Ajker Patrika

একসঙ্গে ৬ ডোজ টিকা দেওয়া হলো ইতালীয় নারীকে

আপডেট : ১১ মে ২০২১, ১৪: ৫০
একসঙ্গে ৬ ডোজ টিকা দেওয়া হলো ইতালীয় নারীকে

ঢাকা: এক ইতালীয় নারীকে ভুলবশত ফাইজারের করোনা ভ্যাকসিনের ছয় ডোজ একসঙ্গে দেওয়ার ঘটনা ঘটেছে। গত রোববার স্থানীয় সময় সকালে ইতালির তুস্কানির একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। অবশ্য এতে ২৩ বছর বয়সী ওই নারীর শরীরে মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। সোমবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

এ নিয়ে হাসপাতালের মুখপাত্র ড্যানিয়েলা গিয়ানেলি সিএনএনকে বলেন, ভ্যাকসিন দেওয়ার পর তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সতর্কতা হিসেবে তাকে তরল খাদ্য এবং প্রদাহনাশক ও জ্বরের ওষুধ দেওয়া হয়েছিল। তবে এক্ষেত্রে ওই নারীর শরীরে কোনো দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে কি-না তা পর্যবেক্ষণ করা হবে।

গিয়ানেলি জানান, একজন স্বাস্থ্য কর্মী ভ্যাকসিনের একটি বোতলের পুরোটাই সিরিঞ্জে ঢুকিয়ে ওই নারীর দেহে প্রয়োগ করেন। যেখানে ফাইজারের একটি বোতলে ছয় ডোজ থাকে। পরে পাঁচটি খালি সিরিঞ্জ দেখে ওই স্বাস্থ্যকর্মী তাঁর ভুল বুঝতে পারেন।

সিএনএন জানিয়েছে, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত