Ajker Patrika

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে চাকরি হারাচ্ছেন ফ্রান্সের সেনা গোয়েন্দা প্রধান

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে চাকরি হারাচ্ছেন ফ্রান্সের সেনা গোয়েন্দা প্রধান

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ায় ফরাসি সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান জেনারেল এরিক ভিদাউদ চাকরি হারাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ফ্রান্সের সেনাবাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, জেনারেল এরিক ভিদাউদ গত গ্রীষ্মে সামরিক গোয়েন্দাদের (ডিআরএম) প্রধানের দায়িত্ব পান। অবিলম্বে তিনি তার পদ থেকে সরে যাচ্ছেন। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এই হামলা নিয়ে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের ভবিষ্যদ্বাণী এক হলেও ফ্রান্সের ভবিষ্যদ্বাণী ছিল ভিন্ন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া একটি বড় ধরনের আক্রমণের পরিকল্পনা করছে এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সঠিকভাবে মূল্যায়ন করলেও ফ্রান্স পারেনি। 

হামলার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে ইউক্রেনে সর্বাত্মক হামলা চালাবে না রাশিয়া। তখন ক্রেমলিনে পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন মাখোঁ এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনে সঙ্গে একটি শীর্ষ সম্মেলন করানোর চেষ্টা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত