ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফর করতে পারেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর।
ডেইলি মিরর রাজ পরিবারের একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, ‘এমন একটি সফরের পরিকল্পনা করা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। রাজা ও রানির দক্ষিণ এশিয়া সফর কেবল ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ নয়। এটি বৈশ্বিক মঞ্চে আমাদের দেশের কৌশলগত অবস্থানকেও মজবুত করবে।’
গত ফেব্রুয়ারিতে রাজার ক্যানসার আক্রান্তের খবরটি প্রকাশ্যে আনে বাকিংহাম প্যালেস। তবে চিকিৎসকেরা জানান, রাজার চিকিৎসা ভালোভাবেই এগোচ্ছে। তিনি আগামী বছর সফরে যেতে পারবেন।
সম্প্রতি জি-২০ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হয়। এরই প্রেক্ষাপটে, ব্রেক্সিট পরবর্তী ব্রিটেন-ভারত অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে রাজপরিবারের সদস্যদের একটি ‘কূটনৈতিক মিশনে’ পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।
ডেইলি মিরর আরও জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ্ছে। এ ছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজা-রানির জন্য একটি সফর আয়োজন করতে ইচ্ছা প্রকাশ করেছেন।
এর আগে ২০১৯ সালে রাজা ভারত সফর করেছিলেন। সে সফরের মূল বিষয় ছিল জলবায়ু পরিবর্তন, স্থায়িত্ব এবং সামাজিক অর্থনীতি।
গত অক্টোবরে সামোয়া থেকে ফেরার পথে বেঙ্গালুরুর সোকিয়া ইন্টারন্যাশনাল হোলিস্টিক হেলথ সেন্টারে একটি যাত্রাবিরতি দেন রাজা তৃতীয় চার্লস। দীর্ঘ সফরের পর বিশ্রাম নেওয়ার জন্য ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিনি এই যাত্রাবিরতি দিয়েছিলেন।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফর করতে পারেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর।
ডেইলি মিরর রাজ পরিবারের একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, ‘এমন একটি সফরের পরিকল্পনা করা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। রাজা ও রানির দক্ষিণ এশিয়া সফর কেবল ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ নয়। এটি বৈশ্বিক মঞ্চে আমাদের দেশের কৌশলগত অবস্থানকেও মজবুত করবে।’
গত ফেব্রুয়ারিতে রাজার ক্যানসার আক্রান্তের খবরটি প্রকাশ্যে আনে বাকিংহাম প্যালেস। তবে চিকিৎসকেরা জানান, রাজার চিকিৎসা ভালোভাবেই এগোচ্ছে। তিনি আগামী বছর সফরে যেতে পারবেন।
সম্প্রতি জি-২০ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হয়। এরই প্রেক্ষাপটে, ব্রেক্সিট পরবর্তী ব্রিটেন-ভারত অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে রাজপরিবারের সদস্যদের একটি ‘কূটনৈতিক মিশনে’ পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।
ডেইলি মিরর আরও জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ্ছে। এ ছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজা-রানির জন্য একটি সফর আয়োজন করতে ইচ্ছা প্রকাশ করেছেন।
এর আগে ২০১৯ সালে রাজা ভারত সফর করেছিলেন। সে সফরের মূল বিষয় ছিল জলবায়ু পরিবর্তন, স্থায়িত্ব এবং সামাজিক অর্থনীতি।
গত অক্টোবরে সামোয়া থেকে ফেরার পথে বেঙ্গালুরুর সোকিয়া ইন্টারন্যাশনাল হোলিস্টিক হেলথ সেন্টারে একটি যাত্রাবিরতি দেন রাজা তৃতীয় চার্লস। দীর্ঘ সফরের পর বিশ্রাম নেওয়ার জন্য ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিনি এই যাত্রাবিরতি দিয়েছিলেন।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
২০ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
৪১ মিনিট আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে