আজকের পত্রিকা ডেস্ক
রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই বিশ্বের বড় জোটগুলোর সহায়তা চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লিথুয়ানিয়ায় গত জুলাইয়ে অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলনে তিনি সদস্যপদের আশায় ছিলেন। সেখানে পদ না পেলেও সহায়তার আশ্বাস পেয়েছেন। এবার ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদের আশায় স্পেনে গেছেন জেলেনস্কি।
গত বৃহস্পতিবার স্পেনের গ্রানাডায় শুরু হয়েছে তৃতীয় ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটির (ইপিসি) শীর্ষ সম্মেলন। বৃহস্পতিবারের বৈঠকে অংশগ্রহণকারী নেতারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলা এবং ইউক্রেনকে সমর্থন দেওয়ার বার্তা দিয়েছেন। তবে ইইউ নেতাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউক্রেনের ঋণ ও বর্তমান বিপর্যয়কর অবস্থা। গতকাল শুক্রবার এসব বিষয় মাথায় রেখেই ইউক্রেনকে কীভাবে ও কখন ইইউ ব্লকে ঢোকানো যায়, তা নিয়ে আলোচনা করার কথা ছিল নেতাদের। খবর দ্য গার্ডিয়ানের।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ২৭ সদস্যের ইইউ বলে আসছে, যুদ্ধ শেষে ‘স্থায়ী ঐক্যের’ জন্য তাঁরা অবিচলভাবে কাজ করবেন। এ প্রক্রিয়ার মাধ্যমেই ইউক্রেনের সদস্যপদ নিশ্চিত হবে। তবে যে জাতিটি টিকে থাকার জন্য সংগ্রাম করছে, তাদের বিষয়ে ইইউ কত দ্রুত সিদ্ধান্তে আসে, সেটিই এখন দেখার বিষয়। কেননা, ইউক্রেন ছাড়াও বেশ কয়েকটি পশ্চিম বলকান দেশ ও মালদোভা সদস্যপদ পেতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছে। এমন অবস্থায় গ্রানাডা সম্মেলনে ইইউর সম্প্রসারণের বিষয়ে আলোচনা করার কথা নেতাদের। তবে, তাঁরা সম্মেলনকে অনানুষ্ঠানিক হিসেবে উল্লেখ করেছেন। সম্মেলনে ইউক্রেনের প্রতি সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ বেশ কয়েকজন নেতা।
গ্রানাডার ওই সম্মেলনের দিনই ইউক্রেনের খারকিভ শহরে গতকাল ভোরে নতুন করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১০ বছর বয়সী এক শিশু ও তাঁর দাদি নিহত হন। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় দক্ষিণাঞ্চলের ওডেসা অঞ্চলে শস্য ও বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহুবোভ জানিয়েছেন, রাশিয়ার ছোড়া দুটি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই শিশু ও তার দাদি নিহত হন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ১১ মাস বয়সী এক শিশুসহ ২৮ জন আহত হয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার খারকিভের গ্রাম রোজায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পর্যন্ত ওই হামলায় নিহতের সংখ্যা ৫২ জনে পৌঁছেছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেনকো বলেছেন, বৃহস্পতিবারের হামলায় রোজা গ্রামের প্রতিটি পরিবারের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ক্লিমেনকো বলেছেন, বৃহস্পতিবার হামলার আগে রোজা গ্রামের জনসংখ্যা ছিল ৩৩০। গ্রামের প্রতিটি পরিবারের কমপক্ষে একজন করে সদস্য রাশিয়ার হামলায় ক্ষতির শিকার হয়েছেন।
হামলায় বেশ কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের ওপর মস্কোর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা।
তবে গতকাল ক্রেমলিন দাবি করেছে, রাশিয়া কখনোই ইউক্রেনের বেসামরিক কোনো কিছুকে লক্ষ্য করে হামলা চালায়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের সামরিক অবকাঠামোর পাশাপাশি সেনা ও দেশটির সামরিক নেতৃত্বের ওপর হামলা চালিয়েছেন তাঁরা।
হামলার ঘটনাটিকে গণহত্যার সমতুল্য বলে অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এদিকে বৃহস্পতিবারের ওই হামলার ঘটনাকে ‘ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছে হোয়াইট হাউস। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, এই হামলা রুশ বাহিনীর নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ। ইউক্রেন যাতে রাশিয়ার হামলা মোকাবিলা করতে পারে সে জন্য সব দিক থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এক্সে লিখেছেন, ‘যত দিন সুপার মার্কেট ও ক্যাফেতে বোমাবর্ষণ হবে, তত দিন আমরা পুতিনের ক্ষেপণাস্ত্র সন্ত্রাস থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য সবকিছু করব।’
রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই বিশ্বের বড় জোটগুলোর সহায়তা চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লিথুয়ানিয়ায় গত জুলাইয়ে অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলনে তিনি সদস্যপদের আশায় ছিলেন। সেখানে পদ না পেলেও সহায়তার আশ্বাস পেয়েছেন। এবার ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদের আশায় স্পেনে গেছেন জেলেনস্কি।
গত বৃহস্পতিবার স্পেনের গ্রানাডায় শুরু হয়েছে তৃতীয় ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটির (ইপিসি) শীর্ষ সম্মেলন। বৃহস্পতিবারের বৈঠকে অংশগ্রহণকারী নেতারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলা এবং ইউক্রেনকে সমর্থন দেওয়ার বার্তা দিয়েছেন। তবে ইইউ নেতাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউক্রেনের ঋণ ও বর্তমান বিপর্যয়কর অবস্থা। গতকাল শুক্রবার এসব বিষয় মাথায় রেখেই ইউক্রেনকে কীভাবে ও কখন ইইউ ব্লকে ঢোকানো যায়, তা নিয়ে আলোচনা করার কথা ছিল নেতাদের। খবর দ্য গার্ডিয়ানের।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ২৭ সদস্যের ইইউ বলে আসছে, যুদ্ধ শেষে ‘স্থায়ী ঐক্যের’ জন্য তাঁরা অবিচলভাবে কাজ করবেন। এ প্রক্রিয়ার মাধ্যমেই ইউক্রেনের সদস্যপদ নিশ্চিত হবে। তবে যে জাতিটি টিকে থাকার জন্য সংগ্রাম করছে, তাদের বিষয়ে ইইউ কত দ্রুত সিদ্ধান্তে আসে, সেটিই এখন দেখার বিষয়। কেননা, ইউক্রেন ছাড়াও বেশ কয়েকটি পশ্চিম বলকান দেশ ও মালদোভা সদস্যপদ পেতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছে। এমন অবস্থায় গ্রানাডা সম্মেলনে ইইউর সম্প্রসারণের বিষয়ে আলোচনা করার কথা নেতাদের। তবে, তাঁরা সম্মেলনকে অনানুষ্ঠানিক হিসেবে উল্লেখ করেছেন। সম্মেলনে ইউক্রেনের প্রতি সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ বেশ কয়েকজন নেতা।
গ্রানাডার ওই সম্মেলনের দিনই ইউক্রেনের খারকিভ শহরে গতকাল ভোরে নতুন করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১০ বছর বয়সী এক শিশু ও তাঁর দাদি নিহত হন। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় দক্ষিণাঞ্চলের ওডেসা অঞ্চলে শস্য ও বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহুবোভ জানিয়েছেন, রাশিয়ার ছোড়া দুটি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই শিশু ও তার দাদি নিহত হন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ১১ মাস বয়সী এক শিশুসহ ২৮ জন আহত হয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার খারকিভের গ্রাম রোজায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পর্যন্ত ওই হামলায় নিহতের সংখ্যা ৫২ জনে পৌঁছেছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেনকো বলেছেন, বৃহস্পতিবারের হামলায় রোজা গ্রামের প্রতিটি পরিবারের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ক্লিমেনকো বলেছেন, বৃহস্পতিবার হামলার আগে রোজা গ্রামের জনসংখ্যা ছিল ৩৩০। গ্রামের প্রতিটি পরিবারের কমপক্ষে একজন করে সদস্য রাশিয়ার হামলায় ক্ষতির শিকার হয়েছেন।
হামলায় বেশ কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের ওপর মস্কোর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা।
তবে গতকাল ক্রেমলিন দাবি করেছে, রাশিয়া কখনোই ইউক্রেনের বেসামরিক কোনো কিছুকে লক্ষ্য করে হামলা চালায়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের সামরিক অবকাঠামোর পাশাপাশি সেনা ও দেশটির সামরিক নেতৃত্বের ওপর হামলা চালিয়েছেন তাঁরা।
হামলার ঘটনাটিকে গণহত্যার সমতুল্য বলে অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এদিকে বৃহস্পতিবারের ওই হামলার ঘটনাকে ‘ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছে হোয়াইট হাউস। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, এই হামলা রুশ বাহিনীর নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ। ইউক্রেন যাতে রাশিয়ার হামলা মোকাবিলা করতে পারে সে জন্য সব দিক থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এক্সে লিখেছেন, ‘যত দিন সুপার মার্কেট ও ক্যাফেতে বোমাবর্ষণ হবে, তত দিন আমরা পুতিনের ক্ষেপণাস্ত্র সন্ত্রাস থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য সবকিছু করব।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে