Ajker Patrika

পশ্চিমাদের নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল: পুতিন

পশ্চিমাদের নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল: পুতিন

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। পশ্চিমা দেশগুলোর এসব নিষেধাজ্ঞাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

পুতিন বলেছেন, যেসব নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর আরোপ করা হচ্ছে, তা যুদ্ধ ঘোষণার শামিল। কিন্তু, ঈশ্বরকে ধন্যবাদ তা আসেনি। 

পুতিন আরও বলেন, ইউক্রেনে নো-ফ্লাই জোন ঘোষণা করার জন্য অন্য কোনো শক্তির যে কোনো প্রচেষ্টাকে রাশিয়া সামরিক সংঘাতের একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে। পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ ইউরোপ ও বিশ্বের জন্য বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে। 

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি ইউক্রেনের আকাশসীমায় নো-ফ্লাই ঘোষণার অনুরোধ জানায়। কিন্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটো সামরিক জোট নো-ফ্লাই জোনের জন্য কিয়েভের অনুরোধ প্রত্যাখ্যান করে। কারণ, এটি ইউক্রেনের বাইরে যুদ্ধকে আরও বিস্তৃত করবে এবং রাশিয়ার ও মার্কিন যুক্তরাষ্ট্রকে মুখোমুখি দাঁড় করাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত