Ajker Patrika

সুইডেনে বিক্ষোভ, গ্রেপ্তার ৪০ 

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৫: ৩৯
সুইডেনে বিক্ষোভ, গ্রেপ্তার ৪০ 

কোরআন পোড়ানোর অভিযোগে সুইডেনে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভ থেকে কমপক্ষে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

দেশটির পুলিশ জানিয়েছে, সহিংসতায় ২৬ পুলিশসহ ৪০ জন আহত হয়েছেন এবং ২০ টিরও বেশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সংঘর্ষে প্রায় ২০০ জন জড়িত ছিল। এটি অপরাধী চক্রের নেটওয়ার্কের মাধ্যমে সংগঠিত হয়ে থাকতে পারে। সংঘর্ষে জড়িত বেশ কয়েকজন পুলিশ এবং নিরাপত্তা পরিষেবার কাছে আগে থেকেই পরিচিত। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনে চলমান দাঙ্গায় পুলিশের গুলিতে তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব, ইরান ও ইরাক। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ডেনমার্কের উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পলুডান আয়োজিত একটি বিক্ষোভের পর সহিংসতা শুরু হয়। পলুডান খ্রিষ্ট ধর্মের উৎসব ইস্টার সানডের সপ্তাহান্তে সুইডেন জুড়ে একাধিক বিক্ষোভের অনুমতি পেয়েছিলেন। তাঁর আয়োজিত বিক্ষোভে কোরআন পোড়ানোর ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। পলুডান একজন ড্যানিশ-সুইডিশ রাজনীতিক।

সুইডেন সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত