Ajker Patrika

রাশিয়ার শোইগু ও গেরাসিমভের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট : ২৫ জুন ২০২৪, ১৮: ০৬
রাশিয়ার শোইগু ও গেরাসিমভের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং শীর্ষস্থানীয় রুশ জেনারেল ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন খবরটি দিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে আইসিসি বলেছে, ২০২২ সালের ১০ অক্টোবর থেকে অন্তত ২০২৩ সালের ৯ মার্চ পর্যন্ত ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামোতে রুশ সশস্ত্র বাহিনীর দ্বারা পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলার জন্য এই দুজনকে (শোইগু ও গেরাসিমভ) দায়ী করার যুক্তিসংগত কারণ খুঁজে পেয়েছেন বিচারকেরা।

ইউক্রেনের বেসামরিক ব্যক্তি এবং বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলা চালানোর ব্যাপারে রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ ছিল।

ইউক্রেনের মতো আইসিসির সদস্য নয় রাশিয়া। দেশটি বারবার বলেছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ছিল তাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তু।

তবে বেসামরিক ইউক্রেনীয় এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮৫১ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত