ইরানের হামলা ঠেকাতে পশ্চিমা মিত্রদের যেভাবে পাশে পেয়েছে ইসরায়েল, নিজ দেশের ক্ষেত্রেও মিত্রদের কাছ থেকে একই রকমের সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিজের এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলেনস্কি বলেছেন, ইরানের কর্মকাণ্ড পুরো অঞ্চল ও বিশ্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে, ঠিক যেভাবে রাশিয়ার কর্মকাণ্ড একটি বৃহত্তর সংঘাতের হুমকি দিচ্ছে। সন্ত্রাস ছড়ানোর ক্ষেত্রে দুই দেশের মধ্যে সুস্পষ্ট সহযোগিতার বিষয়টিতে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একটি দৃঢ় ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া আসতে হবে।
নিয়মিত ভিডিও ভাষণেও এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘বিশ্ব দেখেছে ইসরায়েল তার প্রতিরক্ষায় একা ছিল না। আকাশে হুমকিগুলোও তার মিত্রদের মাধ্যমেই ধ্বংস হয়েছে।’ তিনি আরও বলেন, ‘রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়েও কিয়েভের মিত্ররা চোখ বন্ধ করে রাখতে পারে না। বিষয়টি নিয়ে জোরালোভাবে কাজ করা প্রয়োজন।’
জেলেনস্কি বলেন, ‘শুধু বাগাড়ম্বর দিয়ে ইউক্রেনের আকাশসীমা সুরক্ষিত করা সম্ভব নয়।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ সহায়তা প্যাকেজ পাওয়ার জন্য কয়েক মাস ধরে অপেক্ষা করছে কিয়েভ। এ নিয়ে এখনো কংগ্রেসে ভোটের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এতে করে সন্ত্রাসীদের আত্মবিশ্বাস বাড়ছে, নষ্ট করার মতো সময় অবশিষ্ট নেই।’
উল্লেখ্য, ইসরায়েলের ওপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলারও নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। একই সঙ্গে তাঁর দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি সহায়তা প্যাকেজ অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের প্রতি ফের আহ্বান জানিয়েছেন তিনি।
ইরানের হামলা ঠেকাতে পশ্চিমা মিত্রদের যেভাবে পাশে পেয়েছে ইসরায়েল, নিজ দেশের ক্ষেত্রেও মিত্রদের কাছ থেকে একই রকমের সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিজের এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলেনস্কি বলেছেন, ইরানের কর্মকাণ্ড পুরো অঞ্চল ও বিশ্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে, ঠিক যেভাবে রাশিয়ার কর্মকাণ্ড একটি বৃহত্তর সংঘাতের হুমকি দিচ্ছে। সন্ত্রাস ছড়ানোর ক্ষেত্রে দুই দেশের মধ্যে সুস্পষ্ট সহযোগিতার বিষয়টিতে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একটি দৃঢ় ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া আসতে হবে।
নিয়মিত ভিডিও ভাষণেও এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘বিশ্ব দেখেছে ইসরায়েল তার প্রতিরক্ষায় একা ছিল না। আকাশে হুমকিগুলোও তার মিত্রদের মাধ্যমেই ধ্বংস হয়েছে।’ তিনি আরও বলেন, ‘রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়েও কিয়েভের মিত্ররা চোখ বন্ধ করে রাখতে পারে না। বিষয়টি নিয়ে জোরালোভাবে কাজ করা প্রয়োজন।’
জেলেনস্কি বলেন, ‘শুধু বাগাড়ম্বর দিয়ে ইউক্রেনের আকাশসীমা সুরক্ষিত করা সম্ভব নয়।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ সহায়তা প্যাকেজ পাওয়ার জন্য কয়েক মাস ধরে অপেক্ষা করছে কিয়েভ। এ নিয়ে এখনো কংগ্রেসে ভোটের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এতে করে সন্ত্রাসীদের আত্মবিশ্বাস বাড়ছে, নষ্ট করার মতো সময় অবশিষ্ট নেই।’
উল্লেখ্য, ইসরায়েলের ওপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলারও নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। একই সঙ্গে তাঁর দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি সহায়তা প্যাকেজ অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের প্রতি ফের আহ্বান জানিয়েছেন তিনি।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল।
১১ ঘণ্টা আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে...
১২ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
১৩ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
১৩ ঘণ্টা আগে