্জনক ব্যক্তি’ বলে অভিহিত করে বলেছিলেন, তিনি ইউক্রেনের ‘অনেক ক্ষতি করেছেন।’
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনার বিষয়বস্তুর বিষয়ে বলেছেন, ইউক্রেন অবকাঠামোগত স্থাপনার একটি তালিকা তৈরি করেছে, যা যুদ্ধবিরতি চুক্তিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তিনি আরও যোগ করেছেন, তৃতীয় পক্ষকে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করতে হবে এবং পরামর্শ দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র এটি করতে পারে।
রাশিয়া ও ইউক্রেন জ্বালানি ও জাহাজ চলাচল নিয়ে আলোচনায় সমঝোতায় পৌঁছাতে পারলেও, উভয় পক্ষ সম্পূর্ণ যুদ্ধবিরতির জন্য এমন শর্ত রেখেছে, যা মীমাংসা করা অসম্ভব বলে মনে হচ্ছে। এটি মূলত বিস্তৃত শান্তি আলোচনায় কঠিন চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়।
গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে টেলিফোন কথোপকথনের সময় পুতিন বলেন, রাশিয়া শুধুমাত্র তখনই সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হবে, যখন ইউক্রেন সৈন্যদের ফিরিয়ে নেবে, প্রশিক্ষণ দেওয়া আপাতত বন্ধ করবে এবং যুদ্ধবিরতির সময় অস্ত্র আমদানি বন্ধ করবে।
ক্রেমলিনে প্রকাশ করা ট্রাম্প-পুতিনের টেলিফোন আলাপের বিবরণীতে বলা হয়েছে, পুতিন কিয়েভে বৈদেশিক সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য সরবরাহ সম্পূর্ণ বন্ধ করার দাবিও জানিয়েছেন, যা ‘সংঘাতের বৃদ্ধি রোধ এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এর সমাধানের দিকে অগ্রগতি অর্জনের মূল শর্ত।’
তবে হোয়াইট হাউস বলেছে, ক্রেমলিনের দাবি সত্ত্বেও ইউক্রেনে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য সরবরাহ অব্যাহত থাকবে। কিন্তু ট্রাম্প প্রশাসন আঞ্চলিক ছাড়ের বিষয়ে মস্কোর আহ্বানের বিষয়ে কম স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে এবং কখনো কখনো ক্রেমলিনের অবস্থানের সঙ্গেও একমত হয়েছে বলে মনে হয়েছে।
উইটকফ রোববার ক্রেমলিনের বক্তব্য প্রতিধ্বনিত করে ইউক্রেনের কিছু অংশে রুশ কর্তৃপক্ষ আয়োজিত গণভোটকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন, যা সামরিক শক্তির মাধ্যমে দখল করা অঞ্চলগুলোকে রাশিয়ার সঙ্গে সংযুক্তিকে ন্যায্যতা দেয়। উইটকফ বলেন, ‘রাশিয়ার অভ্যন্তরে একটি দৃষ্টিভঙ্গি আছে যে, এগুলো রুশ অঞ্চল। এই অঞ্চলগুলোর মধ্যে গণভোট হয়েছে, যা এই পদক্ষেপগুলোকে ন্যায্যতা দেয়।’
মূলত, সংঘাতের বিষয়ে রাশিয়ার অবস্থান একই আছে। ক্রেমলিন বলছে, তারা ‘সংকটের মূল কারণগুলো দূর করতে’ চায়। এর অর্থ হবে রাশিয়া যে অঞ্চলগুলো দখল করে নিয়েছে সেগুলো মস্কোর বলে স্বীকার করতে হবে কিয়েভকে। পাশাপাশি, ইউক্রেনকে নিরপেক্ষতা বজায় রাখার ঘোষণা করা এবং সামরিক বাহিনী সংকুচিত করতে সম্মত হতে হবে।
ট্রাম্প প্রশাসনের অনুরোধে ইউক্রেন এর আগে সব যুদ্ধ কার্যক্রম বন্ধ করার জন্য নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু মস্কো যখন শুধুমাত্র জ্বালানি অবকাঠামোতে আংশিক যুদ্ধবিরতি সমর্থন করবে বলে জানায়, তখন জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং সীমিত যুদ্ধবিরতিতে সম্মত হন।
সাম্প্রতিক সময়ে, ইউক্রেনীয় কর্মকর্তারা আলোচনার জন্য কিছু চূড়ান্ত বিষয় নির্ধারণ করেছেন। দেশটি বলেছে, কিয়েভ কখনই দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলের ওপর রাশিয়ার সার্বভৌমত্ব মেনে নেবে না, ন্যাটোতে যোগদানে বাধা দিতে বা তার সেনাবাহিনীর আকার কমাতে সম্মত হবে না এবং যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে তার নিরাপত্তা নিশ্চয়তা থাকতে হবে।
অনেক ইউক্রেনীয় কর্মকর্তা এবং বিশ্লেষক এমনকি একটি সীমিত যুদ্ধবিরতিও দীর্ঘস্থায়ী হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কারণ, মস্কো ও কিয়েভের মধ্যে আগের যুদ্ধবিরতিগুলো নিয়মিতভাবে লঙ্ঘিত হয়েছে এবং প্রতিটি পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করেছে।
উইটকফ গত বুধবার ব্লুমবার্গ নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প এবং পুতিন ‘সম্ভবত’ কয়েক সপ্তাহের মধ্যে সৌদি আরবে সাক্ষাৎ করবেন। মার্কিন কর্মকর্তারা সম্ভবত সম্ভাব্য সীমিত যুদ্ধবিরতির খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য মধ্যপ্রাচ্যে তাদের রুশ এবং ইউক্রেনীয় প্রতিপক্ষের সঙ্গে বৈঠক চালিয়ে যাবেন।

সৌদি আরবে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলাদা আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সম্ভাব্য সাময়িক যুদ্ধবিরতির খুঁটিনাটি বিষয়গুলো নির্ধারণ করাই এই আলোচনার উদ্দেশ্য। রাশিয়া-ইউক্রেন উভয় পক্ষই গত সপ্তাহে সাময়িকভাবে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করতে সম্মত হলেও, হামলা অব্যাহত থাকায় কীভাবে এবং কখন সেই আংশিক যুদ্ধবিরতি কার্যকর করা হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আলোচনায় সেই খুঁটিনাটি বিষয়গুলো এবং কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তার ওপর গুরুত্ব দেবে বলে আশা করা হচ্ছে। মার্কিন প্রতিনিধিরা এখানে মধ্যস্থতা করছেন।
রোববার ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম আলোচনা করে। এরপর আজ সোমবার রাশিয়ার সঙ্গে আলোচনা করবে মার্কিন প্রতিনিধিরা। ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেন, রোববার কিয়েভ সময় বিকেল সাড়ে ৫টার দিকে আলোচনা শুরু হয়ে প্রায় পাঁচ ঘণ্টা পর শেষ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে উমেরভ লিখেন, ‘আলোচনা ফলপ্রসূ এবং সুনির্দিষ্ট ছিল—আমরা জ্বালানি সহ মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।’ তবে বিস্তারিত কিছু জানাননি এই মন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউক্রেনীয় কর্মকর্তা জানান, অগ্রগতি হলে ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আরও আলোচনা করতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত এবং ইউক্রেন সংকট নিরসনে বিশেষ দায়িত্ব পাওয়া স্টিভ উইটকফ বলেছেন, আলোচনার চূড়ান্ত লক্ষ্য হলো ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতি, যা স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার জন্য সময় দেবে। কিন্তু এ ধরনের যুদ্ধবিরতির পথ অনিশ্চিত।
মস্কো ইউক্রেনের দখল করা অঞ্চলের নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং ইউক্রেন যাতে কখনো ন্যাটোতে যোগ না দেয়, সেই বিষয়ে তাদের সর্বোচ্চ অবস্থান বজায় রেখেছে। ইউক্রেন সরকার বারবার বলেছে, তারা ক্রেমলিনের দাবি মেনে নেবে না এবং পুতিন সময়ক্ষেপণ করছেন বলে অভিযোগ করেছে।
আগের যুদ্ধবিরতি আলোচনাগুলোয় সব পক্ষের শীর্ষ সরকারি কর্মকর্তারা জড়িত ছিলেন। এবারও তারাই এই আলোচনায় যুক্ত হয়েছেন। নতুন দফার এই আলোচনায় টেকনিক্যাল বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে এবং এতে মূলত কূটনীতিক ও সরকারি উপদেষ্টারা অংশ নেবেন। ইউক্রেন বিষয়ক মার্কিন বিশেষ দূত কিথ কেলগ বলেছেন, মার্কিন প্রতিনিধিদলে তাঁর কিছু কর্মী, পররাষ্ট্র দপ্তরের নীতি পরিকল্পনা পরিচালক মাইকেল অ্যান্টন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সহকারী মাইকেল ওয়াল্টজ আছেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার বলেছেন, পুতিন ব্যক্তিগতভাবে আলোচনার জন্য আলোচক নির্বাচন করেছেন। রুশ কূটনীতিক ও আইনপ্রণেতা গ্রেগরি কারাসিন এবং গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি-এর প্রধানের উপদেষ্টা সের্গেই বেসেদার নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে।
কারাসিন আগে সংবেদনশীল বৈদেশিক নীতি আলোচনায় জড়িত থাকলেও, বেসেদার নির্বাচন অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল। প্রভাবশালী গোয়েন্দা প্রধান বেসেদা আন্তর্জাতিক গোয়েন্দা কার্যক্রমের জন্য দায়ী এফএসবির প্রধান ছিলেন। রুশ সংবাদমাধ্যমগুলো তাঁকে সেই প্রধান গোয়েন্দা সূত্রগুলোর মধ্যে অন্যতম হিসেবে বর্ণনা করেছে, যা ২০২২ সালে পুতিনকে বিশ্বাস করিয়েছিল যে, ইউক্রেনে রুশপন্থী মনোভাব রয়েছে এবং দ্রুত আক্রমণ করে কিয়েভের সরকারকে সহজেই ভেঙে দেওয়া যাবে।
২০২৩ সালে ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ বেসেদাকে ইউক্রেনের জন্য ‘খুব বিপজ্জনক ব্যক্তি’ বলে অভিহিত করে বলেছিলেন, তিনি ইউক্রেনের ‘অনেক ক্ষতি করেছেন।’
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনার বিষয়বস্তুর বিষয়ে বলেছেন, ইউক্রেন অবকাঠামোগত স্থাপনার একটি তালিকা তৈরি করেছে, যা যুদ্ধবিরতি চুক্তিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তিনি আরও যোগ করেছেন, তৃতীয় পক্ষকে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করতে হবে এবং পরামর্শ দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র এটি করতে পারে।
রাশিয়া ও ইউক্রেন জ্বালানি ও জাহাজ চলাচল নিয়ে আলোচনায় সমঝোতায় পৌঁছাতে পারলেও, উভয় পক্ষ সম্পূর্ণ যুদ্ধবিরতির জন্য এমন শর্ত রেখেছে, যা মীমাংসা করা অসম্ভব বলে মনে হচ্ছে। এটি মূলত বিস্তৃত শান্তি আলোচনায় কঠিন চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়।
গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে টেলিফোন কথোপকথনের সময় পুতিন বলেন, রাশিয়া শুধুমাত্র তখনই সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হবে, যখন ইউক্রেন সৈন্যদের ফিরিয়ে নেবে, প্রশিক্ষণ দেওয়া আপাতত বন্ধ করবে এবং যুদ্ধবিরতির সময় অস্ত্র আমদানি বন্ধ করবে।
ক্রেমলিনে প্রকাশ করা ট্রাম্প-পুতিনের টেলিফোন আলাপের বিবরণীতে বলা হয়েছে, পুতিন কিয়েভে বৈদেশিক সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য সরবরাহ সম্পূর্ণ বন্ধ করার দাবিও জানিয়েছেন, যা ‘সংঘাতের বৃদ্ধি রোধ এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এর সমাধানের দিকে অগ্রগতি অর্জনের মূল শর্ত।’
তবে হোয়াইট হাউস বলেছে, ক্রেমলিনের দাবি সত্ত্বেও ইউক্রেনে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য সরবরাহ অব্যাহত থাকবে। কিন্তু ট্রাম্প প্রশাসন আঞ্চলিক ছাড়ের বিষয়ে মস্কোর আহ্বানের বিষয়ে কম স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে এবং কখনো কখনো ক্রেমলিনের অবস্থানের সঙ্গেও একমত হয়েছে বলে মনে হয়েছে।
উইটকফ রোববার ক্রেমলিনের বক্তব্য প্রতিধ্বনিত করে ইউক্রেনের কিছু অংশে রুশ কর্তৃপক্ষ আয়োজিত গণভোটকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন, যা সামরিক শক্তির মাধ্যমে দখল করা অঞ্চলগুলোকে রাশিয়ার সঙ্গে সংযুক্তিকে ন্যায্যতা দেয়। উইটকফ বলেন, ‘রাশিয়ার অভ্যন্তরে একটি দৃষ্টিভঙ্গি আছে যে, এগুলো রুশ অঞ্চল। এই অঞ্চলগুলোর মধ্যে গণভোট হয়েছে, যা এই পদক্ষেপগুলোকে ন্যায্যতা দেয়।’
মূলত, সংঘাতের বিষয়ে রাশিয়ার অবস্থান একই আছে। ক্রেমলিন বলছে, তারা ‘সংকটের মূল কারণগুলো দূর করতে’ চায়। এর অর্থ হবে রাশিয়া যে অঞ্চলগুলো দখল করে নিয়েছে সেগুলো মস্কোর বলে স্বীকার করতে হবে কিয়েভকে। পাশাপাশি, ইউক্রেনকে নিরপেক্ষতা বজায় রাখার ঘোষণা করা এবং সামরিক বাহিনী সংকুচিত করতে সম্মত হতে হবে।
ট্রাম্প প্রশাসনের অনুরোধে ইউক্রেন এর আগে সব যুদ্ধ কার্যক্রম বন্ধ করার জন্য নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু মস্কো যখন শুধুমাত্র জ্বালানি অবকাঠামোতে আংশিক যুদ্ধবিরতি সমর্থন করবে বলে জানায়, তখন জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং সীমিত যুদ্ধবিরতিতে সম্মত হন।
সাম্প্রতিক সময়ে, ইউক্রেনীয় কর্মকর্তারা আলোচনার জন্য কিছু চূড়ান্ত বিষয় নির্ধারণ করেছেন। দেশটি বলেছে, কিয়েভ কখনই দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলের ওপর রাশিয়ার সার্বভৌমত্ব মেনে নেবে না, ন্যাটোতে যোগদানে বাধা দিতে বা তার সেনাবাহিনীর আকার কমাতে সম্মত হবে না এবং যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে তার নিরাপত্তা নিশ্চয়তা থাকতে হবে।
অনেক ইউক্রেনীয় কর্মকর্তা এবং বিশ্লেষক এমনকি একটি সীমিত যুদ্ধবিরতিও দীর্ঘস্থায়ী হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কারণ, মস্কো ও কিয়েভের মধ্যে আগের যুদ্ধবিরতিগুলো নিয়মিতভাবে লঙ্ঘিত হয়েছে এবং প্রতিটি পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করেছে।
উইটকফ গত বুধবার ব্লুমবার্গ নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প এবং পুতিন ‘সম্ভবত’ কয়েক সপ্তাহের মধ্যে সৌদি আরবে সাক্ষাৎ করবেন। মার্কিন কর্মকর্তারা সম্ভবত সম্ভাব্য সীমিত যুদ্ধবিরতির খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য মধ্যপ্রাচ্যে তাদের রুশ এবং ইউক্রেনীয় প্রতিপক্ষের সঙ্গে বৈঠক চালিয়ে যাবেন।

তিন চীনা নভোচারীর পৃথিবীতে ফেরার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। কারণ তাঁদের ফিরে আসার মহাকাশযান ‘শেনঝু-২০’ সম্ভবত মহাকাশের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) এক বিবৃতিতে জানিয়েছে, নভোচারী চেন দং, চেন ঝোংরুই এবং ওয়াং জি ছয় মাসের মিশন শেষে...
১ ঘণ্টা আগে
দক্ষিণ ভারতের বিখ্যাত সবরিমালা মন্দিরে সোনা চুরির অভিযোগে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কেরালা হাইকোর্ট জানিয়েছে, মন্দিরের কয়েকটি দেবমূর্তি থেকে সোনার আবরণ খুলে নেওয়ার প্রমাণ মিলেছে। প্রতিবছর লক্ষাধিক ভক্তের দর্শনস্থল এই মন্দিরে এমন কেলেঙ্কারি ভক্তদের হতবাক করেছে।
১ ঘণ্টা আগে
সিরীয়-আমেরিকান ইলাস্ট্রেটর ও ডিজাইনার রামা দুয়াজি সম্প্রতি আলোচনায় এসেছেন নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির স্ত্রী হিসেবে। তবে নিজস্ব পরিচয়ে তিনি একজন প্রতিভাবান শিল্পী। তিনি তাঁর কাজের ভেতর দিয়ে নারী, আরব পরিচয়, প্রতিরোধ ও সহমর্মিতার বিষয়গুলোকে গভীরভাবে অনুসন্ধান করেন।
৩ ঘণ্টা আগে
থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ কোহ ফাঙ্গানে ‘সেক্স যোগা’ বা তান্ত্রিক যোগচর্চা শেখানোর অভিযোগে এক ব্রিটিশ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারিয়া শেচেতিনিনা নামে ৪০ বছর বয়সী ওই নারী নিজেকে ‘তান্ত্রিক আধ্যাত্মিকতা ও পবিত্র যৌনতার’ শিক্ষক হিসেবে পরিচয় দিতেন।
৪ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

তিন চীনা নভোচারীর পৃথিবীতে ফেরার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। কারণ তাঁদের ফিরে আসার মহাকাশযান ‘শেনঝু-২০’ সম্ভবত মহাকাশের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) এক বিবৃতিতে জানিয়েছে, নভোচারী চেন দং, চেন ঝোংরুই এবং ওয়াং জি ছয় মাসের মিশন শেষে বুধবারই পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু ফেরার ঠিক আগমুহূর্তে ‘শেনঝু-২০’ এর সম্ভাব্য আঘাতজনিত ঝুঁকি চিহ্নিত হওয়ায় মিশন স্থগিত রাখা হয়েছে।
চীনা মহাকাশ সংস্থা জানিয়েছে, বর্তমানে মহাকাশযানটির আঘাত বিশ্লেষণ ও ঝুঁকি মূল্যায়ন প্রক্রিয়া চলছে। ঠিক কতটা ক্ষতি হয়েছে বা কখন নভোচারীরা ফিরবেন, সেই বিষয়ে কোনো সময়সূচি প্রকাশ করা হয়নি। এই নভোচারীরা গত এপ্রিলে চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া অঞ্চল থেকে মহাকাশের উদ্দেশে যাত্রা করেছিলেন।
এদিকে কয়েক দিন আগেই চীন সফলভাবে ‘শেনঝু-২১’ মহাকাশযান উৎক্ষেপণ করে আরও তিন নতুন নভোচারীকে ‘তিয়ানগং’ বা ‘স্বর্গীয় প্রাসাদ’ নামে তাদের মহাকাশ স্টেশনে পাঠিয়েছে। নতুন এই দলটিতে রয়েছেন ৩২ বছর বয়সী উ ফেই, যিনি চীনের ইতিহাসে সবচেয়ে তরুণ নভোচারী হিসেবে প্রশংসিত হয়েছেন। নতুন দলটি স্টেশনের নিয়ন্ত্রণ নেওয়ার পর পুরোনো দলটির পৃথিবীতে ফেরার কথা ছিল।
মহাকাশ স্টেশনে ‘শেনঝু-২১’ পৌঁছানোর পর নতুন ও পুরোনো দুটি মহাকাশচারী দলের মধ্যে একটি আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠান সম্প্রচার করা হয় চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে। সেখানে পৃথিবীতে ফেরার অপেক্ষায় থাকা চেন দং বলেন, ‘আমরা এখন পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছি।’ কিন্তু তাঁদের মহাকাশযান পরিদর্শনের পরই আটকে যায় পৃথিবীতে ফেরার প্রক্রিয়া।
চীনা মহাকাশ সংস্থা জানিয়েছে, নভোচারীদের নিরাপত্তা ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেনঝু কর্মসূচি প্রতি ছয় মাস পরপর পরিচালিত হয় এবং চীনের মহাকাশ অগ্রযাত্রার একটি বড় গর্বের বিষয় হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন মহাকাশ গবেষণায় দ্রুত অগ্রগতি অর্জন করেছে।
চীনের এই ধারাবাহিক উন্নতি যুক্তরাষ্ট্রে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। যদিও মার্কিন মহাকাশ সংস্থা নাসা আবারও চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। গত বছর মার্কিন নভোচারী সুনি উইলিয়ামস ও বুচ উইলমোরও বোয়িং স্টারলাইনারের ত্রুটির কারণে ৯ মাস ধরে মহাকাশে আটকে ছিলেন। তাঁরা অবশেষে স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীতে ফেরেন।

তিন চীনা নভোচারীর পৃথিবীতে ফেরার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। কারণ তাঁদের ফিরে আসার মহাকাশযান ‘শেনঝু-২০’ সম্ভবত মহাকাশের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) এক বিবৃতিতে জানিয়েছে, নভোচারী চেন দং, চেন ঝোংরুই এবং ওয়াং জি ছয় মাসের মিশন শেষে বুধবারই পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু ফেরার ঠিক আগমুহূর্তে ‘শেনঝু-২০’ এর সম্ভাব্য আঘাতজনিত ঝুঁকি চিহ্নিত হওয়ায় মিশন স্থগিত রাখা হয়েছে।
চীনা মহাকাশ সংস্থা জানিয়েছে, বর্তমানে মহাকাশযানটির আঘাত বিশ্লেষণ ও ঝুঁকি মূল্যায়ন প্রক্রিয়া চলছে। ঠিক কতটা ক্ষতি হয়েছে বা কখন নভোচারীরা ফিরবেন, সেই বিষয়ে কোনো সময়সূচি প্রকাশ করা হয়নি। এই নভোচারীরা গত এপ্রিলে চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া অঞ্চল থেকে মহাকাশের উদ্দেশে যাত্রা করেছিলেন।
এদিকে কয়েক দিন আগেই চীন সফলভাবে ‘শেনঝু-২১’ মহাকাশযান উৎক্ষেপণ করে আরও তিন নতুন নভোচারীকে ‘তিয়ানগং’ বা ‘স্বর্গীয় প্রাসাদ’ নামে তাদের মহাকাশ স্টেশনে পাঠিয়েছে। নতুন এই দলটিতে রয়েছেন ৩২ বছর বয়সী উ ফেই, যিনি চীনের ইতিহাসে সবচেয়ে তরুণ নভোচারী হিসেবে প্রশংসিত হয়েছেন। নতুন দলটি স্টেশনের নিয়ন্ত্রণ নেওয়ার পর পুরোনো দলটির পৃথিবীতে ফেরার কথা ছিল।
মহাকাশ স্টেশনে ‘শেনঝু-২১’ পৌঁছানোর পর নতুন ও পুরোনো দুটি মহাকাশচারী দলের মধ্যে একটি আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠান সম্প্রচার করা হয় চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে। সেখানে পৃথিবীতে ফেরার অপেক্ষায় থাকা চেন দং বলেন, ‘আমরা এখন পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছি।’ কিন্তু তাঁদের মহাকাশযান পরিদর্শনের পরই আটকে যায় পৃথিবীতে ফেরার প্রক্রিয়া।
চীনা মহাকাশ সংস্থা জানিয়েছে, নভোচারীদের নিরাপত্তা ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেনঝু কর্মসূচি প্রতি ছয় মাস পরপর পরিচালিত হয় এবং চীনের মহাকাশ অগ্রযাত্রার একটি বড় গর্বের বিষয় হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন মহাকাশ গবেষণায় দ্রুত অগ্রগতি অর্জন করেছে।
চীনের এই ধারাবাহিক উন্নতি যুক্তরাষ্ট্রে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। যদিও মার্কিন মহাকাশ সংস্থা নাসা আবারও চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। গত বছর মার্কিন নভোচারী সুনি উইলিয়ামস ও বুচ উইলমোরও বোয়িং স্টারলাইনারের ত্রুটির কারণে ৯ মাস ধরে মহাকাশে আটকে ছিলেন। তাঁরা অবশেষে স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীতে ফেরেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আলোচনায় সেই খুঁটিনাটি বিষয়গুলো এবং কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তার ওপর গুরুত্ব দেবে বলে আশা করা হচ্ছে। মার্কিন প্রতিনিধিরা এখানে মধ্যস্থতা করছেন।
২৪ মার্চ ২০২৫
দক্ষিণ ভারতের বিখ্যাত সবরিমালা মন্দিরে সোনা চুরির অভিযোগে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কেরালা হাইকোর্ট জানিয়েছে, মন্দিরের কয়েকটি দেবমূর্তি থেকে সোনার আবরণ খুলে নেওয়ার প্রমাণ মিলেছে। প্রতিবছর লক্ষাধিক ভক্তের দর্শনস্থল এই মন্দিরে এমন কেলেঙ্কারি ভক্তদের হতবাক করেছে।
১ ঘণ্টা আগে
সিরীয়-আমেরিকান ইলাস্ট্রেটর ও ডিজাইনার রামা দুয়াজি সম্প্রতি আলোচনায় এসেছেন নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির স্ত্রী হিসেবে। তবে নিজস্ব পরিচয়ে তিনি একজন প্রতিভাবান শিল্পী। তিনি তাঁর কাজের ভেতর দিয়ে নারী, আরব পরিচয়, প্রতিরোধ ও সহমর্মিতার বিষয়গুলোকে গভীরভাবে অনুসন্ধান করেন।
৩ ঘণ্টা আগে
থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ কোহ ফাঙ্গানে ‘সেক্স যোগা’ বা তান্ত্রিক যোগচর্চা শেখানোর অভিযোগে এক ব্রিটিশ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারিয়া শেচেতিনিনা নামে ৪০ বছর বয়সী ওই নারী নিজেকে ‘তান্ত্রিক আধ্যাত্মিকতা ও পবিত্র যৌনতার’ শিক্ষক হিসেবে পরিচয় দিতেন।
৪ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

দক্ষিণ ভারতের বিখ্যাত সবরিমালা মন্দিরে সোনা চুরির অভিযোগে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কেরালা হাইকোর্ট জানিয়েছে, মন্দিরের কয়েকটি দেবমূর্তি থেকে সোনার আবরণ খুলে নেওয়ার প্রমাণ মিলেছে। প্রতিবছর লক্ষাধিক ভক্তের দর্শনস্থল এই মন্দিরে এমন কেলেঙ্কারি ভক্তদের হতবাক করেছে।
বুধবার (৫ অক্টোবর) বিবিসি জানিয়েছে, সোনা চুরির ঘটনায় কেরালা হাইকোর্ট ইতিমধ্যে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে এবং পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মন্দিরের সাবেক সহকারী পুরোহিত উণ্ণিকৃষ্ণন পট্টিও রয়েছেন। আদালতের দুই বিচারপতি রাজা বিজয়ারাঘবন ভি এবং কে ভি জয়কুমার গত সেপ্টেম্বর থেকে মামলাটি তদারক করছেন।
কী চুরি হয়েছে?
এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি দ্বাররক্ষক মূর্তি। এই দুটি মূর্তি প্রধান দেবতা আয়াপ্পার গর্ভগৃহের বাইরে স্থাপিত। আদালতের নিযুক্ত সবরিমালা স্পেশাল কমিশনারের প্রতিবেদনে দেখা গেছে—ওই মূর্তি দুটির বহু অংশ থেকে সোনার আবরণ অদৃশ্য।
মন্দিরের নথি অনুযায়ী, ১৯৯৮-৯৯ সালে ব্যবসায়ী বিজয় মাল্যর দান করা ৩০.২৯ কেজি সোনা ব্যবহার করে মূর্তি ও মন্দিরের দরজা, খিলান, স্তম্ভসহ বিভিন্ন অংশ সোনা দিয়ে মোড়ানো হয়েছিল। কিন্তু ২০১৯ সালে ত্রিবাঙ্কুর দেবাসম বোর্ড (টিডিবি) তখনকার সহকারী পুরোহিত উণ্ণিকৃষ্ণন পট্টিকে নতুন করে সোনা দিয়ে মোড়ানোর জন্য দ্বাররক্ষক মূর্তি দুটিকে মন্দিরের বাইরে নেওয়ার অনুমতি দেয়—যা একটি বিরল ঘটনা।
দুই মাস পর মূর্তি ফেরত এলেও ওজন মাপা হয়নি। পরে তদন্তে দেখা যায়, মূর্তিগুলো অনেক হালকা হয়ে গেছে। এসআইটি জানায়, মূর্তি, পাদমূর্তি ও দরজার ফ্রেম মিলিয়ে প্রায় ৪ কেজি ৫৪০ গ্রাম সোনা নিখোঁজ হয়েছে। আদালত এই ঘটনাকে ‘সোনা ডাকাতি’ বলে আখ্যা দিয়েছে।
বিচারকেরা তীব্র ভাষায় টিডিবিকে দোষারোপ করেছেন। কারণ তারা মূর্তিগুলো ‘তামার ফলক’ হিসেবে রেকর্ডে দেখিয়েছিল। এমনকি উণ্ণিকৃষ্ণন পট্টিকে ৪৭৫ গ্রাম সোনা নিজের কাছে রাখার অনুমতিও দেওয়া হয়েছিল। তিনি পরে ওই সোনা এক আত্মীয়ার বিয়েতে ব্যবহারের অনুমতি চেয়ে ইমেইল করেন। এই বিষয়টিকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছেন আদালত।
অভিযুক্ত ও প্রতিক্রিয়া
উণ্ণিকৃষ্ণন পট্টিকে আদালতে হাজির করার পর বিচারিক হেফাজতে পাঠানো হয়। বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে, সত্য একদিন প্রকাশ পাবে।’
এদিকে পুলিশ আরও দুই বোর্ড কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।
রাজনৈতিক প্রতিক্রিয়া
এই কেলেঙ্কারি ঘিরে কেরালায় রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধী কংগ্রেস নেতা ভি ডি সতীসন অভিযোগ করে বলেছেন, ‘প্রায় ৫ কেজি সোনা চুরি গেছে, এর সঙ্গে কর্মকর্তারাও জড়িত।’ তিনি মন্দির বিষয়ক মন্ত্রী ভি এন বাসাবানের পদত্যাগ দাবি করেছেন।
মন্ত্রী বাসাবান অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, ‘তদন্ত আদালতের নজরদারিতে চলছে, আমরা কিছুই লুকাব না।’
কেরালার হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, ছয় সপ্তাহের মধ্যেই এই তদন্ত শেষ করে দোষীদের পরিচয় বের করে বিচারের আওতায় আনতে হবে।

দক্ষিণ ভারতের বিখ্যাত সবরিমালা মন্দিরে সোনা চুরির অভিযোগে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কেরালা হাইকোর্ট জানিয়েছে, মন্দিরের কয়েকটি দেবমূর্তি থেকে সোনার আবরণ খুলে নেওয়ার প্রমাণ মিলেছে। প্রতিবছর লক্ষাধিক ভক্তের দর্শনস্থল এই মন্দিরে এমন কেলেঙ্কারি ভক্তদের হতবাক করেছে।
বুধবার (৫ অক্টোবর) বিবিসি জানিয়েছে, সোনা চুরির ঘটনায় কেরালা হাইকোর্ট ইতিমধ্যে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে এবং পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মন্দিরের সাবেক সহকারী পুরোহিত উণ্ণিকৃষ্ণন পট্টিও রয়েছেন। আদালতের দুই বিচারপতি রাজা বিজয়ারাঘবন ভি এবং কে ভি জয়কুমার গত সেপ্টেম্বর থেকে মামলাটি তদারক করছেন।
কী চুরি হয়েছে?
এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি দ্বাররক্ষক মূর্তি। এই দুটি মূর্তি প্রধান দেবতা আয়াপ্পার গর্ভগৃহের বাইরে স্থাপিত। আদালতের নিযুক্ত সবরিমালা স্পেশাল কমিশনারের প্রতিবেদনে দেখা গেছে—ওই মূর্তি দুটির বহু অংশ থেকে সোনার আবরণ অদৃশ্য।
মন্দিরের নথি অনুযায়ী, ১৯৯৮-৯৯ সালে ব্যবসায়ী বিজয় মাল্যর দান করা ৩০.২৯ কেজি সোনা ব্যবহার করে মূর্তি ও মন্দিরের দরজা, খিলান, স্তম্ভসহ বিভিন্ন অংশ সোনা দিয়ে মোড়ানো হয়েছিল। কিন্তু ২০১৯ সালে ত্রিবাঙ্কুর দেবাসম বোর্ড (টিডিবি) তখনকার সহকারী পুরোহিত উণ্ণিকৃষ্ণন পট্টিকে নতুন করে সোনা দিয়ে মোড়ানোর জন্য দ্বাররক্ষক মূর্তি দুটিকে মন্দিরের বাইরে নেওয়ার অনুমতি দেয়—যা একটি বিরল ঘটনা।
দুই মাস পর মূর্তি ফেরত এলেও ওজন মাপা হয়নি। পরে তদন্তে দেখা যায়, মূর্তিগুলো অনেক হালকা হয়ে গেছে। এসআইটি জানায়, মূর্তি, পাদমূর্তি ও দরজার ফ্রেম মিলিয়ে প্রায় ৪ কেজি ৫৪০ গ্রাম সোনা নিখোঁজ হয়েছে। আদালত এই ঘটনাকে ‘সোনা ডাকাতি’ বলে আখ্যা দিয়েছে।
বিচারকেরা তীব্র ভাষায় টিডিবিকে দোষারোপ করেছেন। কারণ তারা মূর্তিগুলো ‘তামার ফলক’ হিসেবে রেকর্ডে দেখিয়েছিল। এমনকি উণ্ণিকৃষ্ণন পট্টিকে ৪৭৫ গ্রাম সোনা নিজের কাছে রাখার অনুমতিও দেওয়া হয়েছিল। তিনি পরে ওই সোনা এক আত্মীয়ার বিয়েতে ব্যবহারের অনুমতি চেয়ে ইমেইল করেন। এই বিষয়টিকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছেন আদালত।
অভিযুক্ত ও প্রতিক্রিয়া
উণ্ণিকৃষ্ণন পট্টিকে আদালতে হাজির করার পর বিচারিক হেফাজতে পাঠানো হয়। বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে, সত্য একদিন প্রকাশ পাবে।’
এদিকে পুলিশ আরও দুই বোর্ড কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।
রাজনৈতিক প্রতিক্রিয়া
এই কেলেঙ্কারি ঘিরে কেরালায় রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধী কংগ্রেস নেতা ভি ডি সতীসন অভিযোগ করে বলেছেন, ‘প্রায় ৫ কেজি সোনা চুরি গেছে, এর সঙ্গে কর্মকর্তারাও জড়িত।’ তিনি মন্দির বিষয়ক মন্ত্রী ভি এন বাসাবানের পদত্যাগ দাবি করেছেন।
মন্ত্রী বাসাবান অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, ‘তদন্ত আদালতের নজরদারিতে চলছে, আমরা কিছুই লুকাব না।’
কেরালার হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, ছয় সপ্তাহের মধ্যেই এই তদন্ত শেষ করে দোষীদের পরিচয় বের করে বিচারের আওতায় আনতে হবে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আলোচনায় সেই খুঁটিনাটি বিষয়গুলো এবং কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তার ওপর গুরুত্ব দেবে বলে আশা করা হচ্ছে। মার্কিন প্রতিনিধিরা এখানে মধ্যস্থতা করছেন।
২৪ মার্চ ২০২৫
তিন চীনা নভোচারীর পৃথিবীতে ফেরার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। কারণ তাঁদের ফিরে আসার মহাকাশযান ‘শেনঝু-২০’ সম্ভবত মহাকাশের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) এক বিবৃতিতে জানিয়েছে, নভোচারী চেন দং, চেন ঝোংরুই এবং ওয়াং জি ছয় মাসের মিশন শেষে...
১ ঘণ্টা আগে
সিরীয়-আমেরিকান ইলাস্ট্রেটর ও ডিজাইনার রামা দুয়াজি সম্প্রতি আলোচনায় এসেছেন নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির স্ত্রী হিসেবে। তবে নিজস্ব পরিচয়ে তিনি একজন প্রতিভাবান শিল্পী। তিনি তাঁর কাজের ভেতর দিয়ে নারী, আরব পরিচয়, প্রতিরোধ ও সহমর্মিতার বিষয়গুলোকে গভীরভাবে অনুসন্ধান করেন।
৩ ঘণ্টা আগে
থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ কোহ ফাঙ্গানে ‘সেক্স যোগা’ বা তান্ত্রিক যোগচর্চা শেখানোর অভিযোগে এক ব্রিটিশ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারিয়া শেচেতিনিনা নামে ৪০ বছর বয়সী ওই নারী নিজেকে ‘তান্ত্রিক আধ্যাত্মিকতা ও পবিত্র যৌনতার’ শিক্ষক হিসেবে পরিচয় দিতেন।
৪ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

সিরীয়-আমেরিকান ইলাস্ট্রেটর ও ডিজাইনার রামা দুয়াজি সম্প্রতি আলোচনায় এসেছেন নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির স্ত্রী হিসেবে। তবে নিজস্ব পরিচয়ে তিনি একজন প্রতিভাবান শিল্পী। তিনি তাঁর কাজের ভেতর দিয়ে নারী, আরব পরিচয়, প্রতিরোধ ও সহমর্মিতার বিষয়গুলোকে গভীরভাবে অনুসন্ধান করেন।
বুধবার (৫ নভেম্বর) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, রামার জন্ম যুক্তরাষ্ট্রের হিউস্টনে। ৯ বছর বয়সে পরিবারের সঙ্গে তিনি দুবাইয়ে চলে যান। সেখানেই বড় হন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য কাতারের ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। পরে যুক্তরাষ্ট্রের রিচমন্ড ক্যাম্পাসে স্থানান্তর হয়ে তিনি স্নাতক সম্পন্ন করেন।
রামা দুয়াজির শিল্পকর্ম মূলত কালো-সাদা রেখাচিত্রে নারীর প্রতিকৃতি, যেখানে দেখা যায় নারীসত্তা, অভিব্যক্তি ও বৈচিত্র্যের প্রতি গভীর মমতা। তাঁর কাজ প্রকাশিত হয়েছে দ্য নিউ ইয়র্কার, ওয়াশিংটন পোস্ট, বিবিসি, অ্যাপল, স্পোটিফাই, ভাইস এবং টেট মডার্ন–এর মতো বিশ্বখ্যাত মাধ্যমগুলোতে। পাশাপাশি ভার্জিনিয়া ও বৈরুতে তাঁর একক প্রদর্শনী হয়েছে।
২০২১ সালে এক ডেটিং অ্যাপে রামা ও জোহরান মামদানির পরিচয় হয়। পরে তাঁদের প্রথম দেখা হয় ব্রুকলিনের একটি ইয়েমেনি কফিশপে। এভাবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্কের গভীরতা বাড়ে। একপর্যায়ে তাঁরা লোয়ার ম্যানহাটনের আদালতে বিয়ে করেন। দুবাইয়ে তাঁদের বাগদান ও নিকাহ অনুষ্ঠানটি ছিল রূপকথার মতো। সূর্যাস্তের পটভূমিতে ফুল ও সবুজে সাজানো এক রোমান্টিক আবহ তৈরি করা হয়েছিল।
রামা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবনের চেয়ে শিল্পকর্ম ও সামাজিক বিষয়ে বেশি সক্রিয়। বিশেষ করে ফিলিস্তিনের প্রতি তাঁর অবস্থান বহুবার প্রকাশ পেয়েছে। ২০২১ সালে একটি ইলাস্ট্রেশনে তিনজন মানুষকে তিনি একসঙ্গে কনুই মিলিয়ে দাঁড়ানো অবস্থায় দেখিয়েছিলেন, যার ওপরে আরবিতে লেখা ছিল—‘আমরা ছাড়ব না।’ গাজায় ক্ষুধা ও মানবিক সংকট নিয়েও তিনি সচেতনতা তৈরির কাজ করেছেন।
মাত্র ২৮ বছর বয়সে রামা হবেন নিউইয়র্ক সিটি মেয়রের বাসভবন গ্রেসি ম্যানসনে বসবাসকারী প্রথম জেনারেশন–জেড সদস্য। তবে জোহরান মামদানির ভাষায়, ‘রামা শুধু আমার স্ত্রী নন, তিনি একজন অসাধারণ শিল্পী, যিনি নিজের কাজ দিয়ে পরিচিত হওয়ার যোগ্য।’
করোনা মহামারির বেশ কিছু সময় পরিবারের সঙ্গে দুবাইয়ে কাটিয়েছিলেন রামা। পরে নিউইয়র্কে স্থায়ী হন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি নতুন শহরে এসেছিলাম, কাউকে চিনতাম না। তাই ইনস্টাগ্রামে দেখা সৃজনশীল মানুষদের বার্তা পাঠাতে শুরু করি। অবাক করা বিষয় হলো, নিউইয়র্কে মানুষ নতুন সম্পর্ক গড়ায় বেশ খোলা মন। এভাবেই আমি অনেক দারুণ আরব-আমেরিকান শিল্পীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছি।’
রামা দুয়াজি আজ শুধু নিউইয়র্কের মেয়রের স্ত্রী নন, বরং আধুনিক আরব নারীর এক সাহসী ও সৃজনশীল প্রতীক, যিনি শিল্পের মাধ্যমে নিজের শিকড় ও মানবিক দায়বদ্ধতা একসূত্রে বেঁধেছেন।

সিরীয়-আমেরিকান ইলাস্ট্রেটর ও ডিজাইনার রামা দুয়াজি সম্প্রতি আলোচনায় এসেছেন নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির স্ত্রী হিসেবে। তবে নিজস্ব পরিচয়ে তিনি একজন প্রতিভাবান শিল্পী। তিনি তাঁর কাজের ভেতর দিয়ে নারী, আরব পরিচয়, প্রতিরোধ ও সহমর্মিতার বিষয়গুলোকে গভীরভাবে অনুসন্ধান করেন।
বুধবার (৫ নভেম্বর) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, রামার জন্ম যুক্তরাষ্ট্রের হিউস্টনে। ৯ বছর বয়সে পরিবারের সঙ্গে তিনি দুবাইয়ে চলে যান। সেখানেই বড় হন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য কাতারের ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। পরে যুক্তরাষ্ট্রের রিচমন্ড ক্যাম্পাসে স্থানান্তর হয়ে তিনি স্নাতক সম্পন্ন করেন।
রামা দুয়াজির শিল্পকর্ম মূলত কালো-সাদা রেখাচিত্রে নারীর প্রতিকৃতি, যেখানে দেখা যায় নারীসত্তা, অভিব্যক্তি ও বৈচিত্র্যের প্রতি গভীর মমতা। তাঁর কাজ প্রকাশিত হয়েছে দ্য নিউ ইয়র্কার, ওয়াশিংটন পোস্ট, বিবিসি, অ্যাপল, স্পোটিফাই, ভাইস এবং টেট মডার্ন–এর মতো বিশ্বখ্যাত মাধ্যমগুলোতে। পাশাপাশি ভার্জিনিয়া ও বৈরুতে তাঁর একক প্রদর্শনী হয়েছে।
২০২১ সালে এক ডেটিং অ্যাপে রামা ও জোহরান মামদানির পরিচয় হয়। পরে তাঁদের প্রথম দেখা হয় ব্রুকলিনের একটি ইয়েমেনি কফিশপে। এভাবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্কের গভীরতা বাড়ে। একপর্যায়ে তাঁরা লোয়ার ম্যানহাটনের আদালতে বিয়ে করেন। দুবাইয়ে তাঁদের বাগদান ও নিকাহ অনুষ্ঠানটি ছিল রূপকথার মতো। সূর্যাস্তের পটভূমিতে ফুল ও সবুজে সাজানো এক রোমান্টিক আবহ তৈরি করা হয়েছিল।
রামা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবনের চেয়ে শিল্পকর্ম ও সামাজিক বিষয়ে বেশি সক্রিয়। বিশেষ করে ফিলিস্তিনের প্রতি তাঁর অবস্থান বহুবার প্রকাশ পেয়েছে। ২০২১ সালে একটি ইলাস্ট্রেশনে তিনজন মানুষকে তিনি একসঙ্গে কনুই মিলিয়ে দাঁড়ানো অবস্থায় দেখিয়েছিলেন, যার ওপরে আরবিতে লেখা ছিল—‘আমরা ছাড়ব না।’ গাজায় ক্ষুধা ও মানবিক সংকট নিয়েও তিনি সচেতনতা তৈরির কাজ করেছেন।
মাত্র ২৮ বছর বয়সে রামা হবেন নিউইয়র্ক সিটি মেয়রের বাসভবন গ্রেসি ম্যানসনে বসবাসকারী প্রথম জেনারেশন–জেড সদস্য। তবে জোহরান মামদানির ভাষায়, ‘রামা শুধু আমার স্ত্রী নন, তিনি একজন অসাধারণ শিল্পী, যিনি নিজের কাজ দিয়ে পরিচিত হওয়ার যোগ্য।’
করোনা মহামারির বেশ কিছু সময় পরিবারের সঙ্গে দুবাইয়ে কাটিয়েছিলেন রামা। পরে নিউইয়র্কে স্থায়ী হন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি নতুন শহরে এসেছিলাম, কাউকে চিনতাম না। তাই ইনস্টাগ্রামে দেখা সৃজনশীল মানুষদের বার্তা পাঠাতে শুরু করি। অবাক করা বিষয় হলো, নিউইয়র্কে মানুষ নতুন সম্পর্ক গড়ায় বেশ খোলা মন। এভাবেই আমি অনেক দারুণ আরব-আমেরিকান শিল্পীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছি।’
রামা দুয়াজি আজ শুধু নিউইয়র্কের মেয়রের স্ত্রী নন, বরং আধুনিক আরব নারীর এক সাহসী ও সৃজনশীল প্রতীক, যিনি শিল্পের মাধ্যমে নিজের শিকড় ও মানবিক দায়বদ্ধতা একসূত্রে বেঁধেছেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আলোচনায় সেই খুঁটিনাটি বিষয়গুলো এবং কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তার ওপর গুরুত্ব দেবে বলে আশা করা হচ্ছে। মার্কিন প্রতিনিধিরা এখানে মধ্যস্থতা করছেন।
২৪ মার্চ ২০২৫
তিন চীনা নভোচারীর পৃথিবীতে ফেরার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। কারণ তাঁদের ফিরে আসার মহাকাশযান ‘শেনঝু-২০’ সম্ভবত মহাকাশের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) এক বিবৃতিতে জানিয়েছে, নভোচারী চেন দং, চেন ঝোংরুই এবং ওয়াং জি ছয় মাসের মিশন শেষে...
১ ঘণ্টা আগে
দক্ষিণ ভারতের বিখ্যাত সবরিমালা মন্দিরে সোনা চুরির অভিযোগে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কেরালা হাইকোর্ট জানিয়েছে, মন্দিরের কয়েকটি দেবমূর্তি থেকে সোনার আবরণ খুলে নেওয়ার প্রমাণ মিলেছে। প্রতিবছর লক্ষাধিক ভক্তের দর্শনস্থল এই মন্দিরে এমন কেলেঙ্কারি ভক্তদের হতবাক করেছে।
১ ঘণ্টা আগে
থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ কোহ ফাঙ্গানে ‘সেক্স যোগা’ বা তান্ত্রিক যোগচর্চা শেখানোর অভিযোগে এক ব্রিটিশ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারিয়া শেচেতিনিনা নামে ৪০ বছর বয়সী ওই নারী নিজেকে ‘তান্ত্রিক আধ্যাত্মিকতা ও পবিত্র যৌনতার’ শিক্ষক হিসেবে পরিচয় দিতেন।
৪ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ কোহ ফাঙ্গানে ‘সেক্স ইয়োগা’ বা তান্ত্রিক যোগচর্চা শেখানোর অভিযোগে এক ব্রিটিশ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারিয়া শেচেতিনিনা নামে ৪০ বছর বয়সী ওই নারী নিজেকে ‘তান্ত্রিক আধ্যাত্মিকতা ও পবিত্র যৌনতার’ শিক্ষক হিসেবে পরিচয় দিতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘মারিয়া স্কাই লাভ’ নামে সক্রিয় ছিলেন এবং প্রতি সপ্তাহে যোগা ও তান্ত্রিক ম্যাসাজ ক্লাস চালাতেন।
পুলিশ জানিয়েছে, গত ৪ নভেম্বর স্থানীয় একটি রেস্তোরাঁর পেছনে ক্লাস নিচ্ছিলেন মারিয়া। এমন সময় পর্যটন পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আটকের সময় মারিয়া পুলিশকে বলেন, ‘আমার আইনজীবী বলেছেন, এটা এখানে বৈধ।’ তবে পুলিশ তাঁর পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট পরীক্ষা করে দেখতে পায়—তিনি একটি রেসিডেন্সিয়াল প্রোপার্টি কোম্পানির কাস্টমার রিলেশনস ম্যানেজার হিসেবে কাজের অনুমতি পেয়েছেন, যোগা বা ম্যাসাজ শেখানোর অনুমতি নেই তাঁর।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি ক্লাসে ৪০০ বাথ (প্রায় ১৫০০ টাকা) ফি নিতেন মারিয়া। পুলিশ তাঁর কাছ থেকে যোগা নোট, বিজ্ঞাপন ফ্লায়ার, টিকিট, ব্যানার এবং কিউআর কোড-সংবলিত প্রচারপত্র জব্দ করেছে।
পর্যটন পুলিশ বিভাগের লেফটেন্যান্ট কর্নেল উইনিত বুনচিত জানান, মারিয়ার ‘অশালীন ও ঝুঁকিপূর্ণ’ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের বিষয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানানোর পরই তদন্ত শুরু হয়। তিনি বলেন, ‘বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত জরুরি ডিক্রির আওতায় তান্ত্রিক যোগা প্রশিক্ষক হিসেবে কাজ করা অনুমোদিত নয়। তাই তাঁকে অবৈধভাবে কাজ করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।’
এর আগে চলতি বছরের মার্চে একই দ্বীপে পোল্যান্ডের ইউটিউবার মিখাল গ্রিগোরুককেও ‘সেক্স যোগা’ ক্লাস চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।
কোহ ফাঙ্গান দ্বীপটি দীর্ঘদিন ধরে ‘হিপি স্বর্গ’ হিসেবে পরিচিত—যেখানে আধ্যাত্মিক রিট্রিট, নিরামিষ ক্যাফে ও বিখ্যাত ফুল মুন পার্টির কারণে সারা বিশ্বের পর্যটকেরা ভিড় জমান। তবে পুলিশের আশঙ্কা, অনেক বিদেশি পর্যটক সঠিক ভিসা ও ওয়ার্ক পারমিট ছাড়াই সেখানে বিভিন্ন ধরনের মেডিটেশন ও বিকল্প থেরাপির কর্মশালা চালাচ্ছেন।

থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ কোহ ফাঙ্গানে ‘সেক্স ইয়োগা’ বা তান্ত্রিক যোগচর্চা শেখানোর অভিযোগে এক ব্রিটিশ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারিয়া শেচেতিনিনা নামে ৪০ বছর বয়সী ওই নারী নিজেকে ‘তান্ত্রিক আধ্যাত্মিকতা ও পবিত্র যৌনতার’ শিক্ষক হিসেবে পরিচয় দিতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘মারিয়া স্কাই লাভ’ নামে সক্রিয় ছিলেন এবং প্রতি সপ্তাহে যোগা ও তান্ত্রিক ম্যাসাজ ক্লাস চালাতেন।
পুলিশ জানিয়েছে, গত ৪ নভেম্বর স্থানীয় একটি রেস্তোরাঁর পেছনে ক্লাস নিচ্ছিলেন মারিয়া। এমন সময় পর্যটন পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আটকের সময় মারিয়া পুলিশকে বলেন, ‘আমার আইনজীবী বলেছেন, এটা এখানে বৈধ।’ তবে পুলিশ তাঁর পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট পরীক্ষা করে দেখতে পায়—তিনি একটি রেসিডেন্সিয়াল প্রোপার্টি কোম্পানির কাস্টমার রিলেশনস ম্যানেজার হিসেবে কাজের অনুমতি পেয়েছেন, যোগা বা ম্যাসাজ শেখানোর অনুমতি নেই তাঁর।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি ক্লাসে ৪০০ বাথ (প্রায় ১৫০০ টাকা) ফি নিতেন মারিয়া। পুলিশ তাঁর কাছ থেকে যোগা নোট, বিজ্ঞাপন ফ্লায়ার, টিকিট, ব্যানার এবং কিউআর কোড-সংবলিত প্রচারপত্র জব্দ করেছে।
পর্যটন পুলিশ বিভাগের লেফটেন্যান্ট কর্নেল উইনিত বুনচিত জানান, মারিয়ার ‘অশালীন ও ঝুঁকিপূর্ণ’ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের বিষয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানানোর পরই তদন্ত শুরু হয়। তিনি বলেন, ‘বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত জরুরি ডিক্রির আওতায় তান্ত্রিক যোগা প্রশিক্ষক হিসেবে কাজ করা অনুমোদিত নয়। তাই তাঁকে অবৈধভাবে কাজ করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।’
এর আগে চলতি বছরের মার্চে একই দ্বীপে পোল্যান্ডের ইউটিউবার মিখাল গ্রিগোরুককেও ‘সেক্স যোগা’ ক্লাস চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।
কোহ ফাঙ্গান দ্বীপটি দীর্ঘদিন ধরে ‘হিপি স্বর্গ’ হিসেবে পরিচিত—যেখানে আধ্যাত্মিক রিট্রিট, নিরামিষ ক্যাফে ও বিখ্যাত ফুল মুন পার্টির কারণে সারা বিশ্বের পর্যটকেরা ভিড় জমান। তবে পুলিশের আশঙ্কা, অনেক বিদেশি পর্যটক সঠিক ভিসা ও ওয়ার্ক পারমিট ছাড়াই সেখানে বিভিন্ন ধরনের মেডিটেশন ও বিকল্প থেরাপির কর্মশালা চালাচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আলোচনায় সেই খুঁটিনাটি বিষয়গুলো এবং কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তার ওপর গুরুত্ব দেবে বলে আশা করা হচ্ছে। মার্কিন প্রতিনিধিরা এখানে মধ্যস্থতা করছেন।
২৪ মার্চ ২০২৫
তিন চীনা নভোচারীর পৃথিবীতে ফেরার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। কারণ তাঁদের ফিরে আসার মহাকাশযান ‘শেনঝু-২০’ সম্ভবত মহাকাশের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) এক বিবৃতিতে জানিয়েছে, নভোচারী চেন দং, চেন ঝোংরুই এবং ওয়াং জি ছয় মাসের মিশন শেষে...
১ ঘণ্টা আগে
দক্ষিণ ভারতের বিখ্যাত সবরিমালা মন্দিরে সোনা চুরির অভিযোগে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কেরালা হাইকোর্ট জানিয়েছে, মন্দিরের কয়েকটি দেবমূর্তি থেকে সোনার আবরণ খুলে নেওয়ার প্রমাণ মিলেছে। প্রতিবছর লক্ষাধিক ভক্তের দর্শনস্থল এই মন্দিরে এমন কেলেঙ্কারি ভক্তদের হতবাক করেছে।
১ ঘণ্টা আগে
সিরীয়-আমেরিকান ইলাস্ট্রেটর ও ডিজাইনার রামা দুয়াজি সম্প্রতি আলোচনায় এসেছেন নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির স্ত্রী হিসেবে। তবে নিজস্ব পরিচয়ে তিনি একজন প্রতিভাবান শিল্পী। তিনি তাঁর কাজের ভেতর দিয়ে নারী, আরব পরিচয়, প্রতিরোধ ও সহমর্মিতার বিষয়গুলোকে গভীরভাবে অনুসন্ধান করেন।
৩ ঘণ্টা আগে