সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্রিটিশ লেখক সালমান রুশদির প্রতি সহানুভূতি প্রকাশ করায় হত্যার হুমকি পেয়েছেন আরেক জনপ্রিয় ব্রিটিশ লেখক জে কে রাওলিং। পাকিস্তানের একজন উগ্র ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে বলেছেন, ‘এবার আপনার পালা।’ ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট ও ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত শুক্রবার নিউইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে ছুরিকাঘাতের শিকার হন ৭৫ বছর বয়সী বিশ্বখ্যাত লেখক সালমান রুশদি। ঘটনার পরপরই রুশদিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালে। তাঁর বইয়ের প্রকাশক অ্যান্ড্রু উইলি জানান, ‘অস্ত্রোপচারের পর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কথা বলতে পারেননি রুশদি। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। ছুরিকাঘাতে তাঁর বাহুর স্নায়ু বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।’
এ খবর জানার পর হ্যারি পটার খ্যাত ঔপন্যাসিক জে কে রাওলিং তাঁর টুইটার অ্যাকাউন্টে রুশদির প্রতি সহানুভূতি জানিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন—‘ভয়াবহ দুঃসংবাদ! এমন খবর শোনার পর রীতিমতো অসুস্থ বোধ করছি। রুশদি দ্রুত সুস্থ হয়ে উঠুক।’
এই পোস্টের নিচে পাল্টা প্রতিউত্তর করেন পাকিস্তানি নাগরিক মীর আসিফ আজিজ। তিনি লেখেন—‘চিন্তা করবেন না। এবার আপনার পালা।’
এরপর জে কে রাওলিং টুইটারের কাছে এ ব্যাপারে সাহায্যের আবেদন জানান। উত্তরে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই মন্তব্যের মাধ্যমে টুইটারের নিয়মনীতি লঙ্ঘিত হয়নি।
ডেইলি মেইল জানিয়েছে, আমির আজিজ পাকিস্তানের করাচিতে বাস করেন। তিনি টুইটারে নিজেকে শিক্ষার্থী, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী ও গবেষণাকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি রুশদির ছুরিকাঘাতকারী হাদি মাতারকে ‘বিপ্লবী শিয়া যোদ্ধা’ বলে প্রশংসা করেছেন।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্রিটিশ লেখক সালমান রুশদির প্রতি সহানুভূতি প্রকাশ করায় হত্যার হুমকি পেয়েছেন আরেক জনপ্রিয় ব্রিটিশ লেখক জে কে রাওলিং। পাকিস্তানের একজন উগ্র ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে বলেছেন, ‘এবার আপনার পালা।’ ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট ও ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত শুক্রবার নিউইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে ছুরিকাঘাতের শিকার হন ৭৫ বছর বয়সী বিশ্বখ্যাত লেখক সালমান রুশদি। ঘটনার পরপরই রুশদিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালে। তাঁর বইয়ের প্রকাশক অ্যান্ড্রু উইলি জানান, ‘অস্ত্রোপচারের পর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কথা বলতে পারেননি রুশদি। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। ছুরিকাঘাতে তাঁর বাহুর স্নায়ু বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।’
এ খবর জানার পর হ্যারি পটার খ্যাত ঔপন্যাসিক জে কে রাওলিং তাঁর টুইটার অ্যাকাউন্টে রুশদির প্রতি সহানুভূতি জানিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন—‘ভয়াবহ দুঃসংবাদ! এমন খবর শোনার পর রীতিমতো অসুস্থ বোধ করছি। রুশদি দ্রুত সুস্থ হয়ে উঠুক।’
এই পোস্টের নিচে পাল্টা প্রতিউত্তর করেন পাকিস্তানি নাগরিক মীর আসিফ আজিজ। তিনি লেখেন—‘চিন্তা করবেন না। এবার আপনার পালা।’
এরপর জে কে রাওলিং টুইটারের কাছে এ ব্যাপারে সাহায্যের আবেদন জানান। উত্তরে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই মন্তব্যের মাধ্যমে টুইটারের নিয়মনীতি লঙ্ঘিত হয়নি।
ডেইলি মেইল জানিয়েছে, আমির আজিজ পাকিস্তানের করাচিতে বাস করেন। তিনি টুইটারে নিজেকে শিক্ষার্থী, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী ও গবেষণাকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি রুশদির ছুরিকাঘাতকারী হাদি মাতারকে ‘বিপ্লবী শিয়া যোদ্ধা’ বলে প্রশংসা করেছেন।
শান্তিচুক্তিতে স্বাক্ষর করতে কঙ্গো ও রুয়ান্ডার ওপর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ বাড়ছে। মার্কিন পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে চুক্তিটি হোয়াইট হাউসে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। শুধু শান্তিচুক্তিই নয়, এর সঙ্গে যুক্ত হবে পৃথক খনিজসম্পদ বিষয়ক চুক্তিও, যার ফলে কঙ্গো ও রুয়ান্ডায় যুক্তরাষ্ট্র ও অন
১ ঘণ্টা আগেইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সংস্থা স্টারলিংক। সংস্থাটি এরই মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানে কার্যক্রম পরিচালনার লাইসেন্স পেয়ে গেছে। পরীক্ষামূলক সেবা দিয়েছে। শিগগির পূর্ণাঙ্গ পরিষেবা কার্যক্রম শুরু করবে স্টারলিংক। ভারতেও স্টারলিংকের পরিষেবা চালু নিয়ে তোড়জোড় চলছে। তবে
২ ঘণ্টা আগেমালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল অপারেশনস ফোর্স (জিওএফ) ৭ম ব্যাটালিয়ন এবং পাহাং রাজ্য প্রয়োগকারী ইউনিটের যৌথ অভিযানে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেপশুর প্রতি এই নির্মম আচরণ নিয়ে প্রতিবাদের ঢেউ পৌঁছে গেছে বলিউড পর্যন্ত। প্রতিবাদ জানিয়েছেন আলিয়া ভাটের বড় বোন বলিউডের প্রযোজক পূজা ভাট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ঘোড়ার গাড়ি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে