Ajker Patrika

ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় বার্লিনে হাজারো মানুষের বিক্ষোভ

ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় বার্লিনে হাজারো মানুষের বিক্ষোভ

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করায় জার্মানির রাজধানী বার্লিনে অন্তত ১০ হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বিশৃঙ্খলা ঠেকাতে হাজার হাজার পুলিশ মোতায়েন করেছে জার্মান সরকার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটেছে। 

জার্মানির বামপন্থী ডাই লিংক পার্টির সদস্য সাহরা ওয়াগেনকনেখ্ট এ বিক্ষোভের ডাক দিয়েছেন। বিক্ষোভ আয়োজনকারীরা তাদের ওয়েবসাইটে বলেছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ক্রমবর্ধমান অস্ত্র সরবরাহ বন্ধ করতে আমরা জার্মান চ্যান্সেলরকে আহ্বান জানাচ্ছি। কারণ প্রতিদিন সেখানে অন্তত ১ হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। পরিস্থিতি ক্রমশ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাচ্ছে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্তি হয়েছে। এ যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। 

বিক্ষোভকারীরা অসংখ্য ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। একটি ব্যানারে লেখা ছিল—‘আপনার আলোচনা করুন। যুদ্ধকে দীর্ঘায়িত করবেন না। এটা আমাদের যুদ্ধ নয়।’ 

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, মধ্য বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের চারপাশে অন্তত ১০ হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। পরিস্থিতি শান্ত রাখতে ১ হাজার ৪০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল। 

বিক্ষোভে যারা অংশ নিয়েছিলেন তারা সবাই বামপন্থী বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র। জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনার বলেছেন, বিক্ষোভটি শান্তিপূর্ণ ছিল। তারপরও এ ধরনের বিক্ষোভের বিরোধিতা করা উচিত। কারণ এই মুহূর্তে কেউ যদি ইউক্রেনের পাশে না দাঁড়ায়, তিনি নিশ্চিতভাবেই ইতিহাস ভুলে আছেন। 

গত মাসে ইউক্রেনকে লেপার্ড ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস অন্তত ১৪টি ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। 

অন্যদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ৩০ থেকে ৫০টি আব্রাম ট্যাংক পাঠাতে পারে। যদিও ঠিক কবে নাগাদ এই ট্যাংক পাঠানো হবে, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত