Ajker Patrika

রুশ বাহিনী খেরসন ছেড়ে গেলেও রয়ে গেছে ক্ষত

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১২: ৫৩
রুশ বাহিনী খেরসন ছেড়ে গেলেও রয়ে গেছে ক্ষত

অধিকৃত খেরসন থেকে রাশিয়ার সেনারা চলে যাওয়ার পর শহরটির দখল এখন ইউক্রেনীয় বাহিনীর হাতে। স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার পরিস্থিতি। রুশ সেনাদের চলে যাওয়াকে নিজেদের বিজয় হিসেবে দেখছে কিয়েভ। কিন্তু যুদ্ধবিধ্বস্ত শহরের সবখানে এখনো লড়াইয়ের ক্ষত। পানি নেই, বিদ্যুৎ সরবরাহ বন্ধ, এমনকি পাওয়া যাচ্ছে না ইন্টারনেট সংযোগও।

আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, রাশিয়ার বিরুদ্ধে খেরসনের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো ধ্বংসের অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ বাহিনী খেরসন ছাড়ার আগে শহরটির যোগাযোগব্যবস্থা, পানি ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন তিনি।

শনিবার (১২ নভেম্বর) এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘পালিয়ে যাওয়ার আগে রুশ বাহিনী খেরসনের যোগাযোগ, পানি, তাপ ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার ব্যাপক ক্ষতি করে গেছে। তবে বিশ্বাস করুন, আমরা সবকিছু দ্রুত সামলে নিতে পারব।’

যুদ্ধবিধ্বস্ত খেরসন শহরের সবখানে এখনো লড়াইয়ের ক্ষত। এর আগে শুক্রবার (১১ নভেম্বর) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিশেষ ইউনিট খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে বলে নিশ্চিত করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক অভিযান শুরুর কিছুদিন পরই খেরসন দখলে নেয় রাশিয়ার সেনারা। শুক্রবার রুশ সেনারা শহরটি ছেড়ে যাওয়ার পর বাসিন্দাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পেরে আনন্দে উচ্ছ্বসিত বাসিন্দারা শহরটির কেন্দ্রে জাতীয় সংগীত গেয়ে ও জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেন। এ ছাড়া শহরে ফিরে আসা ইউক্রেনীয় সৈন্যদের আলিঙ্গন করে অভিনন্দন জানাচ্ছেন অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত